RRB Recruitment 2025: রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (RRB) একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সেখানে জানানো হয়েছে একাধিক টেকনিক্যাল পদে নিয়োগ হতে চলেছে। অনলাইনে আবেদন করা যাবে। জুনিয়র ইঞ্জিনিয়ার (JE), ডিপো ম্যাটেরিয়া সুপারইনটেনডেন্ট (DMS), কেমিক্যাল অ্যান্ড মেটালার্জিক অ্যাসিসট্যান্ট (CMA) - এইসব পদে নিয়োগ করা হবে। ৩১ অক্টোবর থেকে শুরু হবে আবেদন প্রক্রিয়া। আর এই রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলবে ৩০ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। RRB - র অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। 

Continues below advertisement

কোথায় কত শূন্যপদ রয়েছে, দেখে নিন একনজরে 

  • মোট শূন্যপদ - ২৫৭০ (আপাত ভাবে)
  • শুরুর বেতন - মাসে ৩৫,৪০০ টাকা 

আবেদনকারীদের বয়স 

Continues below advertisement

আবেদনকারীদের বয়স ১৮ থেকে ৩৩ বছরের মধ্যে হতে হবে, ১ জানুয়ারি ২০২৬ অনুসারে। 

আধার কার্ডের ভেরিফিকেশন 

RRB - র তরফে জানানো হয়েছে ভুল কিংবা দেরি এড়ানোর জন্য আবেদনের সময় আবেদনকারীদের আধার কার্ড ব্যবহার করে তাঁদের বিবরণ যাচাই করা দরকার। আবেদনকারীদের নাম এবং জন্ম তারিখ দশম শ্রেণির সার্টিফিকেটের সঙ্গে অতি অবশ্যই মিলতে হবে। আবেদনকারীদের নিজেদের আধার কার্ড সাম্প্রতিক ছবি এবং বায়োমেট্রিক দিয়ে আপডেট করা থাকতে হবে, আবেদনের আগে। 

বিশেষ বার্তা 

অ্যাপ্লিকেশন ফর্ম জমা দেওয়ার আগে ভালভাবে ওই বিজ্ঞপ্তি পড়ে নিতে হবে আবেদনকারীদের। যাবতীয় অফিশিয়াল আপডেট অথবা সংশোধন, RRB- র ওয়েবসাইটেই পাবেন প্রার্থীরা। 

ইস্ট সেন্ট্রাল রেলওয়ে নিয়োগ করতে চলেছে অ্যাপ্রেন্টিস পদে 

যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। ইস্ট সেন্ট্রাল রেলওয়ের অফিশিয়াল ওয়েবসাইট ecr.indianrailways.gov.in - এর মাধ্যমে আবেদন করা যাবে। মোট শূন্যপদের সংখ্যা ১১৪৯টি। আবেদনের শেষ তারিখ ২৫ অক্টোবর। তফশিলি জাতি, তফশিলি উপজাতি, বিশেষ ভাবে সক্ষম এবং মহিলাদের আবেদনের জন্য কোনও টাকা দিতে হবে না। অন্যদের জন্য অ্যাপ্লিকেশন ফি ১০০ টাকা ধার্য হয়েছে। ডেবিট কিংবা ক্রেডিট কার্ড অথবা ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে অ্যাপ্লিকেশন ফি জমা দেওয়া যাবে। অনলাইন পেমেন্টের জন্য ট্রানজাকশন চার্জ থাকলে সেটা আবেদনকারীদের দিতে হবে। বাকি যাবতীয় খুঁটিনাটি তথ্য পাওয়া যাবে ইস্ট সেন্ট্রাল রেলওয়ের অফিশিয়াল ওয়েবসাইটে। আবেদনকারীদের দশম শ্রেণি উত্তীর্ণ হতে হবে। 

ডিসক্লেমার :  পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে  সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা।


Education Loan Information:

Calculate Education Loan EMI