সমীরণ পাল, ব্যারাকপুর: রাজনীতির ছোঁয়া (Election Result 2024 TMC Celebration) এবার বিরিয়ানির হাঁড়িতে! ঠিক পড়েছেন। বিরিয়ানির হাঁড়ির মধ্যে দলীয় প্রতীক এঁকে আনন্দে মেতে উঠলেন তৃণমূলের কর্মী-সমর্থকরা। ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের আমডাঙা বিধানসভা এলাকার ঘটনা নজর কেড়েছে অনেকের। 


বিশদ...
'এক্সিট পোল'-র পূর্বাভাস উল্টে দিয়ে রাজ্যে রমরমিয়ে দাপিয়েছে তৃণমূল, সেই নিরিখে বিজেপির পারফরম্যান্স নেহাতই টিমটিমে। ফলাফলের পর দিকে দিকে উড়ছে সবুজ আবির। এর মধ্যে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের আমডাঙ্গা বিধানসভা এলাকায় উদযাপনের এমন নজির আলাদা নজর কেড়েছে। গত ৪ জুন গণনার যে ফলাফল প্রকাশ হয়েছিল, তাতে দেখা যায় প্রতিদ্বন্দ্বী ও বিজেপির প্রার্থী অর্জুন সিংহকে ৬৪ হাজার ৪৩৮ ভোটে হারিয়ে ব্যারাকপুর লোকসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছেন তৃণমূলের পার্থ ভৌমিক। আনন্দে দিকে দিকে যখন সবুজ আবির খেলে উল্লাসে মাতেন তৃণমূলের কর্মী সমর্থকরা। সেই উদযাপনের মেজাজই পৌঁছে যায় বিরিয়ানির হাঁড়ি পর্যন্ত। আমডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের খন্ডেক সরকার ৮৮ নম্বর বুথে জয়ের আনন্দে তৃণমূলের কর্মী সমর্থকরা খাওয়া-দাওয়া আয়োজন করেন। মেনুতে ছিল বিরিয়ানি। আর সেই বিরিয়ানির হাঁড়ির ভিতরে তৃণমূলের জোড়া ফুলের প্রতীক এঁকে আনন্দে মেতে ওঠেন দলের কর্মী সমর্থকরা। ব্যতিক্রমী ভাবনা, বলছেন অনেকেই। যদিও, ফলপ্রকাশের আগের দিন, 'প্রতীক সন্দেশ'-র বিক্রিতে রমরমা দেখেছিলেন বঙ্গের এক মিষ্টি।


'প্রতীক সন্দেশ'-র বিক্রি...
গত ৩ জুন, অভিনব 'প্রতীক সন্দেশের' পসরা সাজিয়ে নিয়ে অশোকনগর স্টশন রোডের ধারে একটি মিষ্টির দোকান সকলকে চমকে দেয়। পশ্চিমবঙ্গের চারটি রাজনৈতিক দলের 'প্রতীক সন্দেশ' ওই দিন দুরন্ত বিক্রিও হয়েছিল ওই দিন। মিষ্টান্ন বিক্রেতা কমল সাহার বিশ্বাস ছিল, ফলঘোষণার সঙ্গে সঙ্গে বিক্রি আরও বাড়বে।  মিষ্টিতে ছিল কংগ্রেস, সিপিআইএম, তৃণমূল, বিজেপির প্রতীক। উপকরণ হিসাবে ব্যবহার করা হয় রং, ক্ষীর, ছানা, চিনি ইত্যাদি। ভোটের রেজাল্টের আগের দিন দোকানটিতে বিভিন্ন দলের রাজনৈতিক কর্মীদেরই ভিড় জমাতে দেখা যায়, এমনই জানান মিষ্টি ব্যবসায়ী কমল সাহা। সঙ্গে এও জানিয়ে রেখেছিলেন, যে এই ধরনের সন্দেশের আরও অর্ডার আসছে। তবে ছবিটা হয়তো এখন কিছুটা পাল্টে গেলেও যেতে পারে। কমল জানিয়েছিলেন, এক্সিট পোলের ফল জানার পরে বিজেপি কর্মী- সমর্থকরাই বেশি করে এই ধরনের সন্দেশের অর্ডার দিচ্ছেন। ফলপ্রকাশের পরও কি সেই ধারা বজায় রয়েছে?


 


আরও পড়ুন:এখনই সরকার গঠন নয়, বিরোধী হিসেবেই ফ্যাসিস্ত BJP-র মোকাবিলা, সিদ্ধান্ত I.N.D.I.A-র