Job News: জানুয়ারি মাসের শুরুতেই জুনিয়র অ্যাসোসিয়েট পদে নিয়োগের পরীক্ষা আয়োজন করেছিল SBI। জানুয়ারি মাসের ৫, ৬, ১১, ১২ তারিখে হয়েছিল এই পরীক্ষা। জানা যাচ্ছে সেই পরীক্ষার প্রিলিমসের ফলাফল প্রকাশ পাবে এই সপ্তাহেই। তবে এই পদে নিয়োগের প্রিলিমিস (SBI Clerk Prelims Result) পরীক্ষা হয়ে গেলেও এখনও মেনস পরীক্ষার সময়সূচি জানা যায়নি।
জানুয়ারি মাসের শুরুতেই যে প্রিলিমস পরীক্ষা আয়োজিত হয়েছিল, তাতে যে সমস্ত পরীক্ষার্থীরা উত্তীর্ণ হবেন কেবলমাত্র তারাই মেনস পরীক্ষায় বসতে পারবেন। জানা গিয়েছে যে, এই ফলপ্রকাশের সঙ্গে সঙ্গে কাট অফ মার্কস এবং মেনস পরীক্ষার তারিখও ঘোষণা করবে SBI। ৮৭৭৩টি শূন্যপদে জুনিয়র অ্যাসোসিয়েট নিয়োগের পরীক্ষা আয়োজিত হয়েছিল ৫ থেকে ১২ জানুয়ারি। তবে এখনও পর্যন্ত SBI Clerk Prelims পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়নি। যেহেতু আগামী ফেব্রুয়ারি মাসেই এর মেনস পরীক্ষা হতে চলেছে, তাই ধারণা করা হচ্ছে যে এই সপ্তাহেই ফলপ্রকাশ হতে পারে। তবে ফলপ্রকাশ হয়েছে কিনা জানতে অবশ্যই নজর রাখতে হবে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে।
কীভাবে ফলাফল দেখবেন ?
- sbi.co.in/web/careers ওয়েবসাইটে যেতে হবে প্রথমেই।
- 'Current Openings' নামের একটা ট্যাব দেখতে পাবেন, সেখানে ক্লিক করুন।
- এই অপশনে ঢুকে নোটিফিকেশন বক্সে Recruitment of Junior Associates (Customer Support & Sales) সংক্রান্ত একটি লিঙ্ক দেখা যাবে। সেই লিঙ্ক খুঁজে পেলে সেখানে ক্লিক করুন।
- Preliminary Result for SBI Junior Associate অপশনে ক্লিক করতে হবে তারপর। মনে রাখতে হবে, এখন এই লিঙ্কটি নিষ্ক্রিয় থাকবে। কিন্তু ফলাফল প্রকাশ হওয়ার পরেই কেবলমাত্র এই লিঙ্কটি খুলবে।
- ফলাফল প্রকাশ হলে এই লিঙ্কে গেলে আলাদা একটি পেজ খুলে যাবে যেখানে রেজিস্ট্রেশন নম্বর এবং জন্মতারিখ দিয়ে লগইন করলেই নিজের ফলাফল, র্যাঙ্ক দেখা যাবে।
SBI Clerk লোকাল ল্যাঙ্গোয়েজ টেস্ট
SBI Clerk Main Exam হয়ে যাওয়ার পরে যে নতুন মেরিট লিস্ট প্রকাশ পাবে, নিয়োগের জন্য তাদেরকে পরবর্তী নির্বাচনী প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। যে সমস্ত পরীক্ষার্থীরা মেনস পরীক্ষায় নির্বাচিত হবেন অথচ দশম বা দ্বাদশ শ্রেণিতে স্থানীয় ভাষা শিক্ষা করেননি, তাঁদের জন্য এই লোকাল ল্যাঙ্গোয়েজ টেস্ট দিতে হবে। তবে যদি স্থানীয় ভাষা পরীক্ষার্থী আগে থেকে শিখে থাকেন, পড়ে থাকেন দশম বা দ্বাদশ শ্রেণিতে, তাহলে এই পরীক্ষা দিতে হবে না।
আরও পড়ুন: CTET 2024 Answer Key: কবে বেরবে CTET 2024 আনসার কি? কীভাবে দেখবেন?
Education Loan Information:
Calculate Education Loan EMI