Jobs In Sail: ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি থাকলে আপনার জন্য হতে পারে সেরা সুযোগ। সম্প্রতি নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে স্টিল অথরিটি অফ ইন্ডিয়া। আগ্রহী চাকরিপ্রার্থীদের অনলাইনে এই বিষয়ে আবেদনপত্র পূরণ করতে অফিশিয়াল ওয়েবসাইট দেখে নিতে হবে। এই নিয়োগ প্রক্রিয়ায় আবেদনের শেষ তারিখ ১৪ ডিসেম্বর রাখা হয়েছে।


​​​​SAIL Recruitment 2022: স্টিল অথরিটি অফ ইন্ডিয়া এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে মোট ১৭টি পদে নিয়োগ করবে। আবেদন করার জন্য প্রার্থীদের একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে BE/B.Tech ডিগ্রি ও অন্যান্য নির্ধারিত যোগ্যতা ও সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।


Jobs In Sail: আবেদনের বয়সসীমা
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পদ অনুযায়ী আবেদনকারী প্রার্থীদের সর্বোচ্চ বয়স ৩৫/৩৭ বছর নির্ধারণ করা হয়েছে। প্রার্থীদের বয়স ১৪ ডিসেম্বর ২০২২-এর ভিত্তিতে নির্ধারণ করা হবে।


​​​​SAIL Recruitment 2022: নির্বাচন এই মত হবে
এই পদগুলির জন্য প্রার্থীদের লিখিত পরীক্ষা (কম্পিউটার ভিত্তিক পরীক্ষা)/সাক্ষাৎকারের মাধ্যমে নির্বাচন করা হবে।


Jobs In Sail: আবেদন ফি দিতে হবে
এই নিয়োগ অভিযানে আবেদনকারী প্রার্থীদের আবেদন ফি দিতে হবে। এই প্রচারের জন্য প্রার্থীদের ৭০০ টাকা ফি জমা দিতে হবে।


​​​​SAIL Recruitment 2022: কীভাবে আবেদন করতে হবে
এই নিয়োগ অভিযানের জন্য যোগ্য প্রার্থীদের ১৪ ডিসেম্বর ২০২২-এর মধ্যে তাদের আবেদনের কপি পাঠাতে হবে। ডেপুটি জেনারেল ম্যানেজার ব্লক 'ই', গ্রাউন্ড ফ্লোর অ্যাডমিনিস্ট্রেশন বিল্ডিং, রউরকেলা স্টিল প্ল্যান্ট, রাউরকেলা নিবন্ধিত পোস্ট / স্পিড পোস্ট / কুরিয়ারের মাধ্যমে এই আবেদন পাঠাতে হবে। আর তথ্যের জন্য প্রার্থীরা অফিশিয়াল ওয়েবসাইট www.sail.co.in -এ গিয়ে আবেদন করতে পারেন।


Indian Navy SSR Recruitment 2022: ভারতীয় নৌবাহিনীতে যোগ দিতে চাইলে এটাই হতে পারে সুবর্ণ সুযোগ। ভারতীয় নৌবাহিনীতে অগ্নিবীর (Agniveer Bharti 2022)পদের জন্য বহু পদে নিয়োগ শুরু হয়েছে। এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে, ভারতীয় নৌবাহিনীতে ১৪০০টি পদ পূরণ করা হবে (Indian Navy Recruitment 2022)। সেই ক্ষেত্রে  সিনিয়র সেকেন্ডারি রিক্রুটমেন্টের মাধ্যমে এই পদগুলিতে নিয়োগ করা হবে। এসব পদে আবেদন এখনও শুরু হয়নি। ৮ ডিসেম্বর ২০২২ থেকে আবেদন শুরু হবে। 


Agniveer Bharti 2022: এই ওয়েবসাইট থেকে বিস্তারিত জানুন
ভারতীয় নৌবাহিনীর এসএসআর নিয়োগের মাধ্যমে প্রকাশিত পদগুলির জন্য আবেদন করতে বা তাদের সম্পর্কে বিস্তারিত তথ্য পেতে ভারতীয় নৌবাহিনীর অফিশিয়াল ওয়েবসাইটে যেতে পারেন। এটি করার জন্য ভারতীয় নৌবাহিনীর অফিশিয়াল ওয়েবসাইটের ঠিকানা হল – joinindiannavy.gov.in  


আরও পড়ুন : Indian Navy: ভারতীয় নৌবাহিনীতে ১৪০০ পদে হচ্ছে নিয়োগ, এই যোগ্যতা থাকলে করুন আবেদন


Education Loan Information:

Calculate Education Loan EMI