নয়াদিল্লি: আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। ২০ নভেম্বর SBI PO Prelims Exam 2021-হতে চলেছে। পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, গুজরাত, পঞ্জাব ছাড়াও দেশের অনেক রাজ্যে হবে এই পরীক্ষা। এক ঘণ্টার ১০০ নম্বরের পরীক্ষায় পাশ করতে নিতে হবে কিছু বিশেষ পদক্ষেপ। জেনে নিন কী সেই সাফল্যের চাবিকাঠি। 


SBI PO Prelims Exam 2021: কীভাবে নেবেন প্রস্তুতি


প্রথমে পরীক্ষায় উতরাতে তার ধরন সম্পর্কে জানতে হবে। এই ক্ষেত্রে সব মিলিয়ে হবে ১০০ নম্বরের পরীক্ষা। তিনটি বিষয়ের মধ্যে ভাগ করা থাকবে এই প্রশ্নপত্র। Quantitative Aptitude, English ও Reasoning Ability থেকেই আসবে প্রশ্ন। Quantitative Aptitude ও Reasoning Ability থেকে আসবে ৩৫+৩৫=৭০ নম্বরের প্রশ্ন। বাকি ৩০ নম্বরের প্রশ্ন থাকবে ইংলিশ থেকে।


এই ক্ষেত্রে প্রতিদিন একটি নির্দিষ্ট সময় নিয়ম করে পড়া চালিয়ে যেতে হবে। কোনওভাবেই ফাঁক রাখা যাবে না রোজকার পরীক্ষা সম্পর্কিত পড়ায়।


কোনও একটি বিষয় নয়, সব বিষয় সম্পর্কে সমান নজর দিতে হবে পরীক্ষার্থীকে।


পড়ার অভ্যেস আগের থেকে অনেক বাড়াতে হবে। ইংরেজিতে দক্ষতা বাড়াতে প্রতিবেদন, বই পড়ার অভ্যেস বাড়াতে হবে। এতে নিজের ইংলিশের ওপর দক্ষতা বাড়বে পরীক্ষার্থীর। সবশেষে ইংলিশ পেপারে উত্তর দিতে সুবিধা হবে চাকরিপ্রার্থীর।


কী ধরনের প্রশ্ন আসে তা জানতে প্রশ্নপত্রের নমুনা দেখা উচিত পরীক্ষার্থীদের। এই ধরনের নমুনা প্রশ্নপত্র দেখতে স্টেট ব্যাঙ্কের অফিশিয়াল ওয়েবসাইটে sbi.co.in-এ দেখতে হবে তাদের। তবেই প্রিলির আগে প্রশ্নের সম্পর্কে ধারণা তৈরি হবে। 
 
এই ধরনের পরীক্ষায় সবথেকে ভাল প্রস্তুতি বোঝা যায় 'মক টেস্টে'। এর মাধ্যমে পরীক্ষার্থীরা কত তাড়াতাড়ি উত্তর দিতে পারছেন তা বুঝতে পারবেন। নিজের প্রস্তুতি কতটা তা এই মক টেস্টের মাধ্যমেই উপলব্ধি করা যায়।


পরীক্ষার আগে প্রাথমিক বিষয়গুলো ঝালিয়ে নেওয়া একটা বড় কাজ। উদাহরণস্বরূপ জেনারেল ইংলিশের ক্ষেত্রে বলা যেতে পারে- এই ক্ষেত্রে  Prepositions, Subject-Verb Agreement ফের ঝালিয়ে নিতে হবে পরীক্ষার্থীকে। তবেই মিলবে সাফল্য।  


আরও পড়ুন : Ration Aadhaar link: ঘরে বসেই করুন রেশন-আধার কার্ড লিঙ্ক, জানুন কীভাবে ?


আরও পড়ুন : Eastern Railway Recruitment: রেলে চাকরির সুবর্ণ সুযোগ, এই যোগ্যতা থাকলেই করুন আবেদন


Education Loan Information:

Calculate Education Loan EMI