SAIL Recruitment 2024: স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড (SAIL) দিচ্ছে চাকরির সুযোগ। ম্যানেজমেন্ট ট্রেনি (Management Trainee) পদে নিয়োগ করবে SAIL কর্তৃপক্ষ। যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন অনলাইনে। SAIL- এর অফিশিয়াল ওয়েবসাইট sailcareers.com - এখানে গিয়ে আবেদন জমা দেওয়া যাবে। মোট শূন্যপদ রয়েছে ২৪৯টি। গতকাল অর্থাৎ ৫ জুলাই রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে। আগামী ২৫ জুলাই পর্যন্ত আবেদন জমা দেওয়া যাবে। 


কোথায় কত শূন্যপদ রয়েছে দেখে নিন সবিস্তারে 



  • কেমিক্যাল- ১০ 

  • সিভিল- ২১ 

  • কম্পিউটার- ৯ 

  • ইলেকট্রিকাল- ৬১ 

  • ইলেকট্রনিক্স- ৫ 

  • ইন্সট্রুমেন্টেশন- ১১ 

  • মেকানিকাল- ৬৯ 

  • Metallurgy- ৬৩ 


আবেদনকারীদের যোগ্যতা কেমন হওয়া প্রয়োজন 


আবেদনকারীদের ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে এবং সেখানে ৬৫ শতাংশ নম্বর পেতে হবে। কেমিক্যাল, সিভিল, কম্পিউটার, ইলেকট্রিকাল, ইলেকট্রনিক্স, ইন্সট্রুমেন্টেশন, মেকানিকাল এবং Metallurgy- এই ৮টি বিভাগের মধ্যে কোনও একটি বিভাগে ৬৫ শতাংশ নম্বর সমেত ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে আবেদনকারীদের।


এর পাশাপাশি আবেদনকারীদের বয়স ২৮ বছর হতে হবে (২৫ জুলাই, ২০২৪ অনুসারে)। ১৯৯৬ সালের ২৫ জুলাইয়ের আগে জন্মগ্রহণকারীরা আবেদন করতে পারবেন না। 


অন্যদিকে তফশিলি জাতি, তফশিলি উপজাতি, বিশেষভাবে সক্ষম এবং ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে ৫৫ শতাংশ নম্বর পেতে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকলেই তাঁরা আবেদন করতে পারবেন। 


যোগ্য প্রার্থীদের কীভাবে বেছে নেওয়া হবে অর্থাৎ নির্বাচন প্রক্রিয়া 


স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড ম্যানেজমেন্ট ট্রেনি পদে যাঁদের নিয়োগ করবে তাঁদের GATE 2024- এর স্কোরের নিরিখে নির্বাচন করা হবে। যেসব প্রার্থীদের শর্টলিস্ট করা হবে তাঁদের সেটা জানানো হবে SAIL- এর ওয়েবসাইটের কেরিয়ার পেজ অথবা ইমেল অথবা ফোন নম্বরে। এরপর তাঁরা ডাক পাবেন গ্রুপ ডিসকাশন পর্বে এবং তারপর ইন্টারভিউ রাউন্ডে। চূড়ান্ত নির্বাচনের জন্য মেরিট লিস্ট তৈরি হবে। আর এই মেধাতালিকা নির্মাণের ক্ষেত্রে আবেদনকারীদের GATE 2024- এর স্কোর, গ্রুপ ডিসকাশন এবং ইন্টারভিউ পর্বে পাওয়া নম্বর- সব মিলিয়ে একত্রিত করা হবে। GATE 2024- এর ক্ষেত্রে ওয়েটেজ থাকবে ৭৫, গ্রুপ ডিসকাশনে ১০ এবং ইন্টারভিউয়ের জন্য ১৫। 


অ্যাপ্লিকেশন ফি 


জেনারেল, ওবিসি, আর্থিক ভাবে পিছিয়ে পড়া শ্রেণিদের জন্য অ্যাপ্লিকেশন ফি ৭০০ টাকা। আর তফশিলি জাতি, তফশিলি উপজাতি, বিশেষ ভাবে সক্ষম এবং ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে ২০০ টাকা প্রসেসিং ফি ধার্য করা হয়েছে। আবেদনকারীরা নেট ব্যাঙ্কিং, ক্রেডিট কার্ড, এটিএম বা ডেবিট কার্ড অথবা ব্যাঙ্কে গিয়ে চালানের মাধ্যমে অ্যাপ্লিকেশন ফি জমা দিতে পারবেন। 


আরও পড়ুন- ইউকো ব্যাঙ্কে শুরু হল নিয়োগ, স্নাতক হলেই করা যাবে আবেদন, কবে শেষ তারিখ ?


ডিসক্লেমার :  পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে  সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


Education Loan Information:

Calculate Education Loan EMI