TBSE Tripura Board Result: প্রকাশিত হল ত্রিপুরা বোর্ডের দশম ও দ্বাদশ শ্রেণির টার্ম ওয়ানের রেজাল্ট। ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের তরফে জানানো হয়েছে, অফিশিয়াল ওয়েবসাইটে ১০ ও ১২ শ্রেণির ছাত্ররা পরীক্ষার ফল দেখতে পারবেন। জেনে নিন কীভাবে দেখবেন রেজাল্ট।
TBSE Term 1 result: এই ওয়েবসাইটগুলিতে দেখা যাবে রেজাল্ট
1 tripuraresults.nic.in
2 tbse.in
3 tripura.nic.in.
TBSE term 1 class 10 result: কীভাবে দেখবেন পরীক্ষার ফল ?
১ প্রথমে উপরে উল্লিখিত অফিশিয়াল ওয়েবসাইটে যান।
২ এবার হোমপেজে লিঙ্কটিতে ক্লিক করুন, যেখানে লেখা রয়েছে "মাধ্যমিক পরীক্ষা (10 তম স্ট্যান্ডার্ড পরীক্ষা)(টার্ম - l)- বছরের 2021-22 পরীক্ষার ফলাফল"
৩ প্রার্থীদের লগইন পৃষ্ঠায় প্রয়োজনীয় বিবরণ যেমন রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর লিখতে হবে
৪ লগ ইন করার পরে ফলাফল স্ক্রিনে দেখতে পারবেন।
৫ প্রার্থীদের ফলাফল দেখার পর পৃষ্ঠাটি সেভ করতে হবে
৬ প্রার্থীদের ভবিষ্যতের রেফারেন্সের জন্য এর প্রিন্টআউট নেওয়ার পরামর্শ দিয়েছে বোর্ড।
TBSE term 1 class 12 result: এই সহজ উপায়ে দেখুন রেজাল্ট
১ প্রথমে রেজাল্টের বিষয়ে জানতে ওপরে দেওয়া অফিশিয়াল ওয়েবসাইটের যেকোনও একটিতে যান।
২ এবার হোমপেজে TBSE দ্বাদশ শ্রেণির টার্ম-I পরীক্ষার ফলাফল 2021-2022-এ ক্লিক করুন।
৩ এখানে ক্লিক করলেই প্রার্থীদের অন্য পেজে পাঠানো হবে। যেখানে তাদের প্রয়োজনীয় বিবরণ যেমন রোল নম্বর, নিবন্ধন নম্বর লিখতে হবে।
৪ লগ ইন করার পরে, পরীক্ষার ফল স্ক্রিনে দেখতে পাবেন।
৫ প্রার্থীদের রেজাল্ট দেখার পর পেজটা সেভ করতে হবে।
৬ শেষে ভবিষ্যতের রেফারেন্সের জন্য এর প্রিন্টআউট নিয়ে রাখুন।
TBSE Tripura Board Exam: ২০২১ সালের ডিসেম্বরে TBSE ক্লাস 10 ও 12 এর জন্য টার্ম 1 পরীক্ষা পরিচালনা করেছিল। সেই পরীক্ষায় ৭২,০০০ পরীক্ষার্থী অংশগ্রহণ করে। 10 ও 12 ক্লাসের রাজ্য বোর্ডের পরীক্ষায় অংশগ্রহণ করে এই বিপুল সংখ্যক পড়ুয়া। পরবর্তীকালে ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন ১৫ মার্চ ২০২২ থেকে এর টার্ম 2 পরীক্ষার কথা ঘোষণা করে।
Education Loan Information:
Calculate Education Loan EMI