Recruitment News: কিছুদিন আগেই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় ক্লার্কশিপ অথবা জুনিয়র অ্যাসোসিয়েট হিসেবে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছিল। এবার প্রবেশনারি অফিসার (PO) পদের জন্য প্রতি বছরের মত এবারেও নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। ভারতের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে (SBI PO Recruitment) চাকরিতে যোগ দেওয়ার অন্যতম বড় সুযোগ এবার। যাদের বয়স ৩০ বছরের মধ্যে, তারাই এই আবেদন করতে পারবেন। ২৮ বছরের বেশি বয়সীরা ক্লার্কশিপের জন্য আবেদন করতে না পারলেও এই পদের জন্য সহজেই আবেদন করতে পারবেন। কত শূন্যপদ আছে ? কবে থেকে শুরু হবে আবেদন ? জেনে নিন বিস্তারিত তথ্য। এই পদের জন্য নিয়োগ প্রক্রিয়া (Recruitment News) হবে বিভিন্ন ধাপের মধ্য দিয়ে। প্রথমে হবে লিখিত পরীক্ষা, প্রিলিমস ও মেনস এবং তারপরে হবে ইন্টারভিউ।
মোট ৬০০ শূন্যপদের জন্য প্রবেশনারি অফিসার নিয়োগ করতে চলেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। আগামীকাল ২৭ ডিসেম্বর থেকেই শুরু হবে এই পদে নিয়োগের জন্য আবেদন প্রক্রিয়া। এই আবেদনের প্রক্রিয়া চলবে আগামী ১৬ জানুয়ারি পর্যন্ত। অনলাইনে এই দিনের মধ্যে আগ্রহী আবেদনকারীরা ফর্ম পূরণ করতে পারবেন।
সফলভাবে রেজিস্টার করে নিলে প্রিলিমসের জন্য কল লেটার তারা ডাউনলোড করে নিতে পারবেন। ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসের তৃতীয় বা চতুর্থ সপ্তাহে এই কল লেটার দেওয়া হবে বলে ধারণা করা হচ্ছে। স্টেট ব্যাঙ্কের প্রবেশনারি অফিসার নিয়োগের প্রিলিমস পরীক্ষা আয়োজিত হবে আগামী ৮ মার্চ ও ১৫ মার্চ তারিখে।
এই পরীক্ষার আবেদনের জন্য ফি হিসেবে অসংরক্ষিত প্রার্থীদের দিতে হবে ৭৫০ টাকা এবং সংরক্ষিত প্রার্থীদের কোনো টাকা জমা করতে হবে না। প্রিলিমস পরীক্ষা হবে ১ ঘণ্টার যেখানে ইংরেজি, কোয়ান্টেটিভ অ্যাপ্টিটিউড এবং রিজনিং অ্যাবিলিটি থেকে প্রশ্ন করা হবে। ১০০ নম্বরের প্রশ্ন থাকবে, সবই নৈর্ব্যক্তিক ধরনের। অন্যদিকে মেনস পরীক্ষায় দুটি পার্ট থাকবে প্রথম পার্টে ২০০ নম্বরের নৈর্ব্যক্তিক প্রশ্ন এবং দ্বিতীয় পার্টে ৫০ নম্বরের ইংরেজি লেখার দক্ষতা যাচাইমূলক প্রশ্ন। তৃতীয় ধাপে নেওয়া হবে ইন্টারভিউ যেখানে গ্রুপ এক্সারসাইজে ২০ নম্বর এবং ইন্টারভিউতে ৩০ নম্বর দেওয়া হবে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Recruitment News: রেলের এই সংস্থায় ইঞ্জিনিয়ারিং পড়ুয়াদের চাকরির সুযোগ, এই দিন পর্যন্ত করা যাবে আবেদন
Education Loan Information:
Calculate Education Loan EMI