নয়াদিল্লি: দেশে করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে পরীক্ষা স্থগিতের নির্দেশ দিল স্টাফ সিলেকশন কমিশন। আপাতত পিছিয়ে দেওয়া হয়েছে তাদের 'কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল এক্সাম' (CHSL)। স্টাফ সিলেকশন কমিশনের তরফে বলা হয়েছে, যারা এই পরীক্ষা দিতে পারলেন না, পরবর্তীকালে তাদের পরীক্ষার তারিখ ঘোষণা করা হবে। গত ১২ এপ্রিল শুরু হয় স্টাফ সিলেকশন কমিশনের এই পরীক্ষা। যা চলার কথা ছিল ২৭ এপ্রিল পর্যন্ত।যদিও সংক্রমণের কথা ভেবে ২০ তারিখ থেকেই পরীক্ষা পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল স্টাফ সিলেকশন কমিশন। পরীক্ষার্থীদের মধ্যে যাদের সেন্টার পশ্চিমবঙ্গে পড়েছে তাদের ২১ ও ২২ মে যথাক্রমে পরীক্ষা হবে। প্রতি বছরই নির্দিষ্ট পদে এই পরীক্ষাগুলি নেয় স্টাফ সিলেকশন কমিশনে। জুনিয়র ডিভিশন ক্লার্ক, জুনিয়র সেক্রেটেরিয়াট অ্যাসিস্ট্যান্ট, পোস্টাল অ্যাসিস্ট্যান্ট, সরটিং অ্যাসিস্ট্যান্ট ও ডেটা এন্ট্রি অপারেটর পদে পরীক্ষা নেয় কমিশন । পরবর্তীকালে এখান থেকেই সরকারের বিভিন্ন মন্ত্রক ও বিভাগে কর্মী নিয়োগ করা হয়। পাশাপাশি এরই মধ্যে স্থগিত করা হয়েছে SSC-র স্টেনোগ্রাফার গ্রেড সি গ্রেড ডি-র পরীক্ষা। ২৯ মার্চ এই পরীক্ষা হওয়ার কথা ছিল।পরীক্ষা স্থগিত হলেও এর পরবর্তী দিন ঘোষণা হয়নি এখনও। তবে শুধু স্টাফ সিলেকশন কমিশনে নয়। পরীক্ষা স্থগিত রাখার নির্দেশ দিয়েছে UPSC-ও। কমিশনের ইকোনমিক সার্ভিস এক্সাম, ইন্ডিযান স্ট্যাটিস্টিক্যাল সার্ভিস এক্সাম, ইপিএফও এক্সাম ছাড়াও বেশকিছু সরাসরি নিয়োগের পরীক্ষা আপাতত স্থগিত রাখা হয়েছে। এদিকে মঙ্গলবারই স্থগিত রাখা হয়েছে 'ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট' ইউজিসি-নেট। জাতীয় পরীক্ষা নিয়ামক সংস্থা ন্যাশনাল টেস্ট এজেন্সির তরফে জানানো হয়েছে, পরবর্তী ঘোষণা না হওয়া পর্যন্ত স্থগিত থাকবে ইউজিসি-নেট ২০২১ পরীক্ষা।ইতিমধ্যেই শুরু হয়েছিল পরীক্ষার অ্যাডমিট কার্ড দেওয়ার প্রক্রিয়া। ugcnet.nta.nic.in ওয়েবসাইট থেকে তা ডাউনলোড করা যাচ্ছিল।

Education Loan Information:

Calculate Education Loan EMI