Telangana Govt School: একটা গোটা স্কুলে একজন মাত্র পড়ুয়া আর একজনই শিক্ষক। তাই নিয়েই ভালই চলছে স্কুল। তেলেঙ্গানার একটি ছোট্ট প্রত্যন্ত গ্রাম নড়াপাণিনিপল্লীতে এমনই ঘটেছে। সেখানকার সরকারি স্কুলের একমাত্র পড়ুয়া (Govt School) কীর্তনা নামের এক ৯ বছর বয়সী মেয়ে। গোটা রাজ্যে এমন একটিই স্কুল (Telangana School) রয়েছে। আর এই স্কুলের একমাত্র শিক্ষিকা উমা, রোজ কেবল কীর্তনাকে পড়াতেই স্কুলে আসেন।
স্কুলপড়ুয়া কীর্তনা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, 'একবার এই স্কুল বন্ধ হয়ে গেলে ছাত্র-ছাত্রীদের জন্য দ্বিতীয়বার এই স্কুল খোলা খুবই কঠিন হবে। আর তাই আমার বাবা আমাকে এই স্কুলেই পড়ার নির্দেশ দিয়েছেন। সপ্তম শ্রেণি পর্যন্ত এখানেই পড়াশোনা করতে চাই আমি। এরপরে সেকেন্ডারি স্কুলের পড়াশোনার জন্য আমি কোনো হস্টেলে ভর্তি হব'।
স্কুলের একমাত্র শিক্ষক উমা জানিয়েছেন, ১০ জন ছাত্র-ছাত্রী থাক বা ২০ জন, কিংবা ১ জন; যেমনই পড়ুয়া থাকুক পড়ানোতে কোনো বদল হয় না, যদিও চাপ অনেকটাই কম থাকে'। পিটিআই সংবাদমাধ্যমকে জেলার এডুকেশন অফিসার জানিয়েছেন যে এই স্কুলের একমাত্র ছাত্রী চতুর্থ শ্রেণিতে পাঠরত, সে ওয়াইরা মণ্ডলে উচ্চ প্রাথমিকে ভর্তি হয়েছে যাতে পড়াশোনায় বিঘ্ন না ঘটে'।
সমাজমাধ্যমে সম্প্রতি এই মেয়েটির কথা ছড়িয়ে পড়েছে। তাঁর বাবার সিদ্ধান্তকে অনেকেই প্রশংসা করেছেন যে তিনি মেয়েকে স্কুলে ভর্তি রেখেছেন যাতে স্কুলটি চালু থাকে। অনেকেই তাঁকে একাধারে ভাগ্যবান ও দুর্ভাগ্যবান বলে মনে করেছেন। কারণ একদিকে তিনি তাঁর মেয়ের জন্য একমাত্র শিক্ষিকা পেয়েছেন আর অন্যদিকে সহপাঠীদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা না থাকায় সার্বিক বিকাশ হচ্ছে না মেয়েটির।
এই স্কুলটি চালাতে গোটা বছরে খরচ হয় ১২ লক্ষ টাকা, ১৫ বছর আগে এই স্কুলেই ৭০ জন ছাত্র-ছাত্রী ছিল। বেসরকারি ও ইংরেজি মাধ্যম স্কুলের চাহিদা বেড়ে যাওয়ায় ধীরে ধীরে এই স্কুলে কমে এসেছে পড়ুয়া সংখ্যা। আরও পড়ুয়াদের আকৃষ্ট করতে এই স্কুলটি 'উই ক্যান লার্ন' নামের একটি প্রোগ্রাম চালু করেছে যেখানে ইংরেজি ও কমিউনিকেশন স্কিল বাড়ানোর দিকে নজর দেওয়া হবে স্কুলের তরফে। আধিকারিকরা জানিয়েছেন, 'পড়ুয়া ভর্তি বাড়ানোর জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়াও শিক্ষক-শিক্ষিকাদেরও দক্ষতা বাড়ানোর দিকে নজর দেওয়া হচ্ছে। আর এর মাধ্যমে পড়ুয়া ভর্তিতে বড় প্রভাব আসবে বলেই অনুমান করা হচ্ছে'।
Education Loan Information:
Calculate Education Loan EMI