IAS Ananya Singh: সিভিল সার্ভিসে উত্তীর্ণ হওয়া খুব একটা সহজ কাজ নয়। আর দেশের এই অন্যতম কঠিন পরীক্ষায় একবারের প্রয়াসেই উত্তীর্ণ হওয়া আরও কঠিন। খুব কম পরীক্ষার্থীই এই নজির রেখেছেন। তেমনই অনন্য নজির গড়েছেন প্রয়াগরাজের অনন্যা। অনন্যা সিং। একবার পরীক্ষা দিয়েই ইউপিএসসি উত্তীর্ণ হয়েছেন অনন্যা। মাত্র ২২ বছর বয়সে সফল আইএএস হয়েছেন তিনি (IAS Ananya Singh)। দেশের মধ্যে দৃষ্টান্ত স্থাপন করেছেন আইএএস অনন্যা সিং। কীভাবে প্রস্তুতি নিয়েছিলেন তিনি ?


বড় হওয়া, পড়াশোনা


প্রয়াগরাজেই জন্ম ও বেড়ে ওঠা অনন্যার (IAS Ananya Singh)। সেখানকার সেন্ট মেরিজ স্কুলে প্রাথমিক স্তরের শিক্ষা সম্পূর্ণ করেন অনন্যা সিং। ছোটবেলা থেকেই পড়াশোনায় ভাল ছিলেন তিনি। দশম শ্রেণির পরীক্ষাতে তিনি ৯৬ শতাংশ নম্বর পেয়েছিলেন এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষায় অর্থাৎ উচ্চমাধ্যমিকে তিনি ৯৮.২৫ শতাংশ নম্বর পান। শুধু তাই নয়, দশম ও দ্বাদশ শ্রেণির দুই পরীক্ষাতেই তিনি CISCE বোর্ডের থেকে জেলাস্তরে শীর্ষস্থান অধিকার করেন। উচ্চমাধ্যমিক পাশ করার পর দিল্লির শ্রীরাম কলেজ অফ কমার্স থেকে ইকোনমিকস বিষয়ে স্নাতক উত্তীর্ণ হন।


ইচ্ছে ছিল আইএএস হওয়ার


ছোটবেলা থেকেই তাঁর ইচ্ছে ছিল আইএএস অফিসার হবেন। আর তাই কলেজে পড়তে পড়তেই শুরু হয় ইউপিএসসি পরীক্ষার প্রস্তুতি। প্রত্যেকদিন সাত থেকে আট ঘণ্টা পড়াশোনা করতেন অনন্যা। পরে পাঠের ভিত তৈরি হয়ে গেলে দিনে ৬ ঘণ্টা করে পড়তেন অনন্যা সিং। ইউপিএসসির প্রিলিমস ও মেইনস দুটি পরীক্ষার প্রস্তুতিই একসঙ্গে নিয়েছিলেন অনন্যা সিং।


ইউপিএসসি উত্তীর্ণ অনন্যা


এক বছর টানা পড়াশোনা ও কঠোর পরিশ্রমের পর ২০১৯ সালে তিনি ইউপিএসসি পরীক্ষায় বসেন। আর প্রথম পরীক্ষাতেই বাজিমাত। সারা দেশের মধ্যে ৫১ র‍্যাঙ্ক অর্জন করেন অনন্যা সিং। তিনি নিজেও ভাবতে পারেননি এত সাফল্য পাবেন। মাত্র ২২ বছরেই যে তিনি (IAS Ananya Singh) তাঁর স্বপ্ন পূরণ করতে পারবেন, ভাবতেই পারেননি অনন্যা সিং। অনন্যা পরে এক সাক্ষাৎকারে জানিয়েছেন যে, তিনি পড়াশোনার পাশাপাশি সিন্থেসাইজার বাজাতে খুবই ভালবাসেন। প্রস্তুতির সময় প্রতিটি বিষয়ের বইপত্র জোগাড় করে তিনি নিজে নিজে নোটস বানিয়ে পড়তেন আর তাতে তাঁর পড়া খুব দ্রুত মাথায় থাকত।


বর্তমানে পশ্চিমবঙ্গ ক্যাডারে কর্মরত প্রয়াগরাজের বছর বাইশের আইএএস অনন্যা সিং। সমাজমাধ্যমেও তিনি খুবই জনপ্রিয়। তাঁর অনুরাগীর সংখ্যা ইনস্টাগ্রামে ৪ লাখেরও বেশি।


আরও পড়ুন: Bank of India Recruitment: ১৪৩টি শূন্যপদে কর্মী নিয়োগ হবে ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায়, আবেদন করবেন ?


Education Loan Information:

Calculate Education Loan EMI