IAS Shweta Agarwal: বহু বহু পরীক্ষার্থী ভারতে সবথেকে কঠিন পরীক্ষা ইউপিএসসির জন্য প্রস্তুতি নেন। প্রত্যেক বছর কয়েক লক্ষ পরীক্ষার্থী এই পরীক্ষায় বসেন। কিন্তু তাঁর মধ্যে মাত্র কয়েক হাজার জনই উত্তীর্ণ হন। কঠিন পরিশ্রম এবং অনেক ত্যাগের মধ্য দিয়েই আসে এই সাফল্য। IAS কিংবা IPS-দের সাফল্যের কাহিনি শুনে অনেকেই অনুপ্রাণিত হন। আর সেই অনুপ্রেরণাই জাগিয়ে তুলেছেন IAS শ্বেতা আগরওয়াল (IAS Success Story)। কঠিন পরিশ্রম এবং সাফল্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত শ্বেতা (IAS Shweta Agarwal)।
পড়াশোনা, প্রস্তুতি
শ্বেতা আগরওয়ালের বাবা পেশায় ছিলেন একজন মুদি দোকানি। শ্বেতা যখন জন্মান, মেয়ে হয়েছে বলে খুব একটা খুশি ছিল না তাঁর পরিবার। কারণ শ্বেতার (IAS Shweta Agarwal) বাবা-মা চেয়েছিলেন যেন তাঁদের একটি ছেলে হয়। কিন্তু তারপরেও তাঁদের মেয়েকে সবথেকে ভাল শিক্ষায় শিক্ষিত করে তুলতে কার্পণ্য করেননি তাঁরা। ব্যান্ডেলে জোসেফ কনভেন্ট স্কুলে পড়াশোনা করেছেন শ্বেতা আগরওয়াল। তারপর কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে অর্থনীতিতে স্নাতক উত্তীর্ণ হন শ্বেতা। মুদির দোকান চালিয়েই মেয়ের পড়াশোনার খরচ জোগাতেন তাঁর বাবা।
স্কুলের বেতন দেওয়ার সামর্থ্য ছিল না
হুগলির ভদ্রেশ্বরে বড় হয়ে উঠেছেন শ্বেতা আগরওয়াল। অর্থনীতিতে স্নাতক হওয়ার পরে এমবিএ করেন শ্বেতা। তারপর একটি বহুজাতিক সংস্থায় কাজ পান তিনি। কিন্তু সেই কাজও ছেড়ে দেন শ্বেতা, শুরু করেন ইউপিএসসির প্রস্তুতি। স্কুলে পড়ার সময় তাঁর বাবার আর্থিক অবস্থা মোটেই ভাল ছিল না। খুব কষ্ট করে দিনমজুরি করে, আত্মীয়-স্বজনদের দেওয়া পয়সা একত্রে জমিয়ে এক মাসের স্কুলের বেতন দিতেন তাঁর বাবা। পরিবারের কেউ চাননি তিনি পড়াশোনা করুন। ফলে সকলের বিরুদ্ধে গিয়েই তাঁর বাবা-মা পড়াশোনায় সাহায্য করেছেন শ্বেতাকে। ৭-৮ বছর বয়সেই তিনি বুঝেছিলেন একমাত্র পড়াশোনায় (IAS Shweta Agarwal) ভাল ফল করলেই তিনি আরও পড়াশোনা করতে পারবেন, পরিবারের কাছে নিজেকে প্রমাণ করতে পারবেন এবং বাবা-মায়ের আর্থিক কষ্ট দূর করতে পারবেন।
তিনবার পরপর ইউপিএসসি উত্তীর্ণ হন শ্বেতা
তিন তিনবার ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন শ্বেতা। ২০১৪ সালে প্রথমবার পরীক্ষা দিয়েই সারা দেশের মধ্যে ৪৯৭ র্যাঙ্ক অর্জন করে IRS হন শ্বেতা (IAS Shweta Agarwal)। কিন্তু তাঁর স্বপ্ন ছিল অন্য কিছু, একমাত্র লক্ষ্য ছিল IAS হওয়ার। এরপর দুবার আরও পরীক্ষা দেন তিনি। ২০১৫ সালের পরীক্ষাতেও উত্তীর্ণ হন শ্বেতা, সেবারে IPS হয়েছিলেন তিনি। সবশেষে ২০১৬ সালে তৃতীয়বারের চেষ্টায় ১৪১ র্যাঙ্ক করে সফল IAS হন শ্বেতা আগরওয়াল।
তথ্যসূত্র: সত্যেন্দ্রনাথ ঠাকুর সিভিল সার্ভিসেস স্টাডি সেন্টারের ওয়েবসাইট
Education Loan Information:
Calculate Education Loan EMI