PNB Apprenticeship Exam: ব্যাঙ্কের চাকরির জন্য যারা পড়াশোনা করছেন বা প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য সুখবর। এবার পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে নিয়োগ (PNB Apprentice Job) হবে শিক্ষানবিশ। এই শিক্ষানবিশ পদে নির্বাচিত হওয়ার জন্য আবেদন করতে হবে অনলাইনে। বিগত ৩০ জুন থেকে শুরু হয়েছে আবেদন প্রক্রিয়া। pnbindia.in অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনলাইনেই এই পদের জন্য আবেদন করা যাবে। দেখে নিন এই নিয়োগের আরও বিস্তৃত তথ্য এক নজরে।


গুরুত্বপূর্ণ তারিখ


৩০ জুন থেকে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে (PNB Apprentice Job) শিক্ষানবিশ পদে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। আগামী ১৪ জুলাই ২০২৪ পর্যন্ত করা যাবে আবেদন। নির্ধারিত তারিখের মধ্যে নির্দিষ্ট ফর্ম্যাট মেনে আবেদনপত্র পূরণ করতে হবে। এই নিয়োগ সংক্রান্ত আরও আপডেট নির্দিষ্ট সময়ে ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে।


কারা আবেদন করতে পারবেন


পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে এই শিক্ষানবিশ (PNB Apprentice Job) পদগুলির জন্য আবেদন করতে হলে প্রার্থীকে যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক উত্তীর্ণ হতে হবে। এর সঙ্গে প্রার্থী যে অঞ্চলের জন্য আবেদন করবেন সেখানকার ভাষা বলতে, লিখতে ও পড়তে জানতে হবে।


বয়সসীমা


২০ থেকে ২৮ বছরের মধ্যে যাদের বয়স তারাই এই পদে আবেদন করতে পারবেন। তবে সংরক্ষিত প্রার্থীদের জন্য বয়সের উর্ধ্বসীমাতে ছাড় পাওয়া যাবে। এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে ২৭০০ পদে লোক নেওয়া হবে শিক্ষানবিশ হিসেবে।


কীভাবে করা হবে প্রার্থী নিয়োগ


বেশ কিছু পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর এই পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে শিক্ষানবিশ পদে নিয়োগ পাবেন পরীক্ষার্থীরা। এতে প্রথমে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ২৮ জুলাই ২০২৪ তারিখে হবে সেই লিখিত পরীক্ষা। এতে মূলত এমসিকিউ থাকবে প্রশ্নপত্রে যেখানে ১০০টি প্রশ্ন থাকবে ১ নম্বরের। সময় থাকবে ৬০ মিনিট।


কত দিতে হবে আবেদনের ফি


পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে শিক্ষানবিশ পদে নিয়োগের জন্য অসংরক্ষিত প্রার্থীদের আবেদনের ফি দিতে হবে ৯৪৪ টাকা। অন্যদিকে তপশিলি জাতি ও উপজাতিদের জন্য আবেদনের ফি দিতে হবে ৭০৮ টাকা। অন্যদিকে বিশেষভাবে প্রতিবন্ধীদের জন্য দিতে হবে ৪৭২ টাকা।


কত হবে বেতন


পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে গ্রামীণ বা আধা শহর এলাকার জন্য প্রতি মাসে ১০ হাজার টাকা বেতন পাবেন প্রার্থী। অন্যদিকে শহরের শাখার জন্য প্রার্থীরা পাবেন ১২ হাজার টাকা, মহানগরের শাখার জন্য বেতন পাবেন ১৫ হাজার টাকা।


আরও পড়ুন: NEET-PG Row: জুলাই মাসেই হতে পারে NEET-PG, প্রশ্নফাঁস রুখতে নয়া ভাবনা কেন্দ্রের


Education Loan Information:

Calculate Education Loan EMI