Teacher Recruitment News: যে সমস্ত প্রার্থীরা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য বড় সুখবর। এই রাজ্যে এবার বিপুল পদে নিয়োগ হতে চলেছে। শিক্ষকতা (Teacher Recruitment) করার জন্য যারা বহুদিন ধরে বুক বেঁধে আছেন, তারা এবার সুযোগ পেতে পারেন। অসমে এবার বিপুল সংখ্যক শিক্ষক নিয়োগ করা হবে সরকারি ভিত্তিতে। কিছুদিন আগেই চালু হয়েছিল এই নিয়োগের (Recruitment News) জন্য আবেদনের লিঙ্ক, শুরু হয়েছিল রেজিস্ট্রেশন প্রক্রিয়া। এবার আবেদনের শেষ দিন আগামীকালই। ফলে যারা এখনও আবেদন করেননি, তাদের জন্য বড় সুযোগ রয়েছে। তার আগে দেখে নিতে হবে প্রার্থীর যোগ্যতা কী লাগবে।


১২ অগাস্ট অর্থাৎ আগামীকাল এই পদের জন্য আবেদন প্রক্রিয়া শেষ হয়ে যাবে। এর মধ্যেই করে ফেলতে হবে আবেদন। মোট ৩৫ হাজারেরও বেশি পদে হবে এই শিক্ষক নিয়োগ।


মোট কত শূন্যপদ আছে


অসমের প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে সারা রাজ্যে মোট ৩৫,১৩৩ পদে শিক্ষক নিয়োগ করা হবে। আপার প্রাইমারি এবং লোয়ার প্রাইমারি স্কুলে অ্যাসিস্ট্যান্ট টিচার ও গ্র্যাজুয়েট টিচার পদে নিয়োগ করা হবে অসম সরকারের পক্ষ থেকে।


কীভাবে আবেদন করবেন


অসমে এত বিপুল সংখ্যক শিক্ষক নিয়োগের আবেদনের জন্য প্রার্থীকে অনলাইনে আবেদন করতে হবে। অসমের প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই পদগুলির জন্য আবেদন করা যাবে dee.assam.gov.in থেকে। এই ওয়েবসাইটে গেলে এই নিয়োগের ব্যাপারেও বিশদে জানা যাবে।


প্রার্থীর যোগ্যতা কী লাগবে


এই শিক্ষকের পদে নিয়োগ পাওয়ার জন্য প্রার্থীকে অবশ্যই কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিএ বা বিএসসি ডিগ্রি পাশ করে থাকতে হবে। এর সঙ্গে অসমের টেট পরীক্ষা অর্থাৎ শিক্ষক যোগ্যতা নির্ণায়ক পরীক্ষায় পাশ করে থাকতে হবে। আর এর সঙ্গে প্রার্থীদের অবশ্যই দু বছরের বিএড বা ডিএলএড ডিগ্রি থাকা বাঞ্ছনীয়। স্পেশাল এডুকেশন নিয়ে এই ডিগ্রি থাকতে হবে উৎসাহী প্রার্থীদের।


তবে এই শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে খানিক বদল হতে পারে যা কিনা ওয়েবসাইটে অফিসিয়াল বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে। ৪৫ বছর বয়স পর্যন্ত এই পদের জন্য প্রার্থীরা আবেদন করতে হবে। ১৮ বছর থেকে ৪৫ বছর বয়স পর্যন্ত প্রার্থীরা এই পদে আবেদন করতে পারবেন।


কীভাবে হবে প্রার্থী নির্বাচন


প্রার্থী নিয়োগের জন্য একটি লিখিত পরীক্ষা দিতে হবে প্রথমে। তারপর সেই পরীক্ষায় পাশ করলে করা হবে নথি যাচাই। তবে এক্ষেত্রে প্রার্থীকে আবেদনের জন্য কোনও ফি দিতে হবে না।


বেতন কত হবে


অসম সরকারের দ্বারা এই নিয়োগ প্রক্রিয়া নির্বাচিত হলে প্রার্থীরা প্রাথমিক স্কুলের শিক্ষক হিসেবে ১৪ হাজার টাকা থেকে ৭০ হাজার টাকা পর্যন্ত বেতন পাবেন প্রতি মাসে।



আরও পড়ুন: Success Story: মশলা বিক্রি থেকে ৫১ হাজার কোটির ব্যবসা ! 'সোনা'র মত উজ্জ্বল এমপি আহমেদের সাফল্য


Education Loan Information:

Calculate Education Loan EMI