RRB JE Recruitment 2024: রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড, আরআরবি (RRB) জুনিয়র ইঞ্জিনিয়ার (Junior Engineer) পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল আগেই। ৭৯৫১টি শূন্যপদ রয়েছে। আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা আবেদন জমা দিতে পারবেন RRB- এর অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে। আগামী ৩০ জুলাই থেকে শুরু হতে চলেছে আবেদনপ্রক্রিয়া। আর আবেদন জমা দেওয়া যাবে ২৯ অগস্ট পর্যন্ত। অ্যাপ্লিকেশন ফর্মে সংশোধনের জন্য মডিফিকেশন উইন্ডো থাকবে। সেটি খুলবে ৩০ অগস্ট এবং বন্ধ হবে ৮ সেপ্টেম্বর। এখানেই পেমেন্ট মেথডের ক্ষেত্রেও কোনও সমস্যা হলে তা সংশোধন করা যাবে। 


কোথায় কত শূন্যপদ রয়েছে 



  • জুনিয়র ইঞ্জিনিয়ার, ডিপো ম্যাটেরিয়াল সুপারইনটেনডেন্ট, কেমিক্যাল এবং মেটালার্জিক্যাল অ্যাসিসট্যান্ট- ৭৯৩৪টি শূন্যপদ। মাসিক বেতন হবে ৩৫,৪০০ টাকা। এর সঙ্গে থাকবে অন্যান্য অ্যালাউন্স। 

  • কেমিক্যাল সুপারভাইজার/রিসার্চ এবং মেটালার্জিকাল সুপারভাইজার/রিসার্চ- ১৭টি শূন্যপদ (আরআরবি গোরক্ষপুর - শুধুমাত্র)। মাসিক বেতন হবে ৪৪,৯০০ টাকা।এর সঙ্গে থাকছে অন্যান্য অ্যালাউন্স। 


আবেদনকারীদের বয়স 



  • ১৮ থেকে ৩৬ বছর বয়সীরা আরআরবি জুনিয়র ইঞ্জিনিয়ার পদের জন্য আবেদন জমা দিতে পারবে। ০১.০১.২০২৫ অনুসারে এই বয়স নির্ধারিত হবে। সংরক্ষিত শ্রেণির প্রার্থী হলে বয়সে ঊর্ধসীমায় ছাড় থাকবে। 

  • অ্যাপ্লিকেশন ফর্মের মধ্যে আবেদনকারীদের জন্মতারিখ সেটাই লিখতে হবে যা ওই আবেদনকারীর দশম শ্রেণির পরীক্ষা বা এসএসএলসি কিংবা সমতুল্য কোনও পরীক্ষার ক্ষেত্রে সার্টিফিকেটে যে তথ্য লেখা রয়েছে সেটা লিখতে হবে। 


দুটো পর্যায়ে হবে কম্পিউটার ভিত্তিক পরীক্ষা বা কম্পিউটার বেসড টেস্ট (সিবিটি) 



  • সিবিটি ওয়ান- মোট ১০০টি প্রশ্ন থাকবে। ৯০ মিনিটে এই পরীক্ষা দিতে হবে। বিশেষভাবে সক্ষমদের ক্ষেত্রে যাঁদের দৃষ্টিশক্তি নেই তাঁরা ১২০ মিনিট বা ২ ঘণ্টা সময় থাকবে। 

  • সিবিটি ২- মোট ১৫০টি প্রশ্ন থাকবে। পরীক্ষা দিতে হবে ১২০ মিনিট অর্থাৎ দু'ঘণ্টার। এক্ষেত্রে বিশেষভাবে সক্ষমদের জন্য ১৬০ মিনিট সময় থাকতে চলেছে। 

  • একটি ভুল উত্তরের জন্যে থাকবে নেগেটিভ মার্কিং। ওই নির্দিষ্ট প্রশ্নে যত নম্বর থাকবে তার এক তৃতীয়াংশ বাদ যাবে। 


অ্যাপ্লিকেশন ফি 



  • সংরক্ষণ ছাড়া আবেদনকারীদের ৫০০ টাকা অ্যাপ্লিকেশন ফি জমা দিতে হবে। এছাড়াও জমা দিতে হবে ৪০০ টাকা যা রিফান্ডেবল অর্থাৎ ফেরতযোগ্য। কম্পিউটার ভিত্তিক পরীক্ষার প্রথম পর্যায়ে যুক্ত হওয়ার জন্য এই টাকা দিতে হবে। 

  • সংরক্ষিত শ্রেণির আবেদনকারীদের ২৫০ টাকা জিতে হবে। এই টাকাও ফেরযোগ্য। অর্থাৎ রিফান্ডেবল। এই অ্যাপ্লিকেশন ফি- ও জমা দিতে হবে সিবিটি- র প্রথম পর্যায়ের পরীক্ষা দেওয়ার জন্য। 

  • আবেদনকারীরা অনলাইনে টাকা জমা দিতে পারবেন ইন্টারনেট ব্যাঙ্কিং, ডেবিট/ক্রেডিট কার্ড অথবা ইউপিআই- এর মাধ্যমে টাকা জমা দেওয়া যাবে। যদি কোনও সার্ভিস চার্জ দিতে হয় তা আবেদনকারীকেই দিতে হবে। 


আরও পড়ুন- হোয়াটসঅ্যাপে বড় চমক, অ্যান্ড্রয়েড থেকে আইফোনে ইন্টারনেট ছাড়াই শেয়ার করা যাবে ফাইল !


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


Education Loan Information:

Calculate Education Loan EMI