IAS Success Story: ছোটবেলা থেকে কম নম্বর পেলেও তাঁর স্বপ্ন ছিল ডাক্তার হওয়ার। কিন্তু নিয়তি হয়ত অন্য কিছু ভেবে রেখেছিল। ছোটবেলার স্বপ্ন একেবারে ছেড়ে দিতে হল স্বাস্থ্যের অবনতি হওয়ার কারণে আর সেই সময় তাঁর সামনে খুলে গেল আরেক স্বপ্নের দরজা- ইউপিএসসি। একেবারে অবিশ্বাস্যভাবে ডাক্তারি পড়া (IAS Success Story) মাঝপথেই থামিয়ে মাত্র ৬ মাসের প্রস্তুতিতেই ইউপিএসসি পরীক্ষায় (UPSC Exam) উত্তীর্ণ হন তরুণী। তরুণী পাণ্ডে। ডাক্তারি থেকে হয়ে ওঠেন সফল আইএএস অফিসার।
পশ্চিমবঙ্গের চিত্তরঞ্জনে জন্ম ও বড় হয়ে ওঠা তরুণীর। ছোটবেলা থেকে তাঁর স্বপ্নই ছিল ডাক্তার হওয়ার। তিনি সেই স্বপ্নপূরণের জন্য এমবিবিএস পড়া শুরুও করেছিলেন। কিন্তু পরপর ডেঙ্গু, টাইফয়েড এবং সেরিব্রাল ম্যালেরিয়া হওয়ায় মাঝপথেই তাঁকে পড়া বন্ধ করতে হয়। সেই সময় ইংরেজিতে তিনি স্নাতক ও স্নাতকোত্তর উত্তীর্ণ হন ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি থেকে।
যদিও প্রথমে সিভিল সার্ভিসের কথা তাঁর মাথাতেও আসেনি। তাঁর জামাইবাবুর অকালমৃত্যুর সময় দিদির সঙ্গে বিভিন্ন সরকারি অফিসে যেতে যেতে এই সরকারি প্রশাসন ব্যবস্থার সঙ্গে পরিচিত হন তিনি। আর এই অভিজ্ঞতাই তাঁর মনে আলোড়ন তুলেছিল। তিনি সেই সময় বুঝতে পারেন যে প্রশাসনের আধিকারিকরা এবং রাজনীতিবিদরা গভীরভাবে মানুষের জীবনকে প্রভাবিত করতে পারেন। আর তখন থেকেই একজন উচ্চপদস্থ সরকারি কর্মী হিসেবে নিজেকে গড়ে তোলার চেষ্টা করতে থাকেন তরুণী পাণ্ডে।
প্রথমে ২০২০ সালে ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষায় বসার জন্য প্রস্তুতি নেন তিনি। কিন্তু পরীক্ষার ঠিক চারদিন আগে তিনি কোভিডে আক্রান্ত হন এবং সেই বছর পরীক্ষায় বসতে পারেননি। তবে আশা হারাননি তিনি, ২০২১ সালে সাধারণ বিভাগের প্রার্থী হিসেবে আবারও পরীক্ষায় বসেন তিনি। মাত্র চার মাস সময় পেয়েছিলেন হাতে, কোনও কোচিংও নেননি তিনি। মোটা মোটা টেক্সটবই ছেড়ে অনলাইন প্ল্যাটফর্ম এবং ইউটিউবের মাধ্যমে পড়াশোনা করতে থাকেন তিনি। এতে তাঁর সময়ও বাঁচত এবং অনেক সহজে রিভিশন করা যেত। ২০২১ সালের পরীক্ষাতেই ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষায় সারা ভারতে ১৪ র্যাঙ্ক করেন তরুণী পাণ্ডে।
তরুণীর এই সাফল্যের কাহিনি বুঝিয়ে দেয় যে জীবনে কোনও বিশেষ লক্ষ্যে দৃঢ়তা, বুদ্ধিদীপ্ত পরিকল্পনা আর সমস্ত বাধা অতিক্রম করার প্রবল ইচ্ছাশক্তি থাকলে যে কোনও কঠিন কাজ সহজে করে ফেলা যায়, যে কোনও ক্ষেত্রে সাফল্য লাভ করা যায়। একটি স্বপ্নের অপূর্ণতাকে অন্য একটি আরও বড় স্বপ্নের পূর্ণতা দিয়ে ঢেকে ফেলেছেন তরুণী।
Education Loan Information:
Calculate Education Loan EMI