IOCL Apprenticeship: ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড সংস্থায় শিক্ষানবিশ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। মোট ৪০০ পদে শিক্ষানবিশ নেওয়া হবে এই সংস্থায়। ইতিমধ্যে রেজিস্ট্রেশনও শুরু হয়ে গিয়েছে। যে সমস্ত প্রার্থীদের যথাযথ যোগ্যতা রয়েছে, বিজ্ঞপ্তি (Recruitment News) দেখে আবেদন শুরু করে দিন। নির্ধারিত দিনের মধ্যে এই আবেদন করে ফেলতে হবে। ২ অগাস্ট থেকে শুরু হয়েছে এই আবেদনের প্রক্রিয়া, এই রেজিস্ট্রেশন (IOCL Recruitment) প্রক্রিয়া চলবে আগামী ১৯ তারিখ পর্যন্ত। জেনে নিন এই শিক্ষানবিশ পদে নিয়োগের ব্যাপারে গুরুত্বপূর্ণ তথ্য।


কতগুলি পদে শিক্ষানবিশ নেওয়া হবে


এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে ইন্ডিয়ান অয়েল সংস্থায় মোট ৪০০টি শূন্যপদে লোক নেওয়া হবে। এই পদগুলির মধ্যে রয়েছে ট্রেড অ্যাপ্রেন্টিস, টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস, গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস। এই পদের জন্য আবেদন শুধুমাত্র অনলাইনেই (IOCL Recruitment) করা যাবে। এর জন্য আপনাকে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডের ওয়েবসাইট থেকে করতে হবে এই আবেদন। iocl.com ওয়েবসাইট থেকে সহজেই আবেদন করতে পারবেন উৎসাহী প্রার্থীরা।


কারা আবেদন করতে পারবেন


বিভিন্ন পদে আবেদন করার জন্য পৃথক পৃথক যোগ্যতা লাগবে প্রার্থীদের। ট্রেড অ্যাপ্রেন্টিস পদের জন্য প্রার্থীকে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দশম শ্রেণি উত্তীর্ণ হতে হবে। এছাড়া সংশ্লিষ্ট বিষয়ে প্রার্থীকে ২ বছরের আইটিআই ডিপ্লোমা করে থাকতে হবে। টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস পদের জন্য প্রার্থীকে ৩ বছরের রেগুলার ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা করে থাকতে হবে। আর একইভাবে যে সমস্ত প্রার্থী স্নাতক স্তরে ৫০ শতাংশ নম্বর নিয়ে পাশ করেছেন, তারা গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস পদের জন্য আবেদন করতে পারবেন।


বয়সসীমা


১৮ থেকে ২৪ বছর বয়সী ছেলে-মেয়েরা এই সমস্ত পদগুলির জন্য আবেদন করতে পারবেন।


কীভাবে হবে প্রার্থী নির্বাচন


বিভিন্ন ধাপের মাধ্যমে এই ইন্ডিয়ান অয়েল সংস্থায় (IOCL Recruitment) প্রার্থী নির্বাচন করা হবে। প্রথমে নেওয়া হবে অনলাইন টেস্ট। যে সমস্ত প্রার্থী এই পরীক্ষায় পাশ করবেন তাদের নথি যাচাইয়ের জন্য ডাকা হবে। এরপরে হবে একটি প্রি-এনগেজমেন্ট মেডিকেল টেস্ট। যে প্রার্থীরা তিনটি ধাপেই উত্তীর্ণ হবেন, তারাই শিক্ষানবিশ পদে নিয়োগের যোগ্যতা অর্জন করবেন। ১৯ অগাস্ট রাত্রি ১১টা ৫৫ মিনিট পর্যন্ত করা যাবে আবেদন।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


আরও পড়ুন: Independence Day 2024: গুড মর্নিংয়ের বদলে 'জয় হিন্দ' বলবে স্কুুল পড়ুয়ারা, স্বাধীনতা দিবসে কোথায় বদলাচ্ছে নিয়ম ?


Education Loan Information:

Calculate Education Loan EMI