State Bank Of India Jobs: স্টেট ব্যাঙ্কে প্রচুর পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। উপযুক্ত শিক্ষাগত যোগ্যতা থাকলে ব্যাঙ্কের অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন চাকরিপ্রার্থীরা।
Jobs In SBI: কোন কোন পদে হচ্ছে নিয়োগ ?
স্টেট ব্যাঙ্কের আওতায় ভাইস প্রেসিডেন্ট ও হেড (কন্টাক্ট সেন্টার ট্রান্সফরমেশন), সিনিয়র স্পেশাল এক্সিকিউটিভ প্রোগ্রাম ম্যানেজার (কন্টাক্ট সেন্টার), সিনিয়র স্পেশাল এক্সিকিউটিভ কাস্টমার এক্সপেরিয়েন্স, ট্রেনিং অ্যান্ড স্ক্রিপ্ট ম্যানেজার, সিনিয়র স্পেশাল এক্সিকিউটিভ কমান্ড সেন্টার ম্যানেজার, সিনিয়র স্পেশাল এক্সিকিউটিভ ডায়ালার অপারেশনস, ম্যানেজার, অ্যাডভাইজার ও সিনিয়র এক্সিকিউটিভ পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। যোগ্য প্রার্থীরা SBI-এর অফিশিয়াল ওয়েবসাইট sbi.co.in-এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারেন। বর্তমানে আবেদনের প্রক্রিয়া চলছে। সেই ক্ষেত্রে আবেদনের দুটি তারিখ ঘোষণা করেছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ। 28 এপ্রিল ও 04 মে আবেদন করতে পারবেন চাকরিপ্রার্থীরা৷
SBI Jobs: গুরুত্বপূর্ণ তারিখ
1. ভিপি ও সিনিয়র স্পেশাল এক্সিকিউটিভ-এর জন্য আবেদনের শেষ তারিখ - 04 মে 2022
2. ম্যানেজার, উপদেষ্টা ও সিনিয়র এক্সিকিউটিভ পদের জন্য আবেদনের শেষ তারিখ - 28 এপ্রিল 2022
State Bank Of India Jobs: পোস্টের বিশদ বিবরণ
ভাইস প্রেসিডেন্ট ও হেড (কন্ট্রাক্ট সেন্টার ট্রান্সফরমেশন)-1
সিনিয়র স্পেশাল এক্সিকিউটিভ প্রোগ্রাম ম্যানেজার কন্ট্রাক্ট সেন্টার - 4
সিনিয়র স্পেশাল এক্সিকিউটিভ কাস্টমার এক্সপেরিয়েন্স ট্রেনিং এবং স্ক্রিপ্ট ম্যানেজার (ইনবাউন্ড এবং আউটবাউন্ড)-2
সিনিয়র স্পেশাল এক্সিকিউটিভ কমান্ড সেন্টার ম্যানেজার-3
সিনিয়র স্পেশাল এক্সিকিউটিভ- ডায়ালার অপারেশন (আউটবাউন্ড)-1
সিনিয়র এক্সিকিউটিভ (অর্থনীতিবিদ)-2
ম্যানেজার (পারফরমেন্স প্ল্যানিং অ্যান্ড রিভিউ)-2
উপদেষ্টা (ফ্রড রিস্ক)-4
SBI Jobs: আবেদনের ফি
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে এই নিয়োগের জন্য, সাধারণ / ওবিসি / ইডব্লিউএস প্রার্থীদের জন্য আবেদনের ফি ও ইনটিমেশন ফি 750 টাকা রাখা হয়েছে। SC/ST/PWD প্রার্থীদের আবেদন ফি'র ক্ষেত্রে ছাড় রয়েছে।
Jobs In SBI: বয়সসীমা
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে এই নিয়োগের প্রতিটি পদের জন্য বয়স সীমা আলাদা। ম্যানেজার পদের জন্য প্রার্থীদের বয়স 25 থেকে 35 বছরের মধ্যে হতে হবে। একই সঙ্গে অ্যাডভাইজর পদে প্রার্থীদের বয়স ৬৩ বছরের কম হতে হবে। পাশাপাশি সিনিয়র এক্সিকিউটিভ প্রার্থীদের সর্বোচ্চ বয়স 1 মার্চ, 2022 তারিখে 32 বছর হতে হবে।
SBI Jobs: নির্বাচন প্রক্রিয়া
প্রার্থী বাছাই হবে সাক্ষাৎকারের ভিত্তিতে। ইন্টারভিউতে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধা তালিকা তৈরি করা হবে।
আরও পড়ুন : Jobs In NHAI: মাসে বেতন ২ লক্ষ, NHAI করছে প্রচুর পদে নিয়োগ
Education Loan Information:
Calculate Education Loan EMI