CPSE Salary Hike: কেন্দ্র সরকারি কর্মীদের জন্য খুব শীঘ্রই বড় সুখবর আসতে চলেছে। এই সংস্থার কর্মীদের বেতন (Govt Employee Salary Hike) একলাফে দ্বিগুণ বাড়বে বলে জানা গিয়েছে। সরকারের তরফে নতুন পরিকল্পনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বেসরকারি সংস্থার সিনিয়র এক্সিকিউটিভের সঙ্গে সরকারি সংস্থার সিনিয়র কোনও কর্মীর বেতনের অসাম্য দূর করার কথা ভাবছে সরকার।


বেসরকারি সংস্থাগুলির সঙ্গে সাম্য রাখার চেষ্টা


একটি প্রতিবেদনে জানা গিয়েছে, এই প্রস্তাব বাস্তুবায়িত হলে কিছু কিছু সরকারি সংস্থার উচ্চপদে কর্মরত কর্মীদের বেতন ১০০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। অর্থাৎ বেতন দ্বিগুণও হতে পারে। দেশের সরকারি সংস্থাগুলিতে কর্মরত সিনিয়র কর্মীদের বেতন (Govt Employee Salary Hike) এখনও বেসরকারি সংস্থার বেতনের তুলনায় অনেক কম। এই অবস্থায় বেশ কিছু ক্ষেত্রে সরকারি সংস্থা ছেড়ে বেসরকারি সংস্থায় যোগ দেন বহু কর্মী। ফলে তাদের যাতে সরকারি সংস্থায় ধরে রাখা যায়, সেই প্রস্তাব নিয়ে এখন পর্যালোচনা করছে সরকার।


পারফরম্যান্স অনুযায়ী বেতন বাড়বে কর্মীদের


এই প্রস্তাব আনা হয়েছে মূলত সেই সমস্ত CPSE অর্থাৎ সেন্ট্রাল পাবলিক সেক্টর এন্টারপ্রাইজ সংস্থার জন্য যাদের বার্ষিক টার্ন ওভার ১০০ কোটির বেশি। তারপরেও এই সমস্ত সরকারি সংস্থার উচ্চপদের কর্মীদের বেতন (Govt Employee Salary Hike) বাড়বে কিনা তা অনেক ফ্যাক্টরের উপর নির্ভর করবে। কর্মীদের পারফরম্যান্স এক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ কাজ করবে। এছাড়া অ্যাসেট মানিটাইজেশন, প্রোজেক্ট শেষ করার গতি, কত মুনাফা হয়েছে প্রজেক্টে এই বিষয়গুলিও খতিয়ে দেখা হবে।


পাবলিক এন্টারপ্রাইজেস সিলেকশন বোর্ডের প্রস্তাব


আধিকারিকদের পক্ষ থেকে জানানো হয়েছে যে, পাবলিক এন্টারপ্রাইজেস সিলেকশন বোর্ডের তরফ থেকে যে প্রস্তাব পাঠানো হয়েছে তাতে বেতন বাড়ানোর কথাও আছে। বোর্ড জানিয়েছে, সংস্থার নেতৃত্বস্থানীয় কোনও যোগ্য কর্মী পেতে খুবই সমস্যা হচ্ছে। আর এই কারণে সংস্থার শীর্ষস্থানীয় পদাধিকারীদের বেতন বাড়ানোর কথা ভাবা হয়েছে।


বাজেটের আগেই ক্যাবিনেট কমিটির কাছে যাবে এই প্রস্তাব


জানা গিয়েছে এই মাসে বাজেট পেশের আগেই ক্যাবিনেট কমিটির কাছে এই প্রস্তাব জমা দেওয়া হয়েছে। এরপরেই ক্যাবিনেট কমিটি এই প্রস্তাব পর্যালোচনা করে দেখবে। ২০২৪-২৫ অর্থবর্ষের পূর্ণাঙ্গ বাজেট পেশ হবে এই মাসেই। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এর আগে ফেব্রুয়ারি মাসে অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করেছেন। এবারে আসবে পূর্ণাঙ্গ বাজেট।


আরও পড়ুন: Zomato: পুরনো পরিষেবা আবার ফিরিয়ে আনল জোম্যাটো, খাবার ডেলিভারি পেতে করতে হবে এই কাজ