SBI Jobs 2022: স্টেট ব্যাঙ্কে চাকরির সুবর্ণ সুযোগ ! ৩০টিরও বেশি পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে দেশের বৃহত্তম ব্যাঙ্ক। উপযুক্ত শিক্ষাগত যোগ্যতা থাকলে অবিলম্বে SBI-এর অফিশিয়াল ওয়েবসাইটে যোগাযোগ করুন।


SBI SO Recruitment 2022: কোন পদে হচ্ছে নিয়োগ ?
SBI Specialist Officers (SO) পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে ব্যাঙ্ক। গত ২৭ এপ্রিল থেকে অনলাইনে আবেদনের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আগ্রহী চাকরিপ্রার্থীরা চাইলে স্টেট ব্যাঙ্কের অফিশিয়াল ওয়েবসাইট sbi.co.in-এ আবেদন করতে পারেন। সেখানেই যাবতীয় চাকরির বিবরণ পেয়ে যাবেন চাকরিপ্রার্থীরা। প্রার্থীদের অবশ্যই মনে রাখবেন যে chief information security officer  পদের পাশাপাশি নির্বাহী পদের জন্য নিয়োগ বাছাই, সাক্ষাৎকার ও বেতন আলোচনার ভিত্তিতে হবে।


SBI Jobs 2022: কতগুলি পদে হবে নিয়োগ ?
Chief Information Security Officer: 1


System Officer (Test Engineer): 2
System Officer (Web Developer): 1


System Officer (Performance/Senior Automation Test Engineer): 1


System Officer (Project Manager): 3


Executive (Test Engineer): 10


Executive (Interaction Designer): 3


Executive (Web Developer): 1


Executive (Portal Administrator): 3


Senior Executive (Performance/Automation Test Engineer): 4


Senior Executive (Interaction Designer): 2


Senior Executive (Project Manager): 4


Senior Special Executive (Project Manager): 1


SBI SO Recruitment 2022: গুরুত্বপূর্ণ তারিখ
অনলাইন আবেদন শুরু: 27 এপ্রিল


আবেদনের শেষ তারিখ: 17 মে


লিখিত পরীক্ষা: 25 জুন


অ্যাডমিট কার্ড: 17 মে


SBI SO Recruitment 2022: কীভবে আবেদন করবেন ?
১ SBI- sbi.co.in-এর অফিশিয়াল ওয়েবসাইটে যান


২ হোম পেজে যান ও ক্যারিয়ার বিভাগে ক্লিক করুন


৩ এখন এসবিআই এসও অ্যাপ্লিকেশন লিঙ্কে ক্লিক করুন


৪ আপনি যে পদটির জন্য আবেদন করছেন তা নির্বাচন করুন
 
৫ একজন ব্যবহারকারী হিসাবে রেজিস্টার করুন ও আবেদনপত্র পূরণ করুন
৬ এই পর্বে নথি আপলোড করুন
৭ এবার আবেদনকারী হিসাবে আবেদন ফি জমা দিন
৮ শেষে পূরণ করা ফর্ম ডাউনলোড করুন 
৯ এটি সংরক্ষণ করে একটি প্রিন্টআউট নিয়ে নিন 


আরও পড়ুন : ​​Indian Navy Jobs 2022: ভারতীয় নৌবাহিনীতে প্রচুর পদে চাকরির সুযোগ, বেতন কত জানেন ?


Education Loan Information:

Calculate Education Loan EMI