Job News: রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (আরআরবি) অ্যাসিসট্যান্ট লোকো পাইলট নিয়োগ করতে চলেছে। যোগ্যরা RRB - এর অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন জানাতে পারবেন। এই নিয়োগের মাধ্যমে ৯৯৭০টি শূন্যপদ পূরণ হবে। ১২ এপ্রিল শুরু হবে রেজিস্ট্রেশন প্রক্রিয়া। আর তা চলবে ১১ মে পর্যন্ত। প্রাথমিক ভাবে মাসে ১৯,৯০০ টাকা বেতন পাওয়ার কথা শোনা গিয়েছে। ১৮ থেকে ৩০ বছর বয়সীরা রেলের এই চাকরির জন্য আবেদন করতে পারবেন। আবেদনকারীদের আগাম আধার কার্ডের যাবতীয় খুঁটিনাটি ভাল করে দেখে নিতে বলা হচ্ছে, কারণ অনলাইন অ্যাপ্লিকেশন ফিল-আপের সময় এই আধার কার্ডই প্রয়োজন হবে। সেই সমস্য যাতে কোনও অসুবিধা না হয়, অহেতুক দেরি না হয়, তাই জন্যই আধার কার্ড সংক্রান্ত যাবতীয় তথ্য সঠিক ভাবে রয়েছে কিনা, তা খতিয়ে দেখে নিতে বলা হচ্ছে। 


কীভাবে আবেদন করবেন, দেখে নিন একনজরে 



  • প্রথমে আরআরবি- র অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে আপনাকে। 

  • এরপর RRB ALP Recruitment 2025 লিঙ্কে ক্লিক করতে হবে, যা হোমপেজেই রয়েছে।  

  • এবার একটি নতুন পেজ খুলে যাবে স্ক্রিন। এখানে রেজিস্ট্রেশনের তথ্য দিয়ে লগ-ইন করতে হবে। 

  • একবার লগ-ইন হয়ে গেলে আপনি অ্যাপ্লিকেশন ফর্ম দেখতে পারেন এবং সেটা ভালভাবে দেখেশুনে পূরণ করতে হবে। এর সঙ্গে যুক্ত করতে হবে যাবতীয় প্রয়োজনীয় ডকুমেন্ট। তারপর অনলাইনে জমা দিতে হবে অ্যাপ্লিকেশন ফি। 

  • এর পরের পর্যায়ে সাবমিট বাটনে ক্লিক করে অ্যাপ্লিকেশন ফি জমা দিতে হবে এবং তারপর যে কনফার্মেশন পেজ দেখা যাবে সেটা ডাউনলোড করে নিতে হবে। 

  • ভবিষ্যতে প্রয়োজনে লাগতে পারে সেই নিরিখে পূরণ হওয়া অ্যাপ্লিকেশন ফর্মের একটা হার্ড কপি রেখে দিতে পারেন নিজের কাছে। 


RRB ALP 2024 কম্পিউটার বেসড পরীক্ষার দ্বিতীয় পর্যায়ের দিনক্ষণ বদলেছে। নতুন সময়সূচিও ঘোষণা করা হয়েছে। ১৯ এবং ২০ মার্চ যে পরীক্ষা হওয়ার কথা ছিল তা হবে ২ এবং ৬ মে। প্রথমে শিফটে পরীক্ষা থাকলে কেন্দ্রে পৌঁছতে হবে সকাল ৭টা ৩০ মিনিটে। আর দ্বিতীয় শিফটে পরীক্ষা থাকলে বেলা ১২টা ৩০ মিনিটের মধ্যে পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে হবে। পরীক্ষার ১০ দিন আগে পরীক্ষার্থীরা জানতে পারবেন কোন কোন শহরে পরীক্ষা হচ্ছে এবং সেই স্লিপ ডাউনলোড করতে পারবেন। অন্যদিকে, ই-কল লেটার ডাউনলোড করা যাবে পরীক্ষার চারদিন আগে, আরআরবি- র ওয়েবসাইট থাকে। এই ওয়েবসাইটেই বাকি যাবতীয় খুঁটিনাটি তথ্যও পাওয়া যাবে। 


ডিসক্লেমার :  পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে  সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা। 


Education Loan Information:

Calculate Education Loan EMI