AI Jobs: কম্পিউটার ইঞ্জিনিয়ারিং (Computer Education) বা সেই সংক্রান্ত কোনও যোগ্যতা থাকলে টাটা কনসালট্যান্সি সার্ভিসেস (TCS) দিচ্ছে দারুণ সুয়োগ। বড় নিয়োগের ঘোষণা করেছে কোম্পানি।পাশাপাশি আরও একটি সুখবর দিয়েছে কোম্পানি। 


TCS দিয়েছে এই খবর
দেশের বৃহত্তম আইটি পরিষেবা সংস্থা টাটা কনসালটেন্সি সার্ভিসেস (টিসিএস) দুটি সুখবর দিয়েছে। প্রথমত, তারা 2024 সালের জন্য বৃহৎ পরিসরে ফ্রেশারদের নিয়োগ শুরু করেছে। এছাড়াও, TCS তার প্রায় 3.5 লক্ষ কর্মচারীকে কৃত্রিম বুদ্ধিমত্তা দক্ষতা (AI) প্রশিক্ষণ দিয়েছে। এই প্রশিক্ষণ কোম্পানিকে AI এর ক্রমবর্ধমান ব্যবহারে তাদের অংশগ্রহণ বাড়াতে সাহায্য করবে। এটি কোম্পানির মোট কর্মচারীর প্রায় 50 শতাংশ। সংস্থা জানুয়ারিতে ঘোষণা করেছিল, তাদের 1.5 লক্ষ কর্মীকে এআই দক্ষতার প্রশিক্ষণ দেওয়া হয়েছে।


Tata Consultancy Services: কত তারিখের মধ্য়ে আবেদন করতে হবে 
TCS (Tata Consultancy Services) যারা B.Tech, BE, MCA, MSc এবং MS ডিগ্রি সম্পন্ন করেছেন তাদের 10 এপ্রিলের মধ্যে আবেদন করতে বলেছে। ফ্রেশারদের জন্য পরীক্ষা 26 এপ্রিল অনুষ্ঠিত হবে। কোম্পানি তাদের ক্যারিয়ার পেজে এই তথ্য জানিয়েছে। অর্থনৈতিক মন্দার সঙ্গে লড়াই করা আইটি সেক্টরের জন্য এটি একটি বড় সিদ্ধান্ত। এ বছর ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীরা খুব সমস্যায় পড়েছিল। বেশিরভাগ কোম্পানি ক্যাম্পাস নিয়োগ থেকে নিজেদের দূরে সরিয়ে রেখেছিল। শুক্রবার, টাটা গ্রুপ কোম্পানি ঘোষণা করেছে, সংস্থা Amazon Web Services (AWS) এর সঙ্গে একটি জেনারেটিভ AI অংশীদারিত্বে কাজ করবে। 


কত টাকা বেতন দেওয়া হবে
এই নিয়োগের আওতায় কোম্পানি তিনটি বিভাগে চাকরির ঘোষণা করেছে। এই তিনটি বিভাগ হল-নিনজা, ডিজিটাল এবং প্রাইম। তবে, টিসিএস কতজনকে নিয়োগ দেবে তা প্রকাশ করেনি। মানি কন্ট্রোলের এক প্রতিবেদনে বলা হয়েছে, নিনজা বিভাগে 3.36 লক্ষ টাকা, ডিজিটালে 7 লক্ষ টাকা এবং প্রাইম বিভাগে 9 থেকে 11.5 লক্ষ টাকার প্যাকেজ দেওয়া হবে।


Tata Consultancy Services: কীভাবে আবেদন করতে হবে?
আপনাকে TCS NextStep পোর্টাল খুলতে হবে।
রেজিস্ট্রেশন করার পর আবেদন করুন।
আপনি যদি ইতিমধ্যে রেজিস্টার করে থাকেন তবে রেফারেন্স নম্বর দিয়ে লগ ইন করুন।
আবেদনপত্র পূরণ করার পর Apply for Drive-এ ক্লিক করুন।
এর পর Track Your Application এ ক্লিক করুন। ওখানে আপনার স্ট্যাটাস অনুযায়ী সব বিস্তারিত দেখাবে ।


আরও পড়ুন:  Bank News: আজ কি ব্যাঙ্ক খোলা ? ৩০ -৩১ মার্চ খোলা থাকবে এই ব্যাঙ্কগুলি, রইল তালিকা


Education Loan Information:

Calculate Education Loan EMI