নয়া দিল্লি : SSC GD কনস্টেবল রিক্রুটমেন্ট ২০২১ পদে নিয়োগের জন্য শীঘ্রই বিজ্ঞপ্তি জারি করতে চলেছে স্টাফ সিলেকশন কমিশন। SSC-র অফিসিয়াল ওয়েবসাইটে বিজ্ঞপ্তি জারি করা হবে। এর মাধ্যমে বর্ডার সিকিউরিটি ফোর্স(বিএসএফ), সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স(সিআইএসএফ), সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স(সিআরপিএফ), ইন্দো তিবেতান বর্ডার পুলিশ(আইটিবিপি), সশস্ত্র সীমা বল(এসএসবি), ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি(এনআইএ), সেক্রেটারিয়েট সিকিউরিটি ফোর্স(এসএসএফ)-এর শূন্যপদে নিয়োগ করা হবে। 


একবার বিজ্ঞপ্তি জারি হয়ে গেলে যোগ্য প্রার্থীরা SSC GD কনস্টেবল রিক্রুটমেন্ট পদের জন্য আবেদন জানাতে পারবেন। ssc.nic.in.-এ অনলাইনে আবেদন জানানো যাবে। প্রার্থীদের কম্পিউটার বেসড এক্সামিনেশন, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট ও ডিটেলস মেডিক্যাল টেস্টের মাধ্যমে নিজেদের যোগ্যতা প্রমাণ করতে হবে।  


এই পদের জন্য যাঁরা আবেদন করছেন, তাঁদের বয়স হতে হবে ১৮ থেকে ২৩ বছরের মধ্যে। এক্ষেত্রে জন্ম তারিখের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিক বা উচ্চমাধ্য়মিক স্তরের সার্টিফিকেট বা সমতুল কোনও সার্টিফিকেট আবেদন জমা দেওয়ার দিন গ্রহণ করা হবে। ভারত সরকারের নিয়ম অনুযায়ী রিজার্ভ ক্যাটেগরির ক্ষেত্রে বয়সের ছাড় দেওয়া হবে। 


কোনও স্বীকৃত বোর্ড থেকে প্রার্থীকে অবশ্যই দশমের শ্রেণির পরীক্ষায় পাস করতে হবে। SSC GD কনস্টেবলের বিজ্ঞপ্তি জারি হয়ে গেলে প্রার্থীরা শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন।  


খবর অনুযায়ী, SSC GD কনস্টেবল রিক্রুটমেন্ট-এর বিজ্ঞপ্তি জারি হবে জুলাইয়ের ১০ থেকে ১৫ তারিখের মধ্যে। আগে এই বিজ্ঞপ্তি মার্চ মাসে জারির করার কথা ছিল। কিন্তু, তা স্থগিত করে এপ্রিলে বিজ্ঞপ্তি জারির কথা বলা হয়। কিন্তু, করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ে দেশজুড়ে। ব্যাপক সংক্রমণ দেখা দেয়। তাই এপ্রিলেও বিজ্ঞপ্তি জারি বাতিল হয়ে যায়। এই মুহূর্তে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে করোনা পরিস্থিতি। কমিশনের তরফে ৭ মে বিজ্ঞপ্তি জারি করা বলা হয়, পরবর্তী বিজ্ঞপ্তির দিকে নজর রাখতে।


এই সংক্রান্ত আপডেটের জন্য প্রার্থীরা কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখুন। 


Education Loan Information:

Calculate Education Loan EMI