UIDAI Jobs: আধার দফতরে কাজের সুযোগ। ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া সংস্থায় উচ্চপদে হবে কর্মী নিয়োগ। এই পদের জন্য আবেদনকারীর (UIDAI Recruitment) বয়স হতে হবে ৫৬ বছরের মধ্যে। নির্বাচিত প্রার্থীরা সর্বোচ্চ দেড় লাখ টাকা পর্যন্ত বেতন পাবেন। তবে এই চাকরি কোনও স্থায়ী চাকরি নয়। সর্বোচ্চ ৫ বছরের ডেপুটেশনের ভিত্তিতে করা হবে এই নিয়োগ (Recruitment News)। আধার দফতরে কোন পদে হবে এই নিয়োগ ? যোগ্যতাই বা কী লাগবে ?


শূন্যপদ


ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া সংস্থায় মোট ২টি পদে করা হবে নিয়োগ। অ্যাকাউন্ট্যান্ট এবং প্রাইভেট সেক্রেটারি এই দুই পদে ১টি করে মোট ২ জন কর্মী নিয়োগ হবে এই সংস্থায়।


বেতন কী হবে


আধার দফতরে উচ্চপদে হবে এই নিয়োগ (UIDAI Recruitment)। এই পদ দুটিতে নিয়োগের সুযোগ পেলে অ্যাকাউন্ট্যান্ট হিসেবে নির্বাচিত প্রার্থীরা লেভেল ৫ অনুসারে বেতন পাবেন। প্রাইভেট সেক্রেটারি হিসেবে আপনি নির্বাচিত হলে বেতন পাবেন লেভেল ৮ অনুসারে। অ্যাকাউন্ট্যান্ট পদের জন্য নির্বাচিত প্রার্থীর বেতন শুরু হবে ২৯,২০০ টাকা থেকে সর্বোচ্চ ৯২,৩০০ টাকা পর্যন্ত এবং প্রাইভেট সেক্রেটারি হিসেবে নির্বাচিত হলে প্রার্থীর বেতন শুরু হবে ৪৭,৬০০ টাকা থেকে ১,৫১,১০০ টাকা পর্যন্ত।


কাজের মেয়াদ


এই চাকরি কোনও স্থায়ী নিয়োগ (UIDAI Recruitment) নয়। ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া সংস্থায় চুক্তির ভিত্তিতে ৫ বছরের ডেপুটেশনে কর্মী নিয়োগ করা হবে। তবে প্রয়োজন না থাকলে ৫ বছরের আগেই সংস্থা প্রার্থীকে অব্যাহতি দিতে পারে। তবে ন্যূনতম ৩ বছর থাকবে নির্বাচিত প্রার্থীর কাজের মেয়াদ।


শিক্ষাগত যোগ্যতা কী দরকার



  • প্রাইভেট সেক্রেটারি পদের জন্য- সরকারি সংস্থায় লেভেল ৬ অনুসারে তিন বছর বেতন পেয়ে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। অফিস ম্যানেজমেন্ট বা সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্সের অভিজ্ঞতা থাকা দরকার। স্টেনোগ্রাফির কাজ জানলে অগ্রাধিকার মিলবে।

  • অ্যাকাউন্ট্যান্ট পদের জন্য- লেভেল ৪ অনুসারে কোনও সরকারি সংস্থায় ন্যূনতম ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে আবেদনকারী প্রার্থীর। বাণিজ্য বিভাগে প্রার্থীকে অবশ্যই স্নাতক উত্তীর্ণ হতে হবে।


কীভাবে হবে আবেদন


এই পদের জন্য অনলাইনে আবেদন করা যাবে না। ডাকযোগে নিজেদের আবেদনপত্রের সঙ্গে সমস্ত নথি জুড়ে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে আবেদনকারীকে। এই ডাকযোগে আবেদন করার শেষ দিন আগামী ২ অগস্ট ২০২৪ পর্যন্ত।


আরও পড়ুন: Success Story: চাকরি করতে করতে প্রস্তুতি, কোনও কোচিং ছাড়াই BDO-র পদে গার্গী


Education Loan Information:

Calculate Education Loan EMI