Job News: দক্ষিণ পূর্ব রেলে নিয়োগ হতে চলেছে অ্যাপ্রেন্টিস পদে। যোগ্যরা অনলাইনে আবেদন করতে পারবেন। সাউথ ইস্টার্ন রেলওয়ের অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আবেওদন জানানো যাবে। এই নিয়োগের মাধ্যমে ১৭৮৫টি শূন্যপদ পূরণ করা হবে। রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে ১৮ নভেম্বর থেকে এবং তা চলছে ১৭ ডিসেম্বর পর্যন্ত। 

Continues below advertisement

কারা আবেদন করতে পারবেন 

আবেদনকারীদের ম্যাট্রিক উত্তীর্ণ হতে হবে। ম্যাট্রিক অর্থাৎ দশম শ্রেণির পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে ১০+২ এক্সামিনেশন সিস্টেম অনুসারে। একটি স্বীকৃত এবং অনুমোদিত বোর্ড থেকে পাশ করতে হবে ম্যাট্রিক পরীক্ষা। ন্যূনতম ৫০ শতাংশ নম্বর পেতে হবে এগ্রিগেটে। অ্যাডিশনাল সাবজেক্টের নম্বর বাদ থাকবে। যে ট্রেডে অ্যাপ্রেন্টিসশিপ প্রোগ্রাম করতে চলেছে তার উপর আইটিআই পাশের সার্টিফিকেট থাকাও প্রয়োজন। এই সার্টিফিকেট NCVT বা SCVT প্রদান করবে।                                        

Continues below advertisement

আবেদনকারীদের বয়স ১৫ থেকে ২৪ বছরের মধ্যে হতে হবে ১ জানুয়ারি ২০২৬ অনুসারে। ম্যাট্রিক পরীক্ষা পাশের সার্টিফিকেট অথবা জন্ম সার্টিফিকেটে বয়স লেখা থাকবে। আবেদনকারীর বয়স ১৫ বছরের কম কিংবা ২৪ বছরের বেশি হওয়া চলবে না কোনওভাবেই। 

আবেদনকারীদের মধ্যে থেকে যোগ্যদের কীভাবে বেছে নেওয়া হবে, দেখে নিন 

মেধাতালিকা তৈরি করা হবে আবেদনকারীর দশম শ্রেণিতে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে। এগ্রিগেটে ন্যূনতম ৫০ শতাংশ নম্বর পেতেই হবে। এই মেধাতালিকার ভিত্তিতেই যোগ্যদের বেছে নেওয়া হবে। সমস্ত বিষয়ে আবেদনকারী কত নম্বর পেয়েছেন তার ভিত্তিতেই হিসেব হবে নম্বরের শতাংশের। নির্দিষ্ট একটি বিষয় কিংবা কয়েক বিষয়ে একসঙ্গে কত নম্বর পেয়েছন তা গ্রাহ্য হবে না। 

অ্যাপ্লিকেশন ফি, কোন শ্রেণির আবেদনকারীর জন্য কত টাকা ধার্য করা হয়েছে 

তফশিলি জাতি, তফশিলি উপজাতি, বিশেষভাবে সক্ষম এবং মহিলা আবেদনকারীদের কোনও প্রকার অ্যাপ্লিকেশ ফি দিতে হবে না। বাকিদের জন্য অ্যাপ্লিকেশন ফি ১০০ টাকা ধার্য করা হয়েছে। অনলাইনে এই টাকা জমা দিতে হবে। ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাঙ্কিং, ইউপিআই, ই-ওয়ালেটের মাধ্যমে অ্যাপ্লিকেশন ফি জমা দেওয়া যাবে। বাকি যাবতীয় খুঁটিনাটি তথ্য পাওয়া যাবে সাউথ ইস্টার্ন রেলওয়ের অফিশিয়াল ওয়েবসাইটে। 

ডিসক্লেমার :  পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে  সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা।


Education Loan Information:

Calculate Education Loan EMI