স্টেট ব্যাঙ্কের ক্লার্কশিপ মেন পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হবে খুব তাড়াতাড়িই। এখনও নির্দিষ্ট দিনক্ষণ প্রকাশ্যে আসেনি। যেসব আবেদনকারী জুনিয়র অ্যাসোসিয়েটস (কাস্টোমার সাপোর্ট অ্যান্ড সেলস) পদে নিয়োগের জন্য পরীক্ষা দিয়েছিলেন এবার তাঁরা ফল জানতে পারবেন। SBI Clerk Mains 2025- এর রেজাল্ট প্রকাশিত হবে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিশিয়াল ওয়েবসাইট sbi.co.in - এখানে। এসবিআই ক্লার্ক মেন পরীক্ষা হয়েছিল ১০ এবং ১২ এপ্রিল। সারা দেশ জুড়ে বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা নেওয়া হয়েছিল। 

এসবিআই ক্লার্ক মেন পরীক্ষা ২০২৫ 

১৯০টি প্রশ্ন ছিল এই পরীক্ষায়। সর্বোচ্চ ২০০ নম্বরের পরীক্ষা নেওয়া হয়েছে। জেনারেল/ফিনান্সিয়াল অ্যাওয়েয়ারনেস, জেনারেল ইংলিশ, কোয়ান্টিটেটিভ অ্যাপ্টিটিউট, রিজনিং এবিলিট এবং কম্পিউটার অ্যাপ্টিটিউটের পরীক্ষা নেওয়া হয়েছে। এইসব বিষয়ে প্রশ্ন করা হয়েছে। একটি ভুল উত্তরের জন্য ওই প্রশ্নে থাকা মোট নম্বরের ১/৪ অংশ বা ০.২৫ শতাংশ বাদ যাবে। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে এখনও এসবিআও ক্লার্ক মেন ২০২৫ পরীক্ষার রেজাল্ট কবে বেরোবে সেই নিয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। 

এর আগে এসবিআই ক্লার্ক মেনস রেজাল্টস ২০২৫ - লাদাখ ইউনিয়র টেরিটরি (কেন্দ্র শাসিত অঞ্চল) এবং কার্গিল উপত্যকা (ভ্যালি- চণ্ডীগিড় সার্কেল) - এই দুই জায়গার ক্ষেত্রে প্রকাশিত হয়েছিল। জানা গিয়েছেম এই নিয়োগের মাধ্যমে সারা দেশ জুড়ে ১৩,৭৩৫টি শূন্যপদ পূরণ করা সম্ভব হবে। জুনিয়র অ্যাসোসিয়েট পদে নিযুক্ত করা হবে এই নিয়োগের মাধ্যমে। বাকি খুঁটিনাটি যাবতীয় তথ্য পাওয়া যাবে এসবিআই- এর অফিশিয়াল ওয়েবসাইটে। 

রেজাল্ট বেরনোর পর কীভাবে তা দেখে নেবেন, জেনে নিন 
  • স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিশিয়াল ওয়েবসাইটে (sbi.co.in) যেতে হবে আবেদনকারীদের। 
  • এবার হোমপেজে পাবেন কেরিয়ার্স ট্যাব এবং সেখানে থাকলে লিঙ্ক। এই লিঙ্কে ক্লিক করতে হবে। 
  • এরপর যেতে হবে কারেন্ট ওপেনিং সেকশনে। 
  • এবার জুনিয়র অ্যাসোসিয়েটস ট্যাবে ক্লিক করা হবে। 
  • এরপরেই স্ক্রিনে আপনার সামনে দেখা যাবে মেন পরীক্ষার রেজাল্টের লিঙ্ক। 
  • এই লিঙ্কে ক্লিক করলেই রেজাল্ট দেখা যাবে। তবে তার আগে ইউজারদের নিজেদের ক্রেডেন্সিয়াল  দিয়ে লগ-ইন করতে হবে। 
  • ভালভাবে রেজাল্ট দেখে নিয়ে তা ডাউনলোড করে রাখুন। 

ডিসক্লেমার :  পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে  সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা।


Education Loan Information:

Calculate Education Loan EMI