Job News: রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (Railway Recruitment Board) অর্থাৎ আরআরবি (RRB) তাদের RRB NTPC- র কারেকশন উইন্ডো (Correction Window) আজ অর্থাৎ ৬ নভেম্বর, বুধবার বন্ধ করতে চলেছে। যে সমস্ত আবেদনকারী নিজেদের অ্যাপ্লিকেশনে কিছু পরিবর্তন করতে ইচ্ছুক তাঁদের হাতে কিন্তু আর বেশি সময় নেই। এখনই আরআরবি- র ওয়েবসাইট rrbapply.gov.in এখানে গিয়ে প্রয়োজনীয় পরিবর্তন করে নিন নিজের অ্যাপ্লিকেশনে। গত ৩০ অক্টোবর আরআরবি এনটিপিসি- র এই অ্যাপ্লিকেশন কারেকশন উইন্ডো খোলা হয়েছিল। রেজিস্ট্রেশন প্রক্রিয়া শেষ হয়েছে গত ২৭ অক্টোবর। আর অ্যাপ্লিকেশন ফি অনলাইনে পেমেন্ট করার দিন ছল ২৮ এবং ২৯ অক্টোবর। 


মোট ১১,৫৫৮টি শূন্যপদের জন্য এই নিয়োগ করা হবে। অর্থাৎ এই বিশাল সংখ্যক শূন্যপদে চাকরির জন্য পরীক্ষা দিতে পারবেন আবেদনকারীরা। স্নাতক এবং স্নাতকোত্তরের জন্য রয়েছে শূন্যপদের ভাগ। স্নাতক স্তরের জন্য ৩৪৪৫টি এবং স্নাতকোত্তর স্তরের জন্য ৮১১৩টি শূন্যপদ রয়েছে। তবে চাকরির পরীক্ষা কবে হবে তার তারিখ এবং সময় এখনও ঘোষণা করেনি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড। 


এবার দেখে নেওয়া যাক কারেকশন উইন্ডোতে গিয়ে কীভাবে অ্যাপ্লিকেশন ফর্মে কারেকশন করবেন আবেদনকারীরা, জেনে নিন সহজ পদ্ধতি 



  • প্রথমে আবেদনকারীদের যেতে হবে আরআরবি অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের অফিশিয়াল ওয়েবসাইট rrbapply.gov.in - এখানে। 

  • হোমপেজেই দেখা যাবে RRB NTPC 2024 অ্যাপ্লিকেশন কারেকশন লিঙ্ক। এই লিঙ্কে প্রথমে ক্লিক করতে হবে আপনাকে। 

  • এরপর নিজের লগ-ইন ক্রেডেন্সিয়াল এন্টার করে সাবমিট বাটনে ক্লিক করতে হবে আবেদনকারীদের। 

  • এবার অ্যাপ্লিকেশন ফর্মে প্রয়োজন অনুসারে কারেকশন অর্থাৎ সংশোধন করে নিন। 

  • সবচেয়ে গুরুত্বপূর্ণ হল এই সমস্ত সংশোধন ভালভাবে দেখে নিয়ে সেভ করতে হবে। তারপর তা সাবমিট অপশনে ক্লিক করে জমা দিয়ে দিতে হবে। 

  • এরপর আপনার সামনে স্ক্রিনে একটা কনফারমেশন পেজ আসবে। ভবিষ্যতের প্রয়োজনের জন্য এই পেজ ডাউনলোড করে নিজের কাছে রেখে দিন। 


আরও পড়ুন- আইটিবিপি- তে এসআই এবং কনস্টেবল পদে নিয়োগ, শূন্যপদ কত? কারা আবেদন করতে পারবেন? 


ডিসক্লেমার :  পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে  সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


Education Loan Information:

Calculate Education Loan EMI