RRB RPF Constable Recruitment 2025: রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড অর্থাৎ আরআরবি কনস্টেবল নিয়োগ করতে চলেছে আরপিএফ- এ। এর জন্য প্রার্থীদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট এবং ডকুমেন্ট ভেরিফিকেশন করা হবে। যাঁরা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, তাঁদের ক্ষেত্রেই এই ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট এবং ডকুমেন্ট ভেরিফিকেশন করা হবে বলে জানা গিয়েছে। RRB RPF Constables 2025- এর ক্ষেত্রে প্রার্থীদের এইসব পরীক্ষা নিরীক্ষা শুরু হতে চলেছে ১৩ নভেম্বর থেকে এবং তা চলবে ৬ ডিসেম্বর পর্যন্ত। 

Continues below advertisement

রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফে জানানো হয়েছে শর্টলিস্ট হওয়া প্রার্থীদের ই-কল লেটার পাওয়া যাবে RRB- র অফিশিয়াল ওয়েবসাইটে। ১৩ নভেম্বরের সপ্তাহ ২ আগে এই কল লেটার পাওয়া যাবে বলে শোনা গিয়েছে। পরীক্ষা সংক্রান্ত বিবিধ তথ্য দেওয়া হবে এই কল লেটারে যা ভালভাবে পড়তে হবে পরীক্ষার্থীদের। একজন প্রার্থীর ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট এবং ডকুমেন্ট ভেরিফিকেশন একই দিনে করা হবে। ই কল লেটারে লেখা থাকবে দিনক্ষণ। আর তাই প্রত্যেকের উচিত আরআরবি- র অফিশিয়াল ওয়েবসাইটে নজর রাখা এবং ই কল লেটার প্রকাশিত হলে তা ভালভাবে পড়ে তারিখ, সময় এবং অন্যান্য খুঁটিনাটি তথ্য জেনে নেওয়া।   

ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য সমস্ত প্রার্থীকে নিয়ে যেতে হবে প্রয়জনীয় সমস্ত অরিজিনাল নথি। তার সঙ্গে রাখতে হবে সব নথির ২টো করে ফটোকপি এবং সেগুলি সেলফ অ্যাটেসটেড হতে হবে। এগুলি জমা দিতে হবে। এবছর জুন মাসে, ১৯ জুন RRB RPF Constable Results 2025 প্রকাশিত হয়েছিল। মোট ৪২,১৪৩ জন আবেদনকারী উত্তীর্ণ হয়েছিলেন এই কম্পিউটার বেসড টেস্ট বা সিবিটি- তে। নিয়োগ শুরু হয়েছিল ২ মার্চ। আর তা চলেছিল ১৮ মার্চ পর্যন্ত। এই নিয়োগের মাধ্যমে ৪২০৮ জন কনস্টেবল নিয়োগ হবে আরপিএফ- এর আওতায়।                                                                   

Continues below advertisement

ডিসক্লেমার :  পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে  সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা।


Education Loan Information:

Calculate Education Loan EMI