SBI Recruitment: ডিসেম্বর মাসে হয়েছিল SBI Apprenticeship-এর নিয়োগের পরীক্ষা। মোট ১৩টি আঞ্চলিক ভাষায় আয়োজিত হয়েছিল এই নিয়োগের পরীক্ষা। এবার সেই পরীক্ষারই চূড়ান্ত ফলাফল প্রকাশিত হল। যে সমস্ত প্রার্থীরা পরীক্ষা (SBI Apprentice Results 2024) দিয়েছিলেন তাঁরা এবার স্টেট ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েই সেই ফলাফল দেখতে পারবেন, ডাউনলোড করতে পারবেন স্কোরকার্ডও।
এই নিয়োগের পরীক্ষা ডিসেম্বর মাসে তিনটি দিনে হয়েছিল। ৪ ডিসেম্বর থেকে শুরু করে ৭ ও ২৩ ডিসেম্বর দেশের বিভিন্ন পরীক্ষাকেন্দ্রে আয়োজিত হয়েছিল এই পরীক্ষা (SBI Apprentice Results 2024)। অনলাইন এই লিখিত পরীক্ষায় ছিল ১০০ নম্বরের নৈর্ব্যক্তিক প্রশ্ন। মোট ২ ঘণ্টা সময় নির্ধারিত ছিল এই পরীক্ষার জন্য।
SBI Apprentice Results 2024: কীভাবে ফলাফল দেখবেন ?
- প্রথমেই প্রার্থীকে চলে যেতে হবে SBI-এর অফিসিয়াল ওয়েবসাইটে www.sbi.co.in-এ।
- এরপর হোমপেজে যে Career লিঙ্ক আছে সেখানে ক্লিক করতে হবে প্রার্থীকে।
- এরপর একটি নতুন পেজ খুলে যাবে প্রার্থীর সামনে, সেখানে Current Opening বলে একটি ট্যাবে ক্লিক করতে হবে।
- আবার একটি নতুন পেজ খুলবে।
- SBI Apprentice Final Result 2023 লিঙ্ক (SBI Apprentice Results 2024) দেখতে পেলে সেখানে ক্লিক করতে হবে।
- একতা পিডিএফ ফাইল খুলে যাবে এরপরে যেখানে প্রার্থীরা তাঁদের অ্যাডমিট কার্ডে উল্লিখিত রোল নম্বর দিয়ে সার্চ করে নিজের ফলাফল দেখতে পারবেন।
- এই পিডিএফটি ডাউনলোড করে একটা হার্ডকপি প্রিন্ট করিয়ে রাখতে হবে প্রার্থীকে।
এই পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছিল ২০২৩ সালের ১ সেপ্টেম্বর থেকে। শেষ হয়েছিল ২১ সেপ্টেম্বর ২০২৩ তারিখে। সারা দেশজুড়ে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বিভিন্ন শাখা মিলিয়ে মোট ৬১৬০ টি শূন্যপদ পূরণের জন্য এই পরীক্ষা নেওয়া হয়েছিল।
SBI-তে স্পেশালিস্ট ক্যাডার অফিসার পদে নিয়োগ
শিক্ষানবিশ হিসেবে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ। এবার শুরু হয়েছে স্টেট ব্যাঙ্ক ইন্ডিয়ার বিভিন্ন শাখায় স্পেশালিস্ট ক্যাডার অফিসার পদে নিয়োগ। ১৩ ফেব্রুয়ারি এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে দেশের সর্ববৃহৎ ব্যাঙ্ক। আগামী ৪ মার্চ পর্যন্ত আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন। মূলত SCO বিভাগে ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, সার্কল ডিফেন্স ব্যাঙ্কিং অ্যাডভাইসার সহ বিভিন্ন পদে নিয়োগ করা হচ্ছে। শূন্যপদ মোট ১৩১টি। এই পদে আবেদনের জন্য আবেদন ফি হিসেবে অসংরক্ষিত, EWS এবং ওবিসি প্রার্থীদের দিতে হবে ৭৫০ টাকা এবং তপশিলি জাতি ও উপজাতি সম্প্রদায়ের প্রার্থীদের কোনও আবেদন ফি দিতে হবে না।
আরও পড়ুন: SBI SCO recruitment 2024: SBI SCO পদে শুরু নিয়োগ, কীভাবে কবে পর্যন্ত আবেদনের সুযোগ
Education Loan Information:
Calculate Education Loan EMI