Indian Railways Recruitment : রেলে চাকরির সুবর্ণ সুযোগ! ইচ্ছুক চাকরিপ্রার্থীরা এই যোগ্যতা থাকলেই করতে পারবেন আবেদন। সাউথ সেন্ট্রাল রেলওয়েতে (South Central Railway Jobs) শুরু হয়েছে নিয়োগ।


Indian Railways Recruitment : সাউথ সেন্ট্রাল রেলওয়েতে South Central Railway (SWR) গ্রুপ-সি পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে।২০২১-২২ সালের গ্রুপ-সি স্পোর্টস কোটায় নিয়োগ করবে রেল।সব মিলিয়ে ২১টি পদে হবে নিয়োগ। চাকরিপ্রার্থীদের উপযুক্ত যোগ্যতা থাকলে অনলাইনে অফিশিয়াল ওয়েবসাইটে করতে হবে আবেদন। আগামী ১৭ জানুয়ারি আবেদেনের শেষ তারিখ রেখেছে কর্তৃপক্ষ।


South Central Railway Jobs : কোন পদে কত নিয়োগ


GROUP – C POSTS (SPORTS QUOTA)
Total vacancies – 21 Posts


South Central Railway Jobs : শিক্ষাগত যোগ্যতা
এই পদে আবদনের ক্ষেত্রে চাকরিপ্রার্থীদের এসএসসি অথবা ক্লাস ১০ পাশ হতে হবে। চাকরিপ্রার্থী অন্য কোনও প্রযুক্তিগত ক্ষেত্রে আবেদন করতে চাইলে আইটিআই উত্তীর্ণ হওয়ার সার্টিফিকেট লাগবে। 


South Central Railway Recruitment 2021: চাকরিপ্রার্থীদের অনলাইনে আবদেনের ক্ষেত্রে অবশ্যই মেধাবী ক্রীড়াবিদ হতে হবে। সেই বিষয়ে প্রামাণ্য নথি থাকতে হবে আবেদনকারীদের কাছে।মনে রাখতে হবে, এই নিয়োগ কেবল স্পোর্টস কোটা গ্রুপ-সি পদের জন্যই করা হয়েছে। এই যোগ্যতা সম্পর্কে বিশদে জানতে চাকরিপ্রার্থীদের অফিশিয়াল ওয়েবসাইটে যোগাযোগ করতে হবে।


Indian Railways Recruitment: মাথায় রাখুন
এই স্থানের মেধাবী ক্রীড়াবিদরাই South Central Railway-এর এই চাকরির জন্য আবেদন করতে পারবেন।অসম, মেঘালয়, মণিপুর, অরুণাচল প্রদেশ, মিজোরাম, নাগাল্যান্ড, ত্রিপুরা, সিকিম, জম্মু ও কাশ্মীর, লাহুল ও স্পিতি জেলা, হিমাচল প্রদেশের পাঞ্জি সাব ডিভিশন ও আন্দামান ও নিকোবর, লক্ষ্যদ্বীপের ক্রীড়াবিদরাই এই পদের জন্য আবেদন করতে পারবেন।


South Central Railway Jobs : প্রার্থী বাছাই
মোধবী ক্রীড়বিদদের মধ্যে ট্রায়ালের মাধ্যমে প্রার্থী নির্বাচন করবে সাউথ সেন্ট্রাল রেল কর্তৃপক্ষ। যোগ্যতা বিচারের সময় তাদের শিক্ষাগত যোগ্যতা ও প্রামাণ্য নথিও দেখা হবে। ট্রায়ালের বিষয়ে নির্দিষ্ট তারিখ ও স্থান অফিশিয়াল ওয়েবসাইটে জানিয়ে দেবে রেল। এই বিষয়ে জানতে চাকরিপ্রার্থীদের South Central Railway-র অফিশিযাল ওয়েবসাইট https://scr.indianrailways.gov.in  -এ যোগাযোগ করতে হবে।


South Central Railway Jobs : কীভাবে আবেদন করবেন ?
এই পদে আবেদনের ক্ষেত্রে চাকরিপ্রার্থীদের আগামী ১৭ জানুয়ারির মধ্যে অনলাইনে https://scr.indianrailways.gov.in  উপযুক্ত যোগ্যতার প্রামাণ্য নথি-সহ আবেদন করতে হবে। 


Official website of South Central Railway (SWR) — https://scr.indianrailways.gov.in  
 
 


Education Loan Information:

Calculate Education Loan EMI