SBI Jobs 2022: স্টেট ব্যাঙ্কে চাকরির সুবর্ণ সুযোগ ! ৩০টিরও বেশি পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে দেশের বৃহত্তম ব্যাঙ্ক। উপযুক্ত শিক্ষাগত যোগ্যতা থাকলে অবিলম্বে SBI-এর অফিশিয়াল ওয়েবসাইটে যোগাযোগ করুন।
SBI SO Recruitment 2022: কোন পদে হচ্ছে নিয়োগ ?SBI Specialist Officers (SO) পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে ব্যাঙ্ক। গত ২৭ এপ্রিল থেকে অনলাইনে আবেদনের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আগ্রহী চাকরিপ্রার্থীরা চাইলে স্টেট ব্যাঙ্কের অফিশিয়াল ওয়েবসাইট sbi.co.in-এ আবেদন করতে পারেন। সেখানেই যাবতীয় চাকরির বিবরণ পেয়ে যাবেন চাকরিপ্রার্থীরা। প্রার্থীদের অবশ্যই মনে রাখবেন যে chief information security officer পদের পাশাপাশি নির্বাহী পদের জন্য নিয়োগ বাছাই, সাক্ষাৎকার ও বেতন আলোচনার ভিত্তিতে হবে।
SBI Jobs 2022: কতগুলি পদে হবে নিয়োগ ?Chief Information Security Officer: 1
System Officer (Test Engineer): 2System Officer (Web Developer): 1
System Officer (Performance/Senior Automation Test Engineer): 1
System Officer (Project Manager): 3
Executive (Test Engineer): 10
Executive (Interaction Designer): 3
Executive (Web Developer): 1
Executive (Portal Administrator): 3
Senior Executive (Performance/Automation Test Engineer): 4
Senior Executive (Interaction Designer): 2
Senior Executive (Project Manager): 4
Senior Special Executive (Project Manager): 1
SBI SO Recruitment 2022: গুরুত্বপূর্ণ তারিখঅনলাইন আবেদন শুরু: 27 এপ্রিল
আবেদনের শেষ তারিখ: 17 মে
লিখিত পরীক্ষা: 25 জুন
অ্যাডমিট কার্ড: 17 মে
SBI SO Recruitment 2022: কীভবে আবেদন করবেন ?১ SBI- sbi.co.in-এর অফিশিয়াল ওয়েবসাইটে যান
২ হোম পেজে যান ও ক্যারিয়ার বিভাগে ক্লিক করুন
৩ এখন এসবিআই এসও অ্যাপ্লিকেশন লিঙ্কে ক্লিক করুন
৪ আপনি যে পদটির জন্য আবেদন করছেন তা নির্বাচন করুন ৫ একজন ব্যবহারকারী হিসাবে রেজিস্টার করুন ও আবেদনপত্র পূরণ করুন৬ এই পর্বে নথি আপলোড করুন৭ এবার আবেদনকারী হিসাবে আবেদন ফি জমা দিন৮ শেষে পূরণ করা ফর্ম ডাউনলোড করুন ৯ এটি সংরক্ষণ করে একটি প্রিন্টআউট নিয়ে নিন
আরও পড়ুন : Indian Navy Jobs 2022: ভারতীয় নৌবাহিনীতে প্রচুর পদে চাকরির সুযোগ, বেতন কত জানেন ?
Education Loan Information:
Calculate Education Loan EMI