RRC NR Recruitment: ৪ হাজারেরও বেশি পদে কর্মী নিয়োগ করবে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের নর্দার্ন রিজিয়ন শাখা। মূলত এগুলি সবই হবে শিক্ষানবিশ (Recruitment News) নিয়োগ। আজ ১৬ অগাস্ট থেকেই এই পদের জন্য আবেদন ও রেজিস্ট্রেশন (Railway Jobs) প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। নির্ধারিত সময়ের আগেই এই পদের (RRC NR Recruitment) জন্য আবেদন করে ফেলতে হবে উৎসাহী প্রার্থীদের। জেনে আবেদনের শেষ দিন কবে এবং শিক্ষানবিশ পদে যোগ দিতে গেলে কী কী যোগ্যতা লাগবে।


আবেদনের শেষ দিন কবে


ভারতীয় রেলে শিক্ষানবিশ নিয়োগের ক্ষেত্রে মোত ৪০৯৬টি শূন্যপদ পূরণ করা হবে এই প্রক্রিয়ার মাধ্যমে। আগামী ১৬ সেপ্টেম্বরের মধ্যে করে ফেলতে হবে আবেদন। ১৬ অগাস্ট থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত সময় পাবেন উৎসাহী প্রার্থীরা।


প্রয়োজনীয় ওয়েবসাইট নোট করে নিন


ভারতীয় রেলের নির্দার্ন রিজিয়ন শাখায় শিক্ষানবিশ পদে নিয়োগ পেতে গেলে আপনাকে রেলওয়ে রিক্রুটমেন্ট সেলের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে যা হল rrcnr.org। এই ওয়েবসাইট থেকে আপনি যে শুধু উক্ত পদের জন্য আবেদনই করতে পারবেন তা নয়, বরং আবেদন সংক্রান্ত সমস্ত তথ্য পেয়ে যাবেন।


কী যোগ্যতা লাগবে


এই সমস্ত পদের জন্য আবেদন করতে হলে প্রার্থীকে কোনও স্বীকৃত বোর্ড থেকে ন্যূনতম ৫০ শতাংশ নম্বর পেয়ে মাধ্যমিক বা দশম শ্রেণির পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তবে তাই নয়, প্রার্থীকে সরকারি কোনও সংস্থা থেকে আইটিআই ডিপ্লোমা করে থাকতে হবে। ১৫ থেকে ২৪ বছর বয়সি প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারেন। সংরক্ষিত প্রার্থীরা এক্ষেত্রে বয়সের ছাড় পাবেন।


কত আবেদনের ফি দিতে হবে


রেলে শিক্ষানবিশ পদে আবেদনের জন্য উৎসাহী প্রার্থীকে ১০০ টাকা আবেদনের শুল্ক দিতে হবে। তবে সংরক্ষিত প্রার্থীদের এক্ষেত্রে কোনও আবেদনের ফি দিতে হবে না।


কীভাবে হবে প্রার্থী নির্বাচন


এই নিয়োগের ভাল দিক হল এর জন্য প্রার্থীদের কোনও লিখিত পরীক্ষা দিতে হবে না। বরং দশম শ্রেণি ও আইটিআইতে পাওয়া নম্বরের ভিত্তিতেই তৈরি হবে মেধাতালিকা। দুটি পরীক্ষার নম্বরের থেকেই ৫০ শতাংশ করে নিয়ে তালিকা তৈরি হবে। ৫০ শতাংশ নম্বর যোগ হবে দশম শ্রেণি থেকে আর বাকি ৫০ শতাংশ যোগ হবে আইটিআই থেকে।


আরও পড়ুন: Dividend Stock: ৮ হাজার কোটির 'স্পেশাল ডিভিডেন্ড' দেবে এই সংস্থা, মুনাফা হবে সরকারেরও


Education Loan Information:

Calculate Education Loan EMI