JSSC Stenographer Jobs: ঝাড়খণ্ডের স্টাফ সিলেকশন কমিশনের অধীনে ৪৫৫টি পদে স্টেনোগ্রাফার নিয়োগ করা হবে। এখনও যদিও আবেদনের লিঙ্ক চালু হয়নি কমিশনের তরফে। ৬ সেপ্টেম্বর ২০২৪ থেকে শুরু হবে এই পদে চাকরির জন্য রেজিস্ট্রেশন (Recruitment News)। যে সমস্ত প্রার্থীরা আবেদনের জন্য উৎসাহী তারা নির্ধারিত ফরম্যাটে আবেদনের ফর্ম পূরণ করে নেবেন। স্নাতক উত্তীর্ণ হয়েছেন যারা, কেবল তারাই এই পদের জন্য আবেদন করতে পারবেন। কতগুলি শূন্যপদ রয়েছে এবং তাঁর জন্য কী কী যোগ্যতা লাগবে দেখে নেওয়া যাক এক নজরে।


কোন ওয়েবসাইটে নজর রাখতে হবে


উৎসাহী প্রার্থীরা জেএসএসসির জন্য অনলাইনে আবেদন করতে পারবেন শুধুমাত্র। ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশনের ওয়েবসাইট থেকে এই আবেদন করতে হবে। jssc.nic.in ওয়েবসাইট থেকেই এই ৪৫৫টি পদের জন্য আবেদন করতে পারবেন প্রার্থীরা। এই ওয়েবসাইটের মাধ্যমে শুধু যে আবেদন করতে পারবেন তাই নয়, আবেদন সংক্রান্ত, নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্য জানতে পারবেন।


কয়টি পদ পূরণ করা হবে


এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশনে মোট ৪৫৫টি স্টেনোগ্রাফার পদে লোক নেওয়া হবে। ৬ সেপ্টেম্বর থেকে শুরু হবে এই পদের জন্য আবেদন প্রক্রিয়া এবং চলবে আগামী ৫ অক্টোবর পর্যন্ত। জেনে রাখা দরকার যে ঝাড়খণ্ড সচিবালয় স্টেনোগ্রাফার কম্পিটিটিভ পরীক্ষার জন্য উৎসাহী পরীক্ষার্থীদের আমন্ত্রণ জানিয়েছে এবং এই পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে প্রার্থী নির্বাচন করবে।


কারেকশন উইন্ডো কবে খুলবে


আবেদনপত্র ও আবেদনের ফি জমা দেওয়ার শেষ দিন ৫ অক্টোবর এবং তারপর ৭ অক্টোবর থেকে ৯ অক্টোবর পর্যন্ত খোলা থাকবে কারেকশন উইন্ডো।


কী যোগ্যতা লাগবে


এই পদগুলির জন্য প্রার্থীকে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক উত্তীর্ণ হয়ে থাকতে হবে। ২১ থেকে ৩৫ বছরের মধ্যে যে সমস্ত প্রার্থীর বয়স তারাই কেবল এই পদে আবেদন করতে পারবেন।


কত বেতন পাবেন


এই পদগুলিতে নির্বাচিত হলে প্রার্থীরা ম্যাট্রিক্স লেভেল ৪ অনুসারে মাসে ২৫,৫০০ টাকা থেকে শুরু করে ৮১,১০০ টাকা পর্যন্ত বেতন পাবেন। এর সঙ্গে সঙ্গে ঝাড়খণ্ড সরকারের অন্যান্য সমস্ত সুবিধাও পাবেন প্রার্থীরা।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: Recruitment News: ভারতীয় রেলে দশম পাশেই ৪ হাজারেরও বেশি পদে নিয়োগ, আবেদনের শেষদিন কবে ?


Education Loan Information:

Calculate Education Loan EMI