Recruitment News: দেশের একটি অন্যতম বড় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে কর্মী নিয়োগ করা হবে। ১৪৩টি শূন্যপদ আছে। সম্প্রতি নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। অফিসার পদে নেওয়া হবে লোক। এর জন্য একটি লিখিত পরীক্ষা দিতে হবে আবেদনকারীকে। পরীক্ষায় উত্তীর্ণ হলে একটি ইন্টারভিউর মাধ্যমেই হবে প্রার্থী নিয়োগ। কীভাবে আবেদন করবেন ? কতদিন পর্যন্ত চলবে এই আবেদন দেখে নিন।
শূন্যপদ
ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় স্কেল ৪ হিসেবে অফিসার পদে নেওয়া হবে ১৪৩ জন। ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সারা দেশের শাখাগুলিতেই হবে এই নিয়োগ প্রক্রিয়া। অর্থাৎ নির্বাচিত প্রার্থীকে দেশের যে কোনও শাখায় পাঠান হতে পারে। পদগুলি হল নিম্নরূপ –
ক্রেডিট অফিসার
চিফ ম্যানেজার (ইকোনমিস্ট)
চিফ ম্যানেজার (আইটি ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর)
চিফ ম্যানেজার (আইটি ক্লাউড অপারেশনস)
চিফ ম্যানেজার (আইটি সিস্টেম)
চিফ ম্যানেজার (ইনফ্রা)
চিফ ম্যানেজার (ইনফো সিকিওরিটি)
চিফ ম্যানেজার (মার্কেটিং)
ল অফিসার
ডেটা সায়েন্টিস্ট
ডেটা কোয়ালিটি ডেভেলপার
টেকনিক্যাল অ্যানালিস্ট
এইরকম আরও বহু পদে হবে নিয়োগ।
বিভিন্ন পদের ক্ষেত্রে বিভিন্ন ধরনের যোগ্যতা প্রয়োজন। এক্ষেত্রে ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিসিয়াল নোটিফিকেশনটি ভালভাবে পড়ে নেওয়া কাম্য।
কীভাবে প্রার্থী নির্বাচন হবে
ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এই নিয়োগের ক্ষেত্রে মূলত দুটি ধাপে হবে প্রার্থী নির্বাচন। প্রাথমিকভাবে লিখিত পরীক্ষা হবে যেখানে ইংরেজি ভাষা, পদানুসারী বিষয়ের উপর দক্ষতা যাচাই ও সাধারণ জ্ঞানের উপর প্রশ্ন থাকবে। ইংরেজি ভাষা ছাড়া অন্য দুটি বিষয়ের প্রশ্ন হবে দ্বিভাষিক। তবে ইংরেজি ভাষায় প্রাপ্ত নম্বরের বিচারে মেধা তালিকা তৈরি হবে না।
আবেদনের ফি
এই পদে আবেদনের জন্য প্রার্থীকে আবেদনের ফি হিসেবে দিতে হবে ৮৫০ টাকা (অসংরক্ষিত প্রার্থীদের জন্য) এবং ১৭৫ টাকা (SC/ST বা বিশেষভাবে সক্ষম প্রার্থীদের জন্য)। অনলাইনে পরীক্ষার আবেদন করে দেওয়ার সঙ্গে সঙ্গেই দিতে হবে এই আবেদনের ফি।
বেতনক্রম
ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় অফিসার পদে নিযুক্ত হলে স্কেল ২-এর জন্য প্রার্থী মাসিক ৪৮,১৭০ থেকে ৯৩,৯৬০ টাকা পর্যন্ত বেতন পাবেন। অন্যদিকে স্কেল ৩-এর জন্য বেতন ৬৩,৮৪০ টাকা থেকে ১,০৫,৮২০ টাকা পর্যন্ত। সবশেষে স্কেল ৪ পদের জন্য নির্বাচিত প্রার্থীরা মাসিক ৭৬,০১০ টাকা থেকে ১,২০,৯৪০ টাকা পর্যন্ত বেতন পাবেন।
তবে যে সমস্ত প্রার্থী আগে কোনও সময় ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কাজ করেছেন, তাঁরা এই পদের জন্য আবেদন করতে পারবেন না।
কতদিন চলবে আবেদন
২৭ মার্চ আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। এই পদে নিয়োগের জন্য আবেদন চলবে আগামী ১০ এপ্রিল পর্যন্ত।
আরও পড়ুন: Summer Vacation Extended: বাংলায় স্কুলে বাড়ল গরমের ছুটি! কবে কোন জেলার স্কুল বন্ধ?
Education Loan Information:
Calculate Education Loan EMI