নয়াদিল্লি: আর মাত্র ২দিন বাকি। স্টেট ব্যাঙ্কে অ্যাপ্রেন্টিস পদে আবেদনের সময় শেষ হতে চলেছে ২৬ জুলাই। ৬১০০ পদে নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে এসবিআই। অনলাইনে আবেদন করতে হবে sbi.co.in-এ।


শিক্ষাগত যোগ্যতা ও বয়স সীমা


এসবিআই অ্যাপ্রেন্টিস পদে আবেদনের জন্য চাকরিপ্রার্থীকে অবশ্যই ইউজিসি স্বীকৃত কোনও বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে স্নাতক হতে হবে। এই পদে আবেদনের জন্য চাকরিপ্রার্থীর ন্যূনতম বয়স ২০ হওয়া আবশ্যিক। আবেদনকারীর বয়স সীমা ৩১ অক্টোবর ২০২১-এর মধ্যে ২৮ পেরোলে চলবে না। তবে কিছু ক্ষেত্রে বয়স সীমা শিথিল করা হয়েছে। সরকারি নিয়ম অনুযায়ী- তফসিলি জাতি, তফসিলি উপজাতি, ওবিসি ও পিডব্লিউডি প্রার্থীরা এই ছাড় পাবেন।


কীভাবে হবে প্রার্থী বাছাই ?


অ্যাপ্রেন্টিস পদে নিয়োগের ক্ষেত্রে আবেদনকারীদের লিখিত পরীক্ষা নেওয়া হবে। পরে আবেদনকারীদের স্থানীয় ভাষা সম্পর্কে কতটা জ্ঞান রয়েছে তা দেখা হবে। লিখিত পরীক্ষা পাশ করলেই থাকবে স্থানীয় ভাষায় পরীক্ষা দেওয়ার সুযোগ। পরীক্ষার প্রশ্নপত্র হিন্দি, ইংরেজি দুই ভাষাতেই থাকবে। তবে পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে চাকরিপ্রার্থীদের। এ ক্ষেত্রে ভুল উত্তর দিলেই কাটা যাবে নম্বর। একেকটি ভুল উত্তরের ক্ষেত্রে এক চতুর্থাংশ নম্বর কাটা হবে। অগাস্টে হতে পারে স্টেট ব্যাঙ্কের এই অ্যাপ্রেন্টিস পরীক্ষা।


অ্যাপ্রেন্টিস পদে আবেদনের ফি


জেনারেল, ওবিসি ও ইডব্লুএস-এর ক্ষেত্রে চাকরিপ্রার্থীদের আবেদন ফি ৩০০ টাকা। তবে তফসিলি জাতি, উপজাতি ও পিডব্লুডি-দের ক্ষেত্রে  চাকরিপ্রার্থীদের ক্ষেত্রে কোনও আবেদন ফি জমা দিতে হবে না। 


কীভাবে করবেন আবেদন ?


১. প্রথমে sbi.co.in-সাইটে যান।
২. একবার সাইট খুললেই ক্যারিয়ার অপশনে ক্লিক করুন।
৩. এবার সাম্প্রতিক সুযোগ বা কারেন্ট ওপেনিংসে যান।
৪. সেখানে অ্যাপ্রেন্টিস পদের জন্য আলাদা লিঙ্ক দেওয়া হয়েছে।
৫. সেখানে আবেদনপত্র সব নিয়ম মেনে পূরণ করুন।
৬. এবার আবেদনপত্র জমা দিয়ে তার প্রিন্ট আউট নিজের কাছে রাখুন। পরে তা আপনারই কাজে লাগবে। আবেদনের বিষয়ে বিস্তারিত জানতে আপানাকে sbi.co.in-এ যেতে হবে।


Education Loan Information:

Calculate Education Loan EMI