Jobs In Territorial Army: হাতে মাত্র আর দু'দিন। টেরিটোরিয়াল আর্মিতে চাকরির সুবর্ণ সুযোগ। অফিসার পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে আর্মি হেডকোয়ার্টার্স সিলেকশন বোর্ড। সেনাবাহিনীতে অফিসার হিসেবে যোগদান করতে ইচ্ছুক আগ্রহী প্রার্থীদের অবিলম্বে আবেদনপত্র পূরণ করতে হবে।


Territorial Army Jobs 2022: আবেদনের শেষ তারিখ কবে ?
এই নিয়োগের অফিসার পদে আগ্রহী প্রার্থীদের 4 মে'র মধ্যে আবেদন জমা দিতে হবে। সশস্ত্র বাহিনীর কমিশনড অফিসারদের জন্যই এই নিয়োগ করা হচ্ছে। আগ্রহী প্রার্থীরা অফিশিয়াল ওয়েবসাইট joinerritorialarmy.gov.in থেকে আবেদনপত্র ডাউনলোড করতে পারবেন। 


Jobs In Territorial Army: কোন পদে কত নিয়োগ ?
এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে কর্মকর্তাদের 7 টি পদে নিয়োগ করা হবে। যার মধ্যে 6টি পদ পুরুষ প্রার্থীদের জন্য নির্ধারণ করা হয়েছে। 1টি পদ মহিলা প্রার্থীদের জন্য রাখা হয়েছে। এই পদগুলির জন্য প্রার্থীদের বাছাই করা হবে সাক্ষাত্কারের ভিত্তিতে। জুলাই মাসে হবে প্রার্থী বাছাই পর্ব।


Territorial Army Jobs 2022: শিক্ষাগত যোগ্যতা ও বয়স
টেরিটোরিয়াল আর্মি রিক্রুটমেন্ট 2022-এর আওতায় অফিসার পদে আবেদন করতে ইচ্ছুক প্রার্থীকে অবশ্যই একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হতে হবে। এছাড়াও প্রার্থীদের বয়স 18 থেকে 42 বছরের মধ্যে হতে হবে। এর পাশাপাশি প্রার্থীদের শারীরিক ও চিকিৎসাগতভাবে সুস্থ থাকতে হবে।  


Jobs In Territorial Army: কোথায় পাঠাতে হবে আবেদনপত্র ?
আগ্রহী প্রার্থীরা 4 মে 2022 এর মধ্যে ডিরেক্টরেট জেনারেল টেরিটোরিয়াল আর্মি, প্রতিরক্ষা মন্ত্রকের সদর দফতর, 4র্থ তলা, এ ব্লক, প্রতিরক্ষা মন্ত্রণালয়, কমপ্লেক্স, কেজি মার্গ, নিউ দিল্লি- 110001-এ তাদের আবেদনগুলি পাঠাতে পারেন। দেরি করলে গ্রহণ করা হবে না আবেদনপত্র।


দেখে নিন টেরিটোরিয়াল আর্মির অফিশিয়াল ওয়েবসাইট -  joinerritorialarmy.gov.in


আরও পড়ুন : SBI SO Recruitment 2022: ২৭ লাখ টাকা পর্যন্ত বেতন, স্টেট ব্যাঙ্ক জারি করল বিজ্ঞপ্তি


    


Education Loan Information:

Calculate Education Loan EMI