Success Story of Neetu Singh: অনেক কম বয়সেই বাবাকে হারিয়েছেন তিনি। আশেপাশের মানুষজন কেবলই উপদেশ দিতেন, পাশে দাঁড়াননি একজনও। মাকে অনেকেই বলেন যে তাঁকে যেন মেয়েদের স্কুলেই ভর্তি করানো হয়। কিন্তু মায়ের মনে কোথাও স্থির বিশ্বাস ছিল যে তাঁর মেয়ে (Success Story) একদিন অনেক বড় কিছু করবে। আর তাই মেয়েকে পড়ানোতে কোনও গাফিলতি করেননি তিনি, আর সেই মেয়েই আজ সারা দেশের বুকে জনপ্রিয়তার শীর্ষে। সেই মেয়েটি আর কেউ নন, ইউটিউবের অন্যতম জনপ্রিয় ইংরেজি শিক্ষিকা নীতু সিং (Neetu Singh)। তাঁর আজকের দিনে লক্ষ লক্ষ সাবস্ক্রাইবার রয়েছে। তাঁর সাফল্যের কাহিনি জানেন কি ?


দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে নীতু সিং আইন নিয়ে পড়াশোনা করে এলএলবি ডিগ্রি লাভ করেন। ঝাড়খণ্ডের মেয়ে নীতু আইন পাশ করার পরে আদালতে প্র্যাক্টিস করতেন নিয়মিত। কিন্তু এই পেশায় প্রথম দিকে অর্থ উপার্জন ভাল হচ্ছিল না। তারপরেই তিনি সিদ্ধান্ত নেন যে টিউশন পড়াবেন নীতু। এক সাক্ষাৎকারে নীতু জানান যে, পড়াতে গিয়ে দেখেন যে মেয়ের সঙ্গে সঙ্গে তাঁর মাও ইংরেজি পড়ার জন্য হাজির। সেই মেয়ের মা নীতুকে জানান যে তাঁকে দেখে কিট্টি পার্টিতে অনেকেই ভাবেন যে তিনি হয়ত ভাল ইংরেজিতে কথা বলতে পারবেন, কিন্তু আদপে কথা শুরু করলে পুরো বিষয়টাই ঘেঁটে যায়। খানিক অসম্মানিতও হন তাঁর মা।


নীতু সিং জানান যে একদিন তিনি তাঁর এক সিনিয়রের সঙ্গে গিয়েছিলেন মুখার্জি নগরে। সেখানেই প্রচুর প্রতিষ্ঠান দেখতে পান নীতু। আর তা দেখেই তিনি ভাবেন যে সেখানে নিজের একটি প্রতিষ্ঠানও তিনি খুলতে পারেন। তাঁর প্রথম ব্যাচে ছিল মাত্র ৪ জন ছাত্র-ছাত্রী। আর সেই থেকেই ধীরে ধীরে তাঁর পসার বাড়তে থাকে, ছাত্র-ছাত্রীর সংখ্যাও বাড়তে থাকে। এমন সময় আসে, যখন ছাত্র-ছাত্রীদের বসার জায়গা দিতে তাদের একটি সিনেমা হলও ভাড়া করতে হয়। একবারে ৩ হাজার ছেলে-মেয়েকে পড়াতেন নীতু সিং। কিছু কারণবশত ২০১৪ সালে প্যারামাউন্ট কোচিং সেন্টার যা তিনি একসময় নিজের হাতে গড়ে তুলেছিলেন তা ছেড়ে দেন নীতু সিং।


তারপর নিজের আরেকটি প্রতিষ্ঠান চালু করেন নীতু সিং যার নাম দেন কেডি ক্যাম্পাস। ৩ থেকে ৪ বছরে সেই কেডি ক্যাম্পাসের পসার এত বেড়ে যায় যে মুখার্জিনগরে মানুষের আসার কারণই হয়ে যায় এই প্রতিষ্ঠানে ইংরেজি পড়া। নীতু বলেন যে আপনি যদি নিজে লড়াকু হন, সংগ্রাম করেন তাহলে আপনি কখনও হাল ছেড়ে দেবেন না। লকডাউনের সময় নীতু কেডি লাইভ ক্লাস চালু করেন। লাইভে এসে ইংরেজি পড়াতে থাকেন নীতু সিং। তাঁর এখন ১.৭১ মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে। শুধু ইউটিউব থেকেই তিনি লক্ষ লক্ষ টাকা উপার্জন করেন।


আরও পড়ুন: WBCS Syllabus: সিলেবাস বদলে যাবে WBCS-এর, ডিসেম্বরের পরীক্ষায় কী প্রভাব ?


Education Loan Information:

Calculate Education Loan EMI