দিল্লি: UPSC-তে রাতারাতি উত্তীর্ণ হওয়া একেবারেই মুখের কথা নয়। এর জন্য প্রয়োজন হয় নিয়মানুবর্তীতা, কঠিন অনুশীলনের পাশাপাশি সহনশীলতাও। সব মিলিয়ে কঠোর অধ্যাবসায়ের পরেই যে সাফল্য মেলে সে কথা প্রায় সকলেরই জানা। UPSC-র সাফল্যে নজির সৃষ্টি করা এবং অনেক নামই উঠে এসেছে সংবাদের শিরোনামে। আর এমনই আরেকটি নাম আইএএস অফিসার শিবানী গোয়েল (IAS Officer Shivani Goyal) । খুব কম বয়সেই UPSC-র গণ্ডি পেরিয়ে গিয়েছেন এই তরুণী। ২০১৭-তে UPSC-তে মাত্র ১৫ নম্বরে ছিল তাঁর নাম।
কীভাবে সম্ভব হল এই সাফল্যের শীর্ষে পৌঁছলেন তিনি? যাত্রা পথ কিন্তু মোটেই সহজ ছিল না। গ্রাজুয়েশন পড়ার পাশাপাশিই UPSC পরীক্ষায় বসার প্রস্তুতি শুরু করে দেন শিবানী। তবে দীর্ঘ একবছর তাঁকে অপেক্ষা করতে হয় স্রেফ পরীক্ষায় বসার জন্য। কারণটা জানলে অবাক হবেন আপনিও। পরীক্ষায় বসার জন্য যে ন্যুনতম বয়সের মাপকাঠি ছিল, সেই সময় ওই বয়সেও পৌঁছননি শিবানী (Shivani Goyal)। ফলে সঠিক বয়সের জন্যও তাঁকে দীর্ঘ এক সময় অপেক্ষা করতে হয়। তবে এই সময়টা পড়াশোনার জন্য সম্পূর্ণ কাজে লাগিয়ে ছিলেন শিবানী (Shivani Goyal)। ফল স্বরূপ মাত্র দ্বিতীয় বারের চেষ্টাতেই পরীক্ষা দুর্দান্ত সাফল্য পান তিনি।
পরীক্ষার্থীদের কী পরামর্শ দিচ্ছেন শিবানী? দিল্লির বাসিন্দা শিবানী গোয়েল (Shivani Goyal)। তাঁর এই সাফল্যের পিছনে মূলমন্ত্র কী ছিল, কীভাবে এগোলে অন্যান্য পরীক্ষার্থীরাও সাফল্য পাবেন? শিবানী জানিয়েছেন, বেশি নম্বর পেতে যে বাড়তি খাটতে হবে এমনটা নয়, কিছুটা বুদ্ধি করে এগোলেই আসবে সাফল্য। পরীক্ষার্থীরা কয়েকটি পন্থা অনুসরণ করেই UPSC-তে ভাল নম্বর পেতে পারেন, বলেই মনে করেন শিবানী। তাঁর পরামর্শ, গতবারের পেপারগুলি ভাল করে খতিয়ে দেখলেই বোঝা যাবে কী কী প্রশ্ন পরীক্ষায় আসতে পারে। সেই মতো গুরুত্বপূর্ণ ইস্যুগুলো লিখে ভাল করে অনুসরণ করলেই ভাল নম্বর পাওয়া যেতে পারে।
শিবানীর কথায়, UPSC-তে সাফল্য পেতে পরীক্ষার্থীদের সিলেবাস অনুযায়ী স্টাডি মেটিরিয়াল বাছতে হবে। এর পরেই সঠিক সিডিউল তৈরি করা সুবিধাজনক হবে। তাঁর মতে, সঠিকভাবে প্রস্তুতি নিলেই দুরন্ত ফলাফল আসবে।
Education Loan Information:
Calculate Education Loan EMI