নয়াদিল্লি: ব্যাঙ্কে চাকরি করতে চাইলে সুবর্ণ সুযোগ। স্পেশ্যালিস্ট ক্যাডার অফিসার পদে নিয়োগ করতে চলেছে দেশের বৃহত্তম ব্যাঙ্ক SBI। ইতিমধ্যেই চাকরির বিজ্ঞপ্তি জারি করেছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ। ইচ্ছুক প্রার্থীদের আগামী ২ সেপ্টেম্বরের মধ্যে আবেদন করতে হবে । 


চাকরির সারাংশ


SBI SO Recruitment 2021: কোন পদে কত চাকরি ?


অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার- ইঞ্জিনিয়ার(সিভিল)পদে ৩৬ জন নিয়োগ করবে ব্যাঙ্ক।
অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার- ইঞ্জিনিয়ার(ইলেকট্রিক্যাল)পদে নিয়োগ করা হবে ১০ জনকে।
ডেপুটি ম্যানেজার (অ্যাগ্রি স্পেশ্যাল)পদে ১০ জনকে নিয়োগ করবে সংস্থা।
রিলেশনশিপ ম্যানেজার (OMP)পদে ব্যাঙ্কে ৬ জনকে নেওয়া হবে।
প্রোডাক্ট ম্যানেজার (OMP)পদে লাগবে মোট ২ জন।
অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (মার্কেটিং অ্যান্ড কমিউনিকেশন)৪ জনকে নিয়োগ করা হবে ব্যাঙ্কে।
সার্কেল ডিফেন্স ব্যাঙ্কিং অ্যাডভাইজর পদে ১ জনকে নিয়োগ করা হবে।
সব মিলিয়ে ৬৯ পদে নিয়োগ করবে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। 


SBI SO Recruitment 2021: শিক্ষাগত যোগ্যতা


১ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার- ইঞ্জিনিয়ার(সিভিল)- এই পদে আবেদনের জন্য চাকরিপ্রার্থীকে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক স্তরে ৬০ শতাংশ নম্বর পেতে হবে।
২ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার-ইঞ্জিনিয়ার(ইলেকট্রিক্যাল)-আবেদনকারীকে এই পদের জন্য ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক স্তরে ৬০ শতাংশ নম্বর পেতে হবে।
৩ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (মার্কেটিং অ্যান্ড কমিউনিকেশন)-এই পদে আবেদনের জন্য চাকরিপ্রার্থীকে ফুল টাইম MBA ডিগ্রি থাকতে হবে। ম্যানেজমেন্টে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা হোল্ডাররাও এই পদের জন্য আবেদন করতে পারবেন। 
৪ ডেপুটি ম্যানেজার (অ্যাগ্রি স্পেশ্যাল)- চাকরিপ্রার্থীদের এই পদের জন্য রুরাল ম্যানেজমেন্টে MBA/ PGDM উত্তীর্ণ হতে হবে। 
৫ রিলেশনশিপ ম্যানেজার (OMP)-এই পদে আবেদনের ক্ষেত্রে B.E./B.Tech উত্তীর্ণ হতে হবে চাকরিপ্রার্থীকে।সঙ্গে MBA/PGDM পাস-সহ মার্কেটিংয়ে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
৬ প্রোডাক্ট ম্যানেজার (OMP)-এই ক্ষেত্রে চাকরিপ্রার্থীর কম্পিউটার সায়েন্স বা আইটি ও ইলেকট্রিনিকস কমিউনিকেশনে পাস সার্টিফিকেট 
থাকতে হবে। পাশাপাশি MBA/PGDM-পাশ হতে হবে প্রার্থীকে।
৭ সার্কেল ডিফেন্স ব্যাঙ্কিং অ্যাডভাইজর-এই পদের জন্য অবসরপ্রাপ্ত মেজর জেনারেল, ব্রিগেডিয়ার ছাড়াও নৌবাহিনী বা বায়ুসেনার কোনও অবসরপ্রাপ্ত অফিসারকে নেওয়া হবে। 


এ বিষয়ে বিশদে জানতে চাকরিপ্রার্থীকে ব্যাঙ্কের অফিশিয়াল ওয়েবসাইট sbi.co.in-এ ঢুকতে হবে।


Education Loan Information:

Calculate Education Loan EMI