SSC GD Constable Result 2025: স্টাফ সিলেকশন কমিশন (SSC) খুব তাড়াতাড়ি প্রকাশ করতে চলেছে এসএসসি জিডি কনস্টেবল ২০২৫- এর রেজাল্ট (SSC GD Constable Result 2025 Result)। মোট ৫৩,৬৯০টি শূন্যপদে নিয়োগ করবে স্টাফ সিলেকশন কমিশন। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন ফোর্সের একাধিক পদে নিয়োগ হতে চলেছে। সেন্ট্রাল আর্মড ফোর্স (CAPFs) এবং সেক্রেটারিয়েট সিকিউরিটি ফোর্সের (SSF) কনস্টেবল (GD), অসম রাইফেলসের রাইফেল ম্যান (GD), নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো-র সিপাই - এইসব পদে নিয়োগ হতে চলেছে। স্টাফ সিলেকশন কমিশনের অফিশিয়াল ওয়েবসাইট ssc.gov.in - এখান থেকে এসএসসি জিডি কনস্টেবল ২০২৫- এর রেজাল্ট দেখা যাবে।
স্টাফ সিলেকশন কমিশন জিডি কনস্টেবল পদে নিয়োগের জন্য পরীক্ষা নিয়েছিল এবছর ৪ থেকে ২৫ ফেব্রুয়ারির মধ্যে। কম্পিউটার বেসড টেস্ট নেওয়া হয়েছিল। ১৬০ নম্বরের পরীক্ষা হয়েছিল এবং ৮০টি প্রশ্ন ছিল, যার প্রতিটিতে ২ নম্বর করে ছিল। মোট ৬০ মিনিট, অর্থাৎ ১ ঘণ্টার পরীক্ষা হয়েছিল। ইংরেজির পাশাপাশি হিন্দি এবং আরও ১৩টি স্থানীয় ভাষায় এই পরীক্ষা নেওয়া হয়েছিল। অসমিয়া, বাংলা, গুজরাতি, কন্নড়, কোঙ্কনি, মালয়ালি, মণিপুর, মারাঠি, ওড়িয়া, পঞ্জাবি, তামিল, তেলুগু এবং উর্দু-তে পরীক্ষা নেওয়া হয়েছিল। প্রভিশনাল অ্যানসার কি প্রকাশিত হয়েছিল ৪ মার্চ। আর অবজেকশনাল উইন্ডো বন্ধ হয়েছিল ৯ মার্চ।
কীভাবে রেজাল্ট দেখবেন, জেনে নিন সহজ ধাপগুলি
- প্রথমে স্টাফ সিলেকশন কমিশনের অফিশিয়াল ওয়েবসাইট ssc.gov.in - এখানে ঢুকতে হবে পরীক্ষার্থীদের।
- এবার হোমপেজে থাকা 'রেজাল্ট' ট্যাবে ক্লিক করতে হবে।
- এরপর খুঁজে বের করতে হবে SSC GD Constable Result 2025- এই লিঙ্ক এবং সেখানে ক্লিক করতে হবে।
- রেজাল্ট প্রকাশিত হলে সেই পিডিএফ ডাউনলোড করে রাখতে পারবেন।
- রোল নম্বর, নিজের নাম খুঁজে বের করার জন্য কিবোর্ডে Ctrl+F - এর সাহায্য নিতে হবে।
CISF Recruitment 2025: সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স, সিআইএসএফ- এ নিয়োগ হতে চলেছে। হেড কনস্টেবল পদে নিয়োগ করবে সিআইএসএফ কর্তৃপক্ষ। আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। সিআইএসএফ- এর অফিশিয়াল ওয়েবসাইট cisfrectt.cisf.gov.in - এখানে গিয়ে আবেদন করা যাবে। এই নিয়োগের মাধ্যমে ৪০৩টি শূন্যপদ পূরণ করা হবে। রেজিস্ট্রেশন শুরু হয়েছে ১৮ মে। আর তা চলবে ৬ জুন পর্যন্ত।
ডিসক্লেমার : পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা।
Education Loan Information:
Calculate Education Loan EMI