Job News: হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডে (HPCL Jobs) উচ্চপদে চাকরির সুযোগ। শূন্যপদ খুব বেশি নেই। তবে নির্বাচিত প্রার্থীরা মাসিক ১.২০ লাখ টাকা থেকে বেতন পাবেন। ৫০ বছরের মধ্যে বয়স হলেই এই পদে আবেদন করা যাবে। তদুপরি কোনও লিখিত পরীক্ষা ছাড়াই হবে এই নিয়োগ (Recruitmen News)। দেখে নিন কোন পদে নিয়োগ হবে হিন্দুস্তান পেট্রোলিয়ামে, কীভাবেই বা আবেদন করবেন।


শূন্যপদ


হিন্দুস্তান পেট্রোলিয়াম সংস্থায় জয়েন্ট কোম্পানি সেক্রেটারি পদে (HPCL Jobs) নিয়োগ করা হবে। এই পদের জন্য মাত্র একজনকেই নেওয়া হবে এই সংস্থায়।


বেতন কাঠামো


হিন্দুস্তান পেট্রোলিয়ামে জয়েন্ট কোম্পানি সেক্রেটারি পদে নিয়োগের জন্য নির্বাচিত হলে প্রার্থীরা মাসিক ১ লাখ ২০ হাজার টাকা থেকে শুরু করে ২ লাখ ৮০ হাজার টাকা পর্যন্ত বেতন পাবেন।


কাজের মেয়াদ


এই চাকরি কোনও স্থায়ী চাকরি নয়। হিন্দুস্তান পেট্রোলিয়াম সংস্থায় চুক্তির ভিত্তিতে প্রবেশন অনুসারে ১ বছরের জন্য নিয়োগ করা হবে প্রার্থীকে। এ জন্য নির্বাচিত প্রার্থীকে (HPCL Jobs) মুম্বইয়ের কর্পোরেট হেড অফিসে কাজ করতে হবে।


বয়সসীমা


হিন্দুস্তান পেট্রোলিয়াম সংস্থায় কাজের জন্য আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ৫০ বছরের মধ্যে।


কী যোগ্যতা লাগবে


আবেদনকারী প্রার্থীকে যে কোনও বিষয়ে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং ইনস্টিটিউট অফ কোম্পানি সেক্রেটারিজ-এর অ্যাসোসিয়েট বা ফেলো মেম্বারশিপ থাকতে হবে।


এই পদে ন্যূনতম ১৮ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে প্রার্থীর।


কীভাবে আবেদন করবেন


হিন্দুস্তান পেট্রোলিয়ামের অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে ১১৮০ টাকা আবেদনের ফি জমা দিয়ে অনলাইনেই করতে হবে নিয়োগের জন্য আবেদন।


কীভাবে প্রার্থী নির্বাচন হবে


এক্ষেত্রে কোনও লিখিত পরীক্ষা দিতে হবে না। শুধুমাত্র ব্যক্তিগত ইন্টারভিউ নেওয়ার মাধ্যমেই প্রার্থী নিয়োগ করা হবে। পরে অফিসিয়াল ওয়েবসাইটেই ইন্টারভিউর তারিখ, সময় জানিয়ে দেওয়া হবে।


আবেদন করতে হবে আগামী ১২ জুলাই ২০২৪ তারিখের মধ্যে।


ডিসক্লেমার :  পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে  সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: Jobs And Recruitments: এসএসসি- র কনস্টেবল জিডি পরীক্ষার ফলপ্রকাশের আগে প্রায় দ্বিগুণ বাড়ল শূন্যপদের সংখ্যা !


Education Loan Information:

Calculate Education Loan EMI