Infosys to Hire Freshers: আইটি সংস্থায় যে সমস্ত ব্যক্তি চাকরি (Job News 2024) করার কথা ভাবছেন, তাদের জন্য বড় সুযোগ। ইনফোসিস সংস্থায় বড় নিয়োগ হতে চলেছে এই বছর। আইটি সংস্থাগুলির মধ্যে প্রথম সারির এই সংস্থায় এই বছরের মধ্যেই ১৫ হাজার থেকে ২০ হাজার কর্মী নিয়োগ করা হবে। ২০২৫ অর্থবর্ষের জন্যেই হবে এই নিয়োগ। মূলত ফ্রেশারদের (Infosys Jobs) জন্যেই এই নিয়োগ প্রক্রিয়া চালু করা হবে। কলেজ থেকে স্নাতক উত্তীর্ণরা এই প্রক্রিয়ায় যোগ দিতে পারেন ইনফোসিস সংস্থায়।
এতগুলি পদে হবে এই নিয়োগ
ইনফোসিসের সিএফও জয়েশ সংঘরাজকা জানিয়েছেন যে সংস্থার সমৃদ্ধি ও বৃদ্ধির উপর নির্ভর করে লোক নেওয়া হয়। এই বছর ১৫ হাজার থেকে ২০ হাজার নতুন ছেলে-মেয়ে নিয়োগ করবে ইনফোসিস। আইটি কোম্পানিতে একটা বড় সুখবর আসতে চলেছে। চাকরির অভাব খানিক হলেও এর মাধ্যমে দূর হতে পারে।
কমে গিয়েছিল নিয়োগ
ইনফোসিস খুব কম প্রার্থীদের চাকরি দিয়েছে গত বছর। ২০২৩-২৪ অর্থবর্ষে এই সংস্থায় মাত্র ১১,৯০০ জন ফ্রেশার কাজ পেয়েছেন। ২০২২-২৩ অর্থবর্ষে এই সংখ্যাটা ছিল প্রায় ৫০ হাজার। অর্থাৎ আগের বছর ফ্রেশার নিয়োগের হার প্রায় ৭৬ শতাংশ কমে গিয়েছিল ইনফোসিসে।
কী জানিয়েছে সংস্থা
এই বিষয়ে ইনফোসিসের সিএফও জানিয়েছেন, গত কয়েকটি ত্রৈমাসিকে এই সংস্থায় দ্রুত নিয়োগ করা হয়েছে। ক্যাম্পাসিংয়ের মাধ্যমে এবং ক্যাম্পাসিং ছাড়া বহু কর্মীকে কাজ দিয়েছে ইনফোসিস। এই ত্রৈমাসিকে ২০০০ জন কম ফ্রেশার নিয়োগ করা হয়েছে। মূলত ফ্রেশার নিয়োগের উপরেই জোর দেওয়া হয় ইনফোসিসে। এই সংস্থায় এখন সবচেয়ে বেশি আসন পূর্ণ রয়েছে, ফলে খুব বেশি লোক নেওয়ার জায়গা ছিল না। তবু ২০২৪-২৫ অর্থবর্ষের জন্যেই করা হচ্ছে এই নিয়োগ।
নিয়োগ বৃদ্ধি করেছে এই সংস্থা
২০২৪-২৫ অর্থবর্ষের শুরুর দিকে টাটা কনসালট্যান্সি সার্ভিস ২৫ হাজার ফ্রেশার নিয়োগ করেছে। এর মধ্যে প্রথম ত্রৈমাসিকে প্রায় ১১ হাজার কর্মী নিয়োগ করেছে সংস্থা। তুলনার দিক থেকে, টানা ষষ্ঠ ত্রৈমাসিকে ১৯০৮ জন কর্মী কমিয়েছে ইনফোসিস, অন্যদিকে টিসিএসে বেড়েছে ৫৪৫৪ জন কর্মী। নিট মুনাফার কথা বললে এই সংস্থা প্রায় ৭ শতাংশ মুনাফা কমিয়েছে।
আরও পড়ুন: Upcoming IPO: ২০০০ কোটির IPO আনবে এই আইসক্রিম প্রস্তুতকারক সংস্থা, মুনাফার সুযোগ ?
Education Loan Information:
Calculate Education Loan EMI