SBI PO Prelims Result 2022 Released: স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)প্রবেশনারি অফিসারদের নিয়োগের প্রিলিম পরীক্ষার ফল (SBI PO Prelims Result 2022) প্রকাশ করেছে। প্রার্থীরা অফিশিয়াল সাইট sbi.co.in/web/careers এ গিয়ে এই পরীক্ষার ফল ডাউনলোড করতে পারবেন। এছাড়াও,প্রার্থীরা এখানের ধাপগুলির মাধ্যমে নিজেদের রেজাল্ট পরীক্ষা করতে পারবেন। এসবিআই পিও প্রিলিম পরীক্ষা ১৭ থেকে ২০ ডিসেম্বর নেওয়া হয়েছিল।
SBI PO Prelims Result: কবে হবে মেন পরীক্ষা ?
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) প্রবেশনারি অফিসার নিয়োগ পরীক্ষার মাধ্যমে ১৬৭৩টি প্রবেশনারি অফিসার পদ পূরণ করবে। এই পরীক্ষায় যোগ্য প্রার্থীদের এখন মূল পরীক্ষায় (SBI PO Main Exam) বসতে হবে। ব্য়াঙ্ক জানিয়েছে,এই ১৬৭৩টি পদের মধ্যে ১৬০০টি শূন্যপদ রেগুলার। বাকি ৭৩টি ব্যাকলগ। স্টেট ব্যাঙ্কের এই প্রিলিম পরীক্ষা ১৭,১৮,১৯ ও ২০ ডিসেম্বর অনুষ্ঠিত হয়েছিল। SBI শীঘ্রই মূল পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ড প্রকাশ করবে। আগামী ৩০ জানুয়ারি এই নিয়োগের মেন পরীক্ষা অনুষ্ঠিত হবে। আরও বিস্তারিত জানার জন্য প্রার্থীদের অফিশিয়াল সাইটের সাহায্য নিতে হবে।
State Bank Of India: এইভাবে ফলাফল পরীক্ষা করুন
1: এই ক্ষেত্রে প্রার্থীরা প্রথমে SBI-এর অফিশিয়াল সাইট sbi.co.in-এ যান।
2: এর পরে প্রার্থীদের প্রবেশনারি অফিসার বিভাগের অধীনে 'রেজাল্ট লিঙ্ক'-এ ক্লিক করতে হবে।
3: তারপর প্রার্থী লগইন করতে আপনার রেজিস্টার্ড নম্বর / রোল নম্বর, জন্ম তারিখ লিখুন।
4: এবার প্রার্থীর SBI PO প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল স্ক্রিনে দেখানো হবে।
5: এই পর্বে প্রার্থীরা ফলাফল ডাউনলোড করুন।
6: শেষে নিজেদের স্বার্থেই প্রার্থীদের ফলাফলের একটি প্রিন্ট আউট নেওয়া উচিত।
LIC AAO Recruitment 2023: লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া (LIC) ৩০০ সহকারী প্রশাসনিক কর্মকর্তা (AAO) নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। কোম্পানি জানিয়েছে, ১৫ জানুয়ারি এই নিয়োগ প্রক্রিয়ার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। কেবল অনলাইনে LIC AAO নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা licindia.in-এ অনলাইনে গিয়ে এই পদগুলির জন্য আবেদন করতে পারবেন। LIC AAO 2023 নিয়োগের জন্য আবেদন করার শেষ তারিখ রাখা হয়েছে ৩১ জানুয়ারি।
LIC AAO 2023 Recruitment: গুরুত্বপূর্ণ তারিখ
অনলাইন আবেদন শুরু হয় - ১৫ জানুয়ারি থেকে
অনলাইন আবেদন জমা দেওয়ার শেষ তারিখ - ৩১ জানুয়ারি
অ্য়াডমিট কার্ড পাবেন - পরীক্ষার কমপক্ষে ৭ দিন আগে
প্রিলি পরীক্ষার তারিখ (সম্ভাব্য) - ১৭ থেকে ২০ ফেব্রুয়ারির মধ্যে
মেন পরীক্ষার তারিখ - ১৮ মার্চ
LIC AAO 2023 নিয়োগ: শূন্যপদ কতগুলি ?
LIC AAO নিয়োগ পরীক্ষা সাধারণত চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট,অ্যাকচুয়ারিয়াল,লিগ্যাল ও আইটি পদের অধীনে AAOs(সহকারী প্রশাসনিক কর্মকর্তাদের)নিয়োগ হয়ে থাকে। LIC AAO নিয়োগ 2023-এর লক্ষ্য হল ভারতের জীবন বিমা কর্পোরেশনের বিভিন্ন বিভাগের অধীনে মোট ৩০০টি AAO শূন্যপদ পূরণ করা।
আরও পড়ুন : LIC Recruitment: এলআইসিতে ৩০০টি পদে নিয়োগ শুরু, এইভাবে করুন আবেদন
Education Loan Information:
Calculate Education Loan EMI