TBSE Tripura Board Result: প্রকাশিত হল ত্রিপুরা বোর্ডের দশম ও দ্বাদশ শ্রেণির টার্ম ওয়ানের রেজাল্ট। ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের তরফে জানানো হয়েছে, অফিশিয়াল ওয়েবসাইটে ১০ ও ১২ শ্রেণির ছাত্ররা পরীক্ষার ফল দেখতে পারবেন। জেনে নিন কীভাবে দেখবেন রেজাল্ট।


TBSE Term 1 result: এই ওয়েবসাইটগুলিতে দেখা যাবে রেজাল্ট


1 tripuraresults.nic.in
2 tbse.in
3 tripura.nic.in.


TBSE term 1 class 10 result: কীভাবে দেখবেন পরীক্ষার ফল ?


প্রথমে উপরে উল্লিখিত অফিশিয়াল ওয়েবসাইটে যান।
এবার হোমপেজে লিঙ্কটিতে ক্লিক করুন, যেখানে লেখা রয়েছে "মাধ্যমিক পরীক্ষা (10 তম স্ট্যান্ডার্ড পরীক্ষা)(টার্ম - l)- বছরের 2021-22 পরীক্ষার ফলাফল"


প্রার্থীদের লগইন পৃষ্ঠায় প্রয়োজনীয় বিবরণ যেমন রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর লিখতে হবে
লগ ইন করার পরে ফলাফল স্ক্রিনে দেখতে পারবেন।
প্রার্থীদের ফলাফল দেখার পর পৃষ্ঠাটি সেভ করতে হবে
প্রার্থীদের ভবিষ্যতের রেফারেন্সের জন্য এর প্রিন্টআউট নেওয়ার পরামর্শ দিয়েছে বোর্ড।


TBSE term 1 class 12 result: এই সহজ উপায়ে দেখুন রেজাল্ট


১ প্রথমে রেজাল্টের বিষয়ে জানতে ওপরে দেওয়া অফিশিয়াল ওয়েবসাইটের যেকোনও একটিতে যান।
২ এবার হোমপেজে TBSE দ্বাদশ শ্রেণির টার্ম-I পরীক্ষার ফলাফল 2021-2022-এ ক্লিক করুন।
৩ এখানে ক্লিক করলেই প্রার্থীদের অন্য পেজে পাঠানো হবে। যেখানে তাদের প্রয়োজনীয় বিবরণ যেমন রোল নম্বর, নিবন্ধন নম্বর লিখতে হবে।
৪ লগ ইন করার পরে, পরীক্ষার ফল স্ক্রিনে দেখতে পাবেন।
৫ প্রার্থীদের রেজাল্ট  দেখার পর পেজটা সেভ করতে হবে।


৬ শেষে ভবিষ্যতের রেফারেন্সের জন্য এর প্রিন্টআউট নিয়ে রাখুন।


TBSE Tripura Board Exam:  ২০২১ সালের ডিসেম্বরে TBSE ক্লাস 10 ও 12 এর জন্য টার্ম 1 পরীক্ষা পরিচালনা করেছিল। সেই পরীক্ষায় ৭২,০০০ পরীক্ষার্থী অংশগ্রহণ করে।  10 ও   12 ক্লাসের রাজ্য বোর্ডের পরীক্ষায় অংশগ্রহণ করে এই বিপুল সংখ্যক পড়ুয়া। পরবর্তীকালে ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন ১৫ মার্চ ২০২২ থেকে এর টার্ম 2 পরীক্ষার কথা ঘোষণা করে।


 


Education Loan Information:

Calculate Education Loan EMI