Sainik School Recruitment 2024: আপনি যদি সরকারি চাকরির প্রস্তুতি নিয়ে থাকেন বা সরকারি চাকরি খুঁজছেন, তাহলে আপনার জন্য বড় খবর। দেশের কিছু সৈনিক স্কুলে শিক্ষক ও শিক্ষাকর্মী পদে লোক নেওয়া হবে। গোয়ালপাড়ার এই সৈনিক স্কুলে (Sainik School Recruitment) চাইলে আপনিও আবেদন করতে পারেন যদি আপনার শিক্ষাগত যোগ্যতা সমান হয়। শিক্ষক ও শিক্ষাকর্মী দুটি পদেই নিয়োগ চলছে এই স্কুলে। আগামী ২২ জুলাইয়ের (Recruitment News) মধ্যেই করতে হবে আবেদন। কীভাবে আবেদন করবেন, শিক্ষাগত যোগ্যতাই বা কী লাগবে এবং কীভাবে প্রার্থী নির্বাচন হবে তা দেখে নিন।
এই সব পদে নিয়োগ হবে
এই নিয়োগের মাধ্যমে গোয়ালপাড়ার সৈনিক স্কুলে পিজিটি গণিত, টিজিটি ইংরেজি, সমাজবিজ্ঞান, কম্পিউটার শিক্ষক এবং প্রশিক্ষক, ক্রাফট অ্যান্ড ওয়ার্কশপ ইন্সট্রাকটর, ব্যান্ড মাস্টার, ল্যাব অ্যাসিস্ট্যান্ট, পিটিআই কাম মেট্রন, ওয়ার্ড বয়, হর্স রাইডিং ইনস্ট্রাকটর, মেস ম্যানেজার এই সমস্ত পদে লোক নেওয়া হবে। যোগ্য প্রার্থীদের নির্বাচন করা হবে বিশেষ পদ্ধতিতে।
কী যোগ্যতা থাকা দরকার
সৈনিক স্কুলে এই সমস্ত পদের জন্য আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা থাকা দরকার। এই সম্পর্কে বিস্তারিত জানতে হলে আপনাকে সৈনিক স্কুলের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। যেমন টিজিটি ইংরেজি পদের জন্য ইংরেজিতে স্নাতক এবং বি-এড ডিগ্রি থাকতে হবে। যে সমস্ত প্রার্থীরা ৪ বছরের বি.এ এবং বি-এড ডিগ্রি পেয়েছেন তারাও এই পদের জন্য আবেদন করতে পারেন। একইভাবে টিজিটি সমাজবিজ্ঞানের জন্য রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, ভূগোল বা অর্থনীতি এই চারটি বিষয়ের কোনও একটিতে স্নাতকে ৫০ শতাংশ নম্বর নিয়ে পাশ করলেই এই পদের জন্য আপনি যোগ্য বলে বিবেচিত হবেন। তবে এর সঙ্গে বিএড ডিগ্রি থাকাটা আবশ্যিক।
কীভাবে করবেন আবেদন
সৈনিক স্কুলের এই সমস্ত পদের জন্য আবেদন করতে হলে গোয়ালপাড়া সৈনিক স্কুলের অফিসিয়াল ওয়েবসাইট sainikschoolgoalpara.org-এ যেতে হবে আপনাকে। এখানেই অনলাইনে করা যাবে আবেদন। অনলাইনে আবেদন করার পরে প্রার্থীকে এই আবেদনপত্র যথাযোগ্য নথিসহ নির্ধারিত ঠিকানায় ডাকযোগে পাঠাতে হবে। এর সঙ্গে দিতে হবে একটি ডিমান্ড ড্রাফট। এই ডিমান্ড ড্রাফটটি সৈনিক স্কুলের প্রিন্সিপালের নামে করতে হবে, ৩০০ টাকার ড্রাফট দেবেন অসংরক্ষিত প্রার্থীরা এবং বাকি সংরক্ষিত প্রার্থীদের জন্য ২০০ টাকা।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Jobs And Recruitments: হাতে নেই বেশি সময়, রাত বারোটার আগেই আবেদন জানান বিএসএফ- এর এই চাকরির জন্য
Education Loan Information:
Calculate Education Loan EMI