নয়াদিল্লিঃ সিবিএসইর দশম, দ্বাদশ শ্রেণির টার্ম-১ বোর্ডের পরীক্ষার বিষয় সিদ্ধান্ত নিয়ে নেওয়া হল। করোনা আবহে এই পরীক্ষা অফলাইনেই হবে। পরীক্ষার দিন ঘোষণা করা হবে আগামী ১৮ অক্টোবর। উল্লেখ্য, আগেই জানিয়ে দেওয়া হয়েছিল যে আগামী নভেম্বর ও ডিসেম্বরে এই পরীক্ষাগুলো হবে। করোনা প্রকোপ এখনও পুরোপুরি কমেনি। কিন্তু এরমধ্যেই অফলাইনেই পরীক্ষা আয়োজনের ভাবনা চিন্তা করেছে সিবিএসই বোর্ড। এই পরীক্ষা মূলত অবজেক্টিভ প্রশ্ন হবে। সময় ৯০ মিনিট।
আগেই সিবিএসই বোর্ডের তরফে জানানো হয়েছে যে দুটি টার্মে হবে দশম এবং দ্বাদশের বোর্ড পরীক্ষা। দুটি টার্ম পরীক্ষার ফলাফলের ভিত্তিতে চূড়ান্ত মার্কশিট তৈরি করা হবে। তবে কোনও কারণে প্রথম টার্মের পরীক্ষা বিঘ্নিত হলে দ্বিতীয় টার্মের পরীক্ষায় বাড়তি গুরুত্ব দেওয়া হবে। তবে এক্ষেত্রে প্রথম টার্মের পরও আলাদা করে মার্কশিট দেওয়া হবে। করোনা পরিস্থিতিতে এবার প্রথম টার্মের পরীক্ষা অন্য বারের তুলনায় একটু পিছিয়ে গিয়েছে। প্রতি বছর অক্টোবর-নভেম্বরে হয়ে থাকে প্রথম টার্মের পরীক্ষা। কিন্তু এবার সেই পরীক্ষাই হবে নভেম্বর-ডিসেম্বরে।
এদিকে প্রকাশিত হয়েছে CBSE সেন্ট্রাল টিচার এলিজিবিলিটি টেস্ট Central Teacher Eligibility Test (CTET)-এর মডেল প্রশ্নপত্র। ২০২১ সালের ডিসেম্বর ও ২০২২ সালের জানুয়ারিতে হবে এই পরীক্ষা। চাকরিপ্রার্থীরা CTET-এর অফিশিয়াল ওয়েবসাইট ctet.nic.in-এ গিয়ে মডেল প্রশ্নপত্র দেখতে পারবেন।
CBSE-র অধীনে পরিচালিত হবে এই CTET 2021 পরীক্ষা। আগামী ১৬ ডিসেম্বর শুরু হতে চলেছে এই পরীক্ষা। যা চলবে ২০২২ সালের ১৩ জানুয়ারি পর্যন্ত।
CTET 2021-এর প্রশ্নপত্রের ধরন
CTET 2021-এর ক্ষেত্রে দুই ধরনের প্রশ্নপত্র থাকবে। যারা ক্লাস (১-৫) পর্যন্ত ছাত্রছাত্রীদের পড়াতে চাইবেন তাদের জন্য একটি প্রশ্নপত্র থাকবে। ২ নম্বর প্রশ্নপত্র তাদের জন্য, যারা ক্লাস (৫-৮)-এর ছাত্রছাত্রীদের পড়ানোর জন্য পরীক্ষায় বসবেন।যারা এই দুই গ্রুপের টিচার হতে চাইবেন তাঁদের দুই গ্রুপের পরীক্ষায় বসতে হবে।
Education Loan Information:
Calculate Education Loan EMI