Asiatic Society:  কলকাতার এশিয়াটিক সোসাইটিতে নিয়োগ হবে। একটিমাত্র শূন্যপদে সংস্থার একটি গুরুত্বপূর্ণ বিভাগে কর্মী নিয়োগ (Job News) হবে। সেজন্য ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহেই একটি ওয়াক-ইন-ইন্টারভিউ আয়োজন করা হয়েছে। উৎসাহী প্রার্থীরা সংশ্লিষ্ট তথ্য প্রমাণ সহ উক্ত দিনে ইন্টারভিউতে উপস্থিত থাকতে পারবেন। পুঁথি সংরক্ষণের কাজে পূর্ব অভিজ্ঞতা বা পড়াশোনা থাকলে প্রাধান্য দেওয়া হবে বলেই জানানো হয়েছে সংস্থার তরফে।


শূন্যপদ


এশিয়াটিক সোসাইটির পুঁথি সংরক্ষণ কেন্দ্রে সিনিয়র কনজারভেটর হিসেবে একটিমাত্র শূন্যপদে এবং কনজারভেটর হিসেবে ২টি শূন্যপদে কর্মী নিয়োগ (Job News) হবে। নির্বাচিত প্রার্থী ঐতিহ্যবাহী এই সংস্থায় পুঁথি সংরক্ষণের কাজের সঙ্গে যুক্ত হবেন।


যোগ্যতা


সিনিয়র কনজারভেটর:



  • এই পদে আবেদনের জন্য রসায়ন, শিল্পকলা কিংবা শিল্প সংরক্ষণ বিষয়ে স্নাতকোত্তর উত্তীর্ণ হতে হবে অথবা পুঁথি সংরক্ষণের উপর এক বছরের পিজি ডিপ্লোমা করা থাকতে হবে, সঙ্গে হাতেকলমে কাজের অভিজ্ঞতাও থাকতে হবে।

  • দ্বিতীয়ত জাতীয় স্তরের কোনও প্রতিষ্ঠান (NLRC, IGNCA, INTACH, জাতীয় সংগ্রহশালা) থেকে শিল্পকলা ও পুঁথি সংরক্ষণের বিষয়ে ৬ মাসের বেশি সময় প্রশিক্ষণ নেওয়া থাকতে হবে। ন্যূনতম ২ বছর কোনও প্রতিষ্ঠানে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

  • অধিকন্তু প্রার্থীর সংরক্ষণ বিষয়ে মিউজিওলজি ডিগ্রি থাকে কিংবা পুঁথিবিজ্ঞানের উপর স্নাতকোত্তর, ডিপ্লোমা ইত্যাদি করা থাকলে এই পদে আবেদনের (Job News) সময় প্রাধান্য পাবেন।


কনজারভেটর:



  • বিজ্ঞান বা শিল্পকলা নিয়ে স্নাতক উত্তীর্ণ হতে হবে প্রার্থীকে।

  • দ্বিতীয়ত জাতীয় স্তরের কোনও প্রতিষ্ঠান (NLRC, IGNCA, INTACH, জাতীয় সংগ্রহশালা) থেকে শিল্পকলা ও পুঁথি সংরক্ষণের বিষয়ে ৬ মাসের বেশি সময় প্রশিক্ষণ নেওয়া থাকতে হবে। ন্যূনতম ২ বছর কোনও প্রতিষ্ঠানে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

  • অধিকন্তু প্রার্থীর সংরক্ষণ বিষয়ে মিউজিওলজি ডিগ্রি থাকে কিংবা পুঁথিবিজ্ঞানের উপর স্নাতকোত্তর, ডিপ্লোমা ইত্যাদি করা থাকলে এই পদে আবেদনের সময় প্রাধান্য পাবেন।


চাকরির মেয়াদ


এই নিয়োগ সম্পূর্ণ সাময়িক ভিত্তিতে, স্থায়ী চাকরি (Job News) নয়। দুটি পদের ক্ষেত্রেই চাকরির মেয়াদ ৬ মাস।


বেতন


সিনিয়র কনজারভেটর হিসেবে নির্বাচিত প্রার্থী মাসে ২৫ হাজার টাকা বেতন পাবেন। অন্যদিকে কনজারভেটর হিসেবে নির্বাচিত প্রার্থীর মাসিক বেতন হবে ২০ হাজার টাকা।


ইন্টারভিউ


আগামী ৬ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে সংস্থার অফিসে সকাল ১০.৪৫ টার মধ্যে উৎসাহী প্রার্থীদের ইন্টারভিউর জন্য উপস্থিত হতে হবে। সমস্ত তথ্য প্রমাণ, ডিগ্রির শংসাপত্র সহ উপস্থিতি কাম্য। তবে এই ইন্টারভিউতে আসার জন্য কোনও TA বা DA দেওয়া হবে না।


আরও পড়ুন: Railway Jobs 2024: প্রায় ৩০০০ পদে শিক্ষানবিশ নিয়োগ করবে রেল, কোথায় কীভাবে আবেদন ?


Education Loan Information:

Calculate Education Loan EMI