নয়াদিল্লি: করোনাভাইরাসজনিত পরিস্থিতির কারণে সিবিএসই সহ দেশে বিভিন্ন রাজ্য বোর্ডই এ বছরের দশম ও দ্বাদশের পরীক্ষা স্থগিত করে দিয়েছে। সেইসঙ্গে বিভিন্ন রাজ্যের বোর্ড ইতিমধ্যে ফলাফলের মূল্যায়নের ফর্মুলাও ঘোষণা করে দিয়েছে। এখন দ্বাদশের পড়ুয়ারা তাদের ফলাফলের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। এরইমধ্যে আজ সুপ্রিম কোর্ট পরীক্ষা নিয়ে শুনানির সময় সর্বোচ্চ আদালত ৩১ জুলাইয়ের মধ্যে দ্বাদশের ফলাফল প্রকাশের জন্য সমস্ত রাজ্য বোর্ডগুলিকে নির্দেশ দিয়েছে।
সুপ্রিম কোর্ট বলেছে,রাজ্য বোর্ডগুলির দ্বাদশের পরীক্ষার্থীদের মূল্যায়নের পরিকল্পনা তৈরি করে এবং সেই মূল্যায়ন ফর্মুলার ভিত্তিতে ৩১ জুলাইয়ের মধ্যে ফলপ্রকাশ আবশ্যিক। সেইসঙ্গে আদালত বলেছে, কীভাবে মূল্যায়ন তা দশ দিনের মধ্যে জানাতে হবে।
উল্লেখ্য, চলতি মাসের শুরুতে সুপ্রিম কোর্ট সিবিএসই ও সিআইএসসিই বোর্ডের পরীক্ষার্থীদের মূল্যায়নের জন্য বিকল্প মানদণ্ড স্থির করতে দুই সপ্তাহ সময় দিয়েছিল। দুটি বোর্ডই গত সপ্তাহে মূল্যায়নের মাপকাঠি সম্পর্কে সুপ্রিম কোর্টকে জানিয়েছে। আদালত এই মূল্যায়ন ফর্মুলা অনুমোদন করেছে এবং একে যুক্তিযুক্ত বলে আখ্যা দিয়েছিল। রাজ্য বোর্ডগুলির মতো সিবিএসই ও সিআইএসসিই-র আয়োজিত পরীক্ষার ফলাফলও ৩১ জুলাইয়ের মধ্যে প্রকাশ করতে হবে।
উল্লেখ্য, এখনও পর্যন্ত ২১ টি রাজ্য বোর্ড পরীক্ষা বাতিল করেছে। ছয়টি রাজ্যে দ্বাদশের পরীক্ষা আয়োজন করেছে। যে বোর্ডগুলি পরীক্ষা বাতিল করেনি, সেগুলিকে সুপ্রিম কোর্ট এর আগে নোটিশ জারি করেছিল। অন্যদিকে, বিহার রাজ্য বোর্ড তাদের দ্বাদশের পরীক্ষার ফলাফল ২৬ মার্চ ঘোষণা করে দিয়েছিল। সম্প্রতি দ্বাদশের স্ক্রুটিনির ফলাফল প্রকাশ করা হয়েছিল। বিহার বোর্ডের দ্বাদশের ফলাফলে যে পড়ুয়ারা সন্তুষ্ট নয়, তারা অফিসিয়াল সাইটে স্ক্রুটিনি পরীক্ষার জন্য আবেদন করেছিল।
করোনা আবহে এবার পশ্চিমবঙ্গ বোর্ডের দশম ও দ্বাদশের পরীক্ষা বাতিল করা হয়েছে। সম্প্রতি পরীক্ষার্থীদের মূল্যায়নের ফর্মুলা ঘোষণা করা হয়েছে মধ্যশিক্ষা পর্ষদ ও উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে।   মূল্যায়নের ভিত্তিতে পরীক্ষার মার্কশিট দেওয়া হবে। সেই পদ্ধতি ইতিমধ্যেই শুরু হয়েছে বলে জানা গিয়েছে। 


 


 


Education Loan Information:

Calculate Education Loan EMI