SSC Constable Notification 2023: স্টাফ সিলেকশন কমিশন (Staff Selection Commission) নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। দিল্লি পুলিশে (Delhi Police) কনস্টেবল (এক্সিকিউটিভ) (Constable Executive) পদে নিয়োগ করা হবে। মহিলা এবং পুরুষ, দু'ক্ষেত্রেই হবে নিয়োগ। আগ্রহী প্রার্থীরা ssc.nic.in এই অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন জানাতে পারবেন। আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন জানানো যাবে। মোট ৭৫৪৭টি শূন্যপদে নিয়োগ করা হবে। দিল্লি পুলিশের এই নিয়োগের জন্য পরীক্ষা সম্পর্কিত কিছু তথ্যও প্রকাশ করেছে স্টাফ সিলেকশন কমিশন কর্তৃপক্ষ। অন্যদিকে জানা গিয়েছে, ৩ এবং ৪ অক্টোবর জমা দেওয়া অ্যাপ্লিকেশন এডিটের সুবিধা পাবেন আবেদনকারীরা। অর্থাৎ কোনও ভুল থাকলে তা শুধরে এওয়া যাবে। শোনা গিয়েছে, কম্পিউটার ভিত্তিক পরীক্ষা হতে পারে চলতি বছর ডিসেম্বর মাসে। আবেদনকারীদের বয়স ১৮ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে। 


কোথায় কত শূন্যপদ



  • কনস্টেবল (এক্সিকিউটিভ)- পুরুষ ৪৪৫৩ 

  • কনস্টেবিল (এক্সিকিউটিভ)- পুরুষ ((Ex-Servicemen (Others) (Including backlog SC- and ST-) ৬৬

  • কনস্টেবল এক্সকিউটিভ- পুরুষ (Ex-Servicemen [Commando (Para-3.1)] (Including backlog SC- and ST-) ৩৩৭

  • কনস্টেবল এক্সিকিউটিভ মহিলা- ২৪৯১ 


আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা 


প্রার্থীদের স্বীকৃতি প্রাপ্ত বোর্ড থেকে দ্বাদশ শ্রেণিতে (10+2 Senior Secondary) উত্তীর্ণ হতে হবে। দিল্লি পুলিশে কর্মরত ছিলেন, অবসর নিয়েছেন, দিল্লি পুলিশে চাকরি করতেন বর্তমানে মৃত, দিল্লি পুলিশের মাল্টি-টাস্কিং স্টাফ এবং Bandsmen, buglers- এঁদের সন্তানরা একাদশ শ্রেণি উত্তীর্ণ হওয়ার পরেই আবেদন জানাতে পারবেন স্টাফ সিলেকশন কমিশনের নতুন বিজ্ঞপ্তির ভিত্তিতে। এমনিতে অ্যাপ্লিকেশন ফি ১০০ টাকা। তবে তফশিলি জাতি, তফশিলি উপজাতি এবং অবসরপ্রাপ্ত সেনাকর্মীদের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফি মকুব করা হয়েছে। কারণ এঁরা সংরক্ষিত শ্রেণির অন্তর্ভুক্ত। 


কীভাবে আবেদন করবেন



  • প্রথমে ssc.nic.in এই অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে।

  • কোমপেজে দেখতে পাবেন 'Notice of Constable (Executive) Male and Female in Delhi Police Examination-2023' - এই অপশন। সেখানে ক্লিক করতে হবে।

  • এরপর লগ-ইন ডিটেলস লিখে সাবমিট বাটনে ক্লিক করতে হবে।

  • এবার দেখতে পাবেন অ্যাপ্লিকেশন ফর্ম। সেটা পূরণ করে টাকা জমা দিতে হবে।

  • সব কাজ সম্পূর্ণ হলে ডাউনলোড অপশনে ক্লিক করতে হবে।

  • ভবিষ্যতের প্রয়োজনের জন্য নিজের কাছে ফর্মের একটি প্রিন্ট আউট রেখে দিন।


ডিসক্লেমার :  পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে  সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা।


আরও পড়ুন- বাড়ল সময়সীমা, কতদিন পর্যন্ত SET-এর আবেদন করা যাবে?


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


Education Loan Information:

Calculate Education Loan EMI