ক্লার্ক পদে নিয়োগ করবে State Bank Of India(SBI)। সোমবারই জারি হয়েছে এই বিজ্ঞপ্তি। আবেদনকারীরা ব্যাঙ্কের অফিশিয়াল ওয়েবসাইটের কেরিয়ার অপশনে ঢুকলেই ডাউনলোড করতে পারবেন নোটিফিকেশন।


SBI-এ রেজিস্ট্রেশনের গুরুত্বপূর্ণ তারিখ 


SBI-এর ক্লার্ক পদে পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন শুরু হয়েছে ২৭ এপ্রিল থেকে। আগামী ১৭ মে পর্যন্ত রয়েছে আবেদনের শেষ তারিখ। ২৬ এপ্রিল অফিশিয়াল সাইটে ব্যাঙ্কের নোটিফিকেশন জারি করেছে কোম্পানি।


কবে হতে পারে পরীক্ষা ?


SBI ক্লার্ক-এর প্রিলিমিনারি পরীক্ষা হতে পারে জুনের মধ্যে। পাশাপাশি মেইন পরীক্ষা হতে পারে ৩১ জুলাই।


কতজনকে নিয়োগ করবে SBI ?


ক্লারিক্যাল পদে ৫০০০ রেগুলার পোস্টে নিয়োগ করবে ব্যাঙ্ক। পাশাপাশি ২৩৭টি ফাঁকা পদেও হবে নিয়োগ। ব্যাঙ্কের কাস্টমার সাপোর্টের জন্য এই জুনিয়র অ্যাসোসিয়েটদের পদে নিয়োগ করবে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। কেবল কোনও একটি রাজ্যের জন্য আবেদন করতে পারবেন চাকরিপ্রার্থীরা। প্রিলিম, মেইন ছাড়াও স্থানীয় ভাষা সম্পর্কে পরীক্ষা নেবে এসবিআই। প্রিলিম, মেইনে উতরে গেলেও ল্যাঙ্গোয়েজ টেস্ট মাস্ট। স্থানীয় ভাষার পরীক্ষায় পাশ না করলে নিয়োগে আটকে যাবেন প্রার্থী।


এই পদে বয়সসীমা


স্টেট ব্যাঙ্কের ক্লার্কের পদে আবেদনের জন্য চাকরিপ্রার্থীকে ২০-২৮ বছরের মধ্যে বয়স হতে হবে।


আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা


কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি থাকতে হবে প্রার্থীর। যাঁরা স্নাতক হননি তবে ফাইনাল ইয়ার বা শেষ সেমেস্টারে রয়েছেন, আবেদন করতে পারবেন তাঁরাও। তবে নির্দিষ্ট সময়ের মধ্যে পাসআউট সার্টিফিকেট জমা দিতে হবে তাঁদের। ক্লারিক্যাল পদের পরীক্ষায় পাশ করলে ৬ মাসের প্রবেশন পিরিয়ড কাটাতে হবে সদ্য নিযুক্ত ক্লার্কদের।


SBI-এর ক্লার্ক পদে বেতন কাঠামো


স্টেট ব্যাঙ্কের ক্লার্ক পদে নিযুক্ত হলে কর্মীর মাসিক বেতন হবে ২৯,০০০ টাকা। তবে এটা মুম্বইয়ের মতো মেট্রো শহরের ক্ষেত্রে প্রযোজ্য। এই বেতনের মধ্যেই ডিএ ও অন্যান্য অ্যালাউন্স দেওয়া থাকবে। জুনিয়র অ্যাসোসিয়েট ক্লারিক্যাল ক্যাডারদের জন্যই এই বেতন নির্ধারিত হয়েছে।


Education Loan Information:

Calculate Education Loan EMI