IAS Tripti Kalhans: তৃপ্তি কলহাঁস (Tripti Kalhans) উত্তরপ্রদেশের গোন্ডার বাসিন্দা। স্কুলে পড়ার সময় থেকেই তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে একজন সফল সরকারি কর্মকর্তা হবেন। কিন্তু সেই সময় তিনি জানতেন না যে তাঁর এই ইউপিএসসির (UPSC Exam) যাত্রাপথ কতটা কঠিন হয়ে উঠবে। এই কঠিনতম পরীক্ষায় একবার বা দুবার ব্যর্থ হওয়ার পরেই সাধারণত পরীক্ষার্থীরা অন্য বিকল্পের সন্ধান করেন, কিন্তু তৃপ্তি ইউপিএসসি (Success Story) ছাড়া অন্য কিছু ভাবতে পারেন না। তাই চারবার ব্যর্থ হওয়ার পরেও দমে যাননি তিনি। হাল না ছেড়ে প্রস্তুতির স্ট্রাটেজি বদলেছেন।
কোনও কিছু করার দৃঢ় ইচ্ছে, কঠোর মনোবল থাকলে সেই ক্ষেত্রে সাফল্য অবশ্যম্ভাবী হয়ে ওঠে। তৃপ্তির ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছে। আইএএস হওয়ার জন্য তিনি কঠোর পরিশ্রম করেছেন। যাত্রাপথ সহজ ছিল না। কিন্তু কোনও বাধাকেই তিনি পাত্তা দেননি। প্রতিটি বাধা পেরিয়ে জয়লাভ করেছেন তিনি। তাঁর সাফল্যের কাহিনি অনুপ্রাণিত করবে অন্য ইউপিএসসি উৎসাহীদেরও।
দ্বাদশ শ্রেণি পাশ করার পরে দিল্লিতে চলে আসেন তৃপ্তি। সেখানে ২০১৭ সালে দিল্লির কমলা নেহেরু কলেজ থেকে বি-কম অনার্স ডিগ্রি অর্জন করেন। এরপরে নিজেই সেলফ-স্টাডির মাধ্যমে শুরু করেন ইউপিএসসির পড়া। তবে প্রথম তিনবার প্রিলিমস পরীক্ষাতেও উত্তীর্ণ হতে পারেননি তৃপ্তি (Tripti Kalhans)। ছোটবেলায় দেখা স্বপ্ন ভেঙে যাচ্ছিল। আত্মবিশ্বাস হারিয়ে ফেলছিলেন ক্রমেই, কিন্তু সেই তিনিই আবার নিজেকে ধরে রেখে ফের লড়াই চালিয়ে গিয়েছেন। তবে একসময় পরিবারের লোকজনও তাঁকে চাপ (Success Story) দিতে থাকে। চতুর্থ প্রচেষ্টায় ব্যর্থ হওয়ার পরে আরও ভেঙে পড়েন তিনি। ২০২২ সালে পরীক্ষা দেননি তৃপ্তি। এক বছরের বিরতি নিয়ে নতুন উদ্যমে আবার ২০২৩ সালে শেষ অ্যাটেম্পট দিতে বসেন। এই ২০২২ সালের পরীক্ষা না দেওয়াটাই তাঁর জীবনে সবথেকে বড় সিদ্ধান্ত ছিল।
মাত্র এক বছরের বিরতিতেই নিজের হৃত আত্মবিশ্বাস আবার ফিরে পেয়েছেন তৃপ্তি। ২০২৩ সালের ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ১৯৯ র্যাঙ্ক অর্জন করেন তৃপ্তি। তিনি একবার এক সাক্ষাৎকারে বলেছেন যে জীবনে যখন কোনও ভাল দিন আসে, তখন বোঝা যায় ঈশ্বর তাঁকে কেন এত কষ্ট দিলেন। তাই তিনি উৎসাহী পরীক্ষার্থীদের তাই শান্তভাবে মাথা ঠান্ডা রেখে পরীক্ষা দেওয়ার উপদেশ দিয়েছেন এবং কঠোর পরিশ্রমের উপরেই জোর দিয়েছেন।
আরও পড়ুন: Recruitment News: স্নাতক পাশেই মিলবে এই চাকরি, ৮০ হাজার পর্যন্ত মিলবে বেতন
Education Loan Information:
Calculate Education Loan EMI