Cotton Corporation Of India Recruitment 2024: কটন কর্পোরেশন অব ইন্ডিয়াতে শুরু হল নিয়োগের জন্য আবেদন গ্রহণের প্রক্রিয়া। মোট ২১৪টি পদের জন্য আবেদন করা যাবে। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, জুনিয়র অ্যাসিসট্যান্ট, জুনিয়র কমার্সিয়াল এক্সিকিউটিভ ও ম্যানেজমেন্ট ট্রেনি পদে নিয়োগ করা হবে।


আবেদনের শেষ তারিখ


আবেদন শুরু হয়েছে ১২ জুন থেকে। আবেদনের শেষ তারিখ ২ জুলাই। ২ জুলাই রাত ১১ টা বেজে ৫৫ মিনিটে বন্ধ হবে পোর্টাল। 


কোন কোন পদ শূন্য



  • অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (লিগাল) - ১

  • অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ) - ১

  • ম্যানেজমেন্ট ট্রেনি (অ্যাকাউন্ট) - ১১

  • ম্যানেজমেন্ট ট্রেনি (মার্কেটিং) - ২০

  • জুনিয়র অ্যাসিস্ট্যান্ট (জেনারেল) - ২০

  • জুনিয়র অ্যাসিস্ট্যান্ট (অ্যাকাউন্টস) - ২০

  • জুনিয়র কমার্সিয়াল এক্সিকিউটিভ - ১২০

  • জুনিয়র কমার্সিয়াল এক্সিকিউটিভ (হিন্দি অনুবাদক) - ১

  • মোট ২১৪


বয়সের সীমা


আবেদনের জন্য বয়স অন্ততপক্ষে ১৮ বছর হতে হবে। সর্বাধিক বয়স ৩০ বছর হতে পারে। নির্দিষ্ট শ্রেণির জন্য নির্দিষ্ট ছাড় দেওয়া হবে। এসসি, এসটির জন্য ৫ বছর, ওবিসির জন্য ৩ বছর।


যোগ্য প্রার্থী নির্বাচনের প্রক্রিয়া


তিন ধাপে যোগ্য প্রার্থী নির্বাচন করা হবে। প্রথম ধাপে একটি লিখিত পরীক্ষা নেওয়া হবে। এই ধাপ উত্তীর্ণ হলে পরবর্তী ধাপে ডকুমেন্ট পরীক্ষা করা হবে। সেই ধাপ পেরোতে পারলে মেডিকেল পরীক্ষা করা হবে।কোন শ্রেণির জন্য কতগুলির শূন্যপদ



  • অসংরক্ষিত শ্রেণির জন্য -  ৭৪

  • এসসির জন্য - ৩২

  • এসটির জন্য - ২১

  • ওবিসির জন্য - ৬৬

  • আর্থিকভাবে অনগ্রসর শ্রেণির জন্য - ২১


মোট বেতনের পরিমাণ



  • ম্যানেজমেন্ট ট্রেনি (অ্যাকাউন্ট) - ৩০,০০০- ১২০,০০০

  • ম্যানেজমেন্ট ট্রেনি (মার্কেটিং) - ৩০,০০০- ১২০,০০০

  • জুনিয়র কমার্সিয়াল এক্সিকিউটিভ - ২২,০০০- ৯০,০০০


কটন কর্পোরেশন অব ইন্ডিয়াতে আবেদন প্রক্রিয়া



  • প্রথমে কটন কর্পোরেনের  অফিসিয়াল সাইট যেতে হবে।

  • সেখানে গিয়ে আবেদন করার আগে বিশদে পুরো বিজ্ঞাপন আবার পড়ে নিতে হবে।

  • এবার প্রথমে রেজিস্টার করে নিতে হবে।

  • তার পর এফসিআই আবেদনটি পূরণ করে দিতে হবে।

  • এর পরের ধাপে যে যে নথি দরকার সেগুলি একে একে আপলোড করে দিতে হবে।

  • তারপর আবেদনের ফি জমা দিতে হবে।

  • পরের ধাপে গিয়ে সিসিআই আপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করে নিতে হবে।


আরও পড়ুন - SBI Clerk Mains Result 2024: শীঘ্রই প্রকাশ পাবে স্টেট ব্যাঙ্কে ক্লার্কশিপ পরীক্ষার ফলাফল, কীভাবে দেখবেন ?


আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।


Education Loan Information:

Calculate Education Loan EMI